সকালের সময়ে নিউজ প্রকাশের পর বাঁশখালীতে ৩ ইট ভাটায় জরিমানা

দৈনিক সকালের সময়ে ইট ভাটায় অনিয়ম নিয়ে নিউজ প্রকাশের পর চট্টগ্রামের বাঁশখালীতে ৩ ইট ভাটায় প্রশাসনের জরিমানা।বাঁশখালী উপজেলার ইট ভাটা গুলোতে কয়লার পরিবর্তে পুড়ানো হচ্ছে বনের কাঠ,সংশ্লিষ্ট প্রশাসন টাকা দিয়ে ইট ভাটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে মর্মে ইট ভাটা মালিক সুত্রে জানা যায়,এরই প্রেক্ষিতে ইট ভাটা নিয়ে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় নিউজ প্রকাশিত হওয়ার পর চট্টগ্রামের বাঁশখালীর ৩টি ইট ভাটায় ৫ লাখ টাকা জরিমানা ও আদায়সহ ১টি স্ক্যাভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বলের এনটিবি ব্রিক ফিল্ড মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয় এবং ওই জরিমানা আদায় করা হয়েছে বলেও প্রশাসনিক সুত্রে জানা গেছে। একই ভাবে ২৭ জানুয়ারি উপজেলার বাহারচড়া ইউপির ৩ নং ওয়ার্ডের ব্রিক ফিল্ড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান নেতৃত্বে ভ্রাম্যমাণ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের প্রসিকিউশন ইট পোড়াতে কাঠ ব্যবহার,কৃষি জমির মাটি ইট-ভাটায় ব্যবহার করায় (GBM) গাজী ব্রিকস নামক ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।
অনুরূপ ভাবে ২৬ জানুয়ারি বাহারচড়া ইউপির ৬নং ওয়ার্ডের এমভিএম ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়। এসময় এমভিএম ব্রিক ফিল্ডে ইট তৈরির জন্যে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে একটি স্ক্যাভেটর জব্দ করা হয়, জব্দকৃত স্ক্যাভেটরটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট প্রশাসন সুত্রে জানা গেছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ ভাবে তিন ইট ভাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন,এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও বনের কাঠ পুড়ানো ও কৃষি জমি থেকে ইট তৈরির জন্যে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে একটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে এবং এনটিবি ব্রিকসকে ১লাখ টাকা,জিবিএম ব্রিকসকে ২ লাখ টাকা ও এমভিএম ব্রিকসকে ২লাখ টাকাসহ একটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার ভূমি খোন্দকার মাহমুদুল হাসান।
উল্লেখ্য,ইট ভাটা গুলোতে ইট তৈরির জন্যে
কৃষি জমি থেকে মাটি কেটে নেয়ার ফলে একদিকে ধ্বংস হচ্ছে কৃষি জমি অপরদিকে ভাটা গুলোতে কয়লার পরিবর্তে বনের কাঠ পুড়ানোর ফলে উজাড় হচ্ছে বনাঞ্চল।আর বনাঞ্চল উজাড় হওয়ার ফলে বন্যহাতিরা প্রতিনিয়তই লোকালয়ে ঢুকে পড়ে।এতে বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে জীবন যাচ্ছে স্থানীয় অনেকের।বনাঞ্চল ও কৃষি জমি রক্ষা করতে উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ
Link Copied