জলবায়ু পরিবর্তনে প্রধান অন্তরায় অবৈধ ইটভাটা
দেশের ঘূর্নিঝড় কবলিত অঞ্চল দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বে অবস্থিত বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা সমূহ।
বঙ্গোপসাগরের কোল ঘেঁষে সৃষ্টি হয়েছ প্রমত্তা কঁচা নদী,কঁচা শেষ হয়েছে সন্ধা নদীর মোহনায়। কঁচা নদীর আরেকটি মোহনা থেকে সৃষ্টি বলেশ্বর নদ।সর্বগ্রাসী কঁচা পাড়ের মানুষের গত দু দশকে হারিয়েছে তাদের সহায় সম্ভল।পরিবেশের ভারসাম্য ও জলবায়ু পরিবর্তন ছাড়া এ থেকে পরিত্রাণের উপায় নেই।উপকূলীয় অঞ্চলের মধ্যে পিরোজপুর, ঝালকাঠি,বাগেরহাটের মোড়লগঞ্জ ঘিরে আছে পানগুছি নদী।এই নদীর পাড়ে উঠেছে মুসলিম ব্রিকস।এরা ফরেস্ট পার্কের চর দিয়ে মাটি কেটে ইট পোড়ায়।
পিরোজপুরের প্রমত্তা কঁচা,সন্ধা,কালীগঙ্গা ও বলেশ্বর নদীর ভাঙনে এরা দ্বায়ী বলে জানান স্থানীয়রা । অসাধু ইটভাটা ব্যবসায়ীদের মাটি কেটে নেওয়ার ফলে নদীর পাড় ভেঙে পরছে প্রতিনিয়ত। এছাড়া পিরোজপুরের কাউখালি উপজেলার কচা ও সন্ধা নদী থেকে সারাবছর মাটি কাটে একশ্রেণীর অবৈধ ইটভাটা ব্যবসায়ীরা।এছাড়া টগড়া ও পাড়ের হাট বন্দর ঘেরা কঁচা নদীর পাড়ে গড়ে উঠেছে প্রায় ২০ টিরও বেশি ড্রাম চিপনী ইটভাটা। এরা ইটভাটায় নামও ব্যবহার করে না।শুধু মাত্র কৌশলেী নাম্বার ও ইংরেজি অক্ষর দিয়ে যারযার নাম সতন্ত্রতা বুঝায়।
বাকী ২/ ৩ টি ফিক্সড চিপনী ভাটা রয়েছে ইন্দুরকানী উপজেলায়।খোলপটুয়া ইউনিয়নের মশিউর রহমান মঞ্জুর ভাটা,তার পাশে জাহাঙ্গীরের ভাটা, একদিকে মাটিকাটা, অপরদিকে ইট পোড়ানোর জন্য ধ্বংস করছে গাছ।
ঝিকঝাক ভাটা রয়েছে আনুমানিক ৪/৫ টি
হাওলাদার ব্রিকস,হাওলাদার ব্রিকস-১,২।আরওয়ান ব্রিকস।
এরা অবাধে কেটে নিচ্ছে নদীর তীরের মাটি।শতভাগ কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও ব্যবহার করছে কাঠ।অবাধে ধ্বংস করছে গাছপালা, বনজঙ্গল।ফলে মারাত্মক হুমকির মুখে জলবায়ু।
যদিও শতভাগ কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা, সেক্ষেত্রে তাড়া ব্যক্তিস্বার্থ সিদ্ধির জন্য ধ্বংস করছে বন।ভাটাগুলো বেশীরভাগই নদীর তীরবর্তী হওয়ায় তারা এই সুযোগ পাচ্ছে বলে জানান স্থানীয় চন্ডিপুর ইউপির সদস্য মিজান মেম্বার ও সদস্য লাকী বেগম।
কঁচা নদীর হুলারহাট বন্দর,টোনা,কলাখালি থেকে শারিকতলা পর্যন্ত অবৈধ এই ভাটার মাটিকাটার ফলে প্রতিবছরই নদী ভাঙছে।স্থানীয় আলম মিনা,পিকলু,ইদ্রিস ফকির,কালু সহ অনেকেই হারিয়ছেন তাদের সহায়সম্বল, জমিজমা। কালগ্রাসী কঁচা কেড়ে নিয়েছে সর্বস্ব।
সর্বদক্ষিণের গ্রাম কালাবগী। খুলনার দাকোপের এই গ্রামে এঁকেবেঁকে আছে প্রমত্ত শিবসা। যদ্দূর চোখের নোঙর, শুধু ঢেউয়ের নাচন। বেড়িবাঁধের সঙ্গেই উপকূলের শেষ সীমানায় রেজাউল গাজীর সঙ্গে দেখা। বাঁধের পাশেই তাঁর বাস। বলছিলেন, বাড়ি থেকে এখনকার বাঁধ পর্যন্ত হেঁটে আসতে ২০ থেকে ২৫ মিনিট লাগত। ঘরবাড়ি, ফসলি জমি ছিল সবই। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের তোড়ে এখন কিছুই নেই। সবই গেছে শিবসার পেটে।
দাকোপের বটবুনিয়া খেয়াঘাট পার হলেই নতুন বাঁধ। কিছুটা এগিয়ে যেতেই যাঁকে পাওয়া গেল তিনি মহানন্দ বাইন। পেরিয়েছেন জীবনের ৬০টি বছর। বাঁধের নিচে ঝুপড়ি ঘরে পরিবারের নিয়ে তাঁর বসত। জানালেন, একসময় সবই ছিল তাঁর। ঘূর্ণিঝড় আইলা আর দফায় দফায় নদীভাঙনে এখন হারিয়েছেন সব। কোথায় ছিল ঘর- জানতে চাইলে মহানন্দের মনের আনন্দ যেন আরেকবার উবে গেল! ঢাকী নদীর মাঝখানে একটি নৌকা দেখালেন। তাও নদীতীর থেকে প্রায় ৫০০ মিটার দূরে।
এমনি অসংখ্য মানুষ প্রতিনিয়ত তাদের সর্বস্ব হারাচ্ছেন।অপরদিকে পকেট ভারী হচ্ছে অসাধু ব্যবসায়ী ও এদের ইন্দন দাতারা।
উল্লেখ্য ভূমি মন্ত্রণালয়ের জারিকৃত ১৯৯২ সালের প্রজ্ঞাপনে বলা হয়েছে 'কৃষি-জমিতে ইটভাটা নির্মাণ দণ্ডনীয় অপরাধ' ও ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৯’ এর তোয়াক্কা করছেন না এই কুচক্রী মহল।
বিস্তারিত আসছে.... পর্ব- ১
প্রীতি / এমএসএম
চট্টগ্রামে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী
ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ
হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন
রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে
সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১
৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না