সকালের সময়ে নিউজ প্রকাশের পর বাঁশখালীতে ৩ ইট ভাটায় জরিমানা

দৈনিক সকালের সময়ে ইট ভাটায় অনিয়ম নিয়ে নিউজ প্রকাশের পর চট্টগ্রামের বাঁশখালীতে ৩ ইট ভাটায় প্রশাসনের জরিমানা।বাঁশখালী উপজেলার ইট ভাটা গুলোতে কয়লার পরিবর্তে পুড়ানো হচ্ছে বনের কাঠ,সংশ্লিষ্ট প্রশাসন টাকা দিয়ে ইট ভাটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে মর্মে ইট ভাটা মালিক সুত্রে জানা যায়,এরই প্রেক্ষিতে ইট ভাটা নিয়ে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় নিউজ প্রকাশিত হওয়ার পর চট্টগ্রামের বাঁশখালীর ৩টি ইট ভাটায় ৫ লাখ টাকা জরিমানা ও আদায়সহ ১টি স্ক্যাভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বলের এনটিবি ব্রিক ফিল্ড মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয় এবং ওই জরিমানা আদায় করা হয়েছে বলেও প্রশাসনিক সুত্রে জানা গেছে। একই ভাবে ২৭ জানুয়ারি উপজেলার বাহারচড়া ইউপির ৩ নং ওয়ার্ডের ব্রিক ফিল্ড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান নেতৃত্বে ভ্রাম্যমাণ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের প্রসিকিউশন ইট পোড়াতে কাঠ ব্যবহার,কৃষি জমির মাটি ইট-ভাটায় ব্যবহার করায় (GBM) গাজী ব্রিকস নামক ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।
অনুরূপ ভাবে ২৬ জানুয়ারি বাহারচড়া ইউপির ৬নং ওয়ার্ডের এমভিএম ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়। এসময় এমভিএম ব্রিক ফিল্ডে ইট তৈরির জন্যে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে একটি স্ক্যাভেটর জব্দ করা হয়, জব্দকৃত স্ক্যাভেটরটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট প্রশাসন সুত্রে জানা গেছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ ভাবে তিন ইট ভাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন,এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও বনের কাঠ পুড়ানো ও কৃষি জমি থেকে ইট তৈরির জন্যে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে একটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে এবং এনটিবি ব্রিকসকে ১লাখ টাকা,জিবিএম ব্রিকসকে ২ লাখ টাকা ও এমভিএম ব্রিকসকে ২লাখ টাকাসহ একটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার ভূমি খোন্দকার মাহমুদুল হাসান।
উল্লেখ্য,ইট ভাটা গুলোতে ইট তৈরির জন্যে
কৃষি জমি থেকে মাটি কেটে নেয়ার ফলে একদিকে ধ্বংস হচ্ছে কৃষি জমি অপরদিকে ভাটা গুলোতে কয়লার পরিবর্তে বনের কাঠ পুড়ানোর ফলে উজাড় হচ্ছে বনাঞ্চল।আর বনাঞ্চল উজাড় হওয়ার ফলে বন্যহাতিরা প্রতিনিয়তই লোকালয়ে ঢুকে পড়ে।এতে বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে জীবন যাচ্ছে স্থানীয় অনেকের।বনাঞ্চল ও কৃষি জমি রক্ষা করতে উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নারী নির্যাতন ও নাশকতা মামলায় তাঁতীলীগ নেতা রিয়াদ আটক

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মতি গুরুতর আহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দফা দাবী বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রামে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৫ পালিত

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ

বাংলাদেশের ৩য় শহর হিসেবে জয়পুরহাটে স্টারলিংক ইন্টারনেট এর উদ্বোধন

মাদারীপুরে পিআরসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ১৩ বিডিআর জোয়ান

মানিকগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন

গোদাগাড়ীতে বাড়ী দখল করে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

হৃদয়বিদারক সমাপ্তি উন্নত চিকিৎসার আগেই চলে গেলেন অসহায় শহিদ মিয়া

কুমিল্লা সীমান্তে পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
Link Copied