ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

উলিপুরে সঃ প্রাঃ বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার দাবীতে ক্ষুদে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২-২-২০২৩ রাত ৯:২৯
কুড়িগ্রামের উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা না থাকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেছে ক্ষুদে শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকরা। 
 
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে নাটির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এ অবস্থান ধর্মঘটে অংশ নেন। অবস্থান ধর্মঘটে অংশ নেয়া কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা নেই। বিদ্যালয়গামী রাস্তাটি ভেঙ্গে পুকুরে নেমে গেছে। এখন অন্যের জায়গা-জমি দিয়ে চলাচল করতে হয়। এজন্য তারা প্রায় সময় বাঁধাদেন। জায়গার মালিকরা বিদ্যালয়ে আসার সময় আমাদের শিক্ষক ও পরিবারকে নিয়ে খারাপ মন্তব্য করে তাদের জমি ব্যবহার করতে নিষেধ করে দিয়েছেন। তাই আমরা এখানে এসেছি আমাদের যাতায়াতের রাস্তার সমস্যার সমাধানের জন্য। নাটির খামার সরকারি 
 
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ঘরে বিদ্যালয়ে যাওয়া আসার রাস্তা নিয়ে সমস্যা চলছে। পূর্বের রাস্তাটি ভেঙ্গে পাশ্ববর্তী পুকুরে বিলিন হয়ে গেছে। ফলে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বিপদে পড়েছি। উপজেলা নিবার্হী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন বিচার পাচ্ছি না। সে কারনে আমরা বাধ্য হয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদের এসেছি। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান 
 
শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়ে কোন কাজ না হওয়ার কারণে আমরা আজ এখানে অবস্থান করছি। তিনি আরো বলেন, যাতে কোমলমতি শিক্ষার্থীদের  বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার প্রতিবন্ধকতা দূর হয় এবং বিদ্যালয়ে স্বাধীন ভাবে চলাফেরা করে পড়ালেখার সুযোগ সৃষ্টি হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

সহকারি উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায় বলেন, অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের পাঠিয়ে দেয়া হয়েছে। তারা সমস্যাটি সমাধানের জন্য ইউএনও স্যারকে লিখিত অভিযোগ দিয়েছে। আমরাও কথা বলেছি।এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার শোভন রাংসা বলেন, শিক্ষার্থীরা যখন আমার কাছে এসেছিল। আমি তখন অফিসে ছিলাম না। কিন্তু বিষয়টি আমি অবগত। পূর্বে আমি ও ওসি সাহেব বিদ্যালয় পরিদর্শন করেছি। বিষয়টি সমাধানের জন্য ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। আশা করছি দ্রুতই সমাধান করতে পারবো।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী