লামায় উদ্বোধন হলো উপজেলা নতুন কমপ্লেক্স ভবন
বান্দরবান জেলার লামায় নতুন উপজেলা ভবন উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রী তাজুল ইসলাম এম পি,গেস্ট অপ অনার হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এম পি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিডির প্রধান প্রকৌশলী শেখ মুহাম্মদ মহসিন, বান্দরবান জেলার জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী,বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলার পৌর মেয়র ইসলাম বেবী, বান্দরবান জেলার বাংলাদেশ আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, লামা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, বাংলাদেশ আওয়ামী লীগ লামা উপজেলার সভাপতি ও গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাথোয়াই সিং মার্মা,লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লামা পৌর সভার মেয়র জহিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযুদ্ধা আলহাজ শেখ মাহবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য ফাতেমা ফারুল,লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও আজিজনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানি, লামা উপজেলার ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রানী দাশ, সঞ্চলনায় ছিলেন লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, ও দলীয় নেতাকর্মী এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন, গেস্ট অব অনারের বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন আজকের উপজেলার নতুন ভবন নিয়ে একটি ইতিহাস রয়েছে।গত তিন বছর আগে লামা উপজেলা পরিষদের ভবনের প্রস্তাব রাখলে ভুল সিদ্ধান্তে লামা উপজেলার স্থানে রুমা উপজেলা পড়ে যায়। যার কারণে এই ভবনের কাজ দেরি হয়েছে।তিনি বলেন বর্তমানে যে উন্নয়নের কাজগুলো হচ্ছে সেগুলো অত্যন্ত টেকসই এবং বান্দরবান জেলায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় প্রায় ১৩০০ কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে।তারমধ্যে লামা উপজেলায় ২৯৫ কোটি টাকার হয়েছে এবং চলছে। আজকে যে ভবনটি উদ্বোধন হচ্ছে তার খরচের পরিমাণ আনুমানিক ৭কোটি টাকা।তারমধ্যে পার্বত্য জেলা পরিষদ লামা উপজেলায় ৬৮কোটি ১৭ লক্ষ টাকার কাজ করেছে।আবার উন্নয়ন বোর্ড প্রায় এ এলাকায় ২০০ কোটি টাকার উপরে কাজ করেছে।এটাই বর্তমান সরকারের উন্নয়ন বলে তিনি দাবি করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গ্রাম বাংলার মানুষ যেখানে থাকবে সেখানে সুখে থাকবে, শান্তিতে থাকবে সে আশা রেখে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে সে আশা ব্যক্ত করেছে।তিনি বলেন দেশের উন্নয়ন করতে হলে দেশের নাগরিকদের শিক্ষিত হয়ে জ্ঞান অর্জন করতে হবে এবং দেশের অভ্যন্তরীন সম্পদগুলো ব্যবহার করে স্বনির্ভরশীল হতে হবে।তিনি আরও বলেন বর্তমান সরকারের আওতায় আমাদের এখন পদ্মাসেতু হয়েছে,সাবমেরিন হয়েছে,মেট্রোরেল হয়েছে,স্যাটেলাউট স্টেশন হয়েছে।সবমিলিয়ে দেশে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।ধর্মান্ধ না হয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলার জন্য কাজ করতে হবে।জনপ্রশাসন প্রকৌশলীর অধীনস্থ বান্দরবান পার্বত্য জেলায় যে পানির সমস্যা রয়েছে তা খুব দ্রুত সমাধান করবেন বলে আস্বস্ত করেন এবং বান্দরবান জেলার সকল উন্নয়ন প্রকল্পে বিশেষ বিবেচনা রেখে অতিরিক্ত বরাদ্দ দেওয়ারও আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের সবশেষে লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামালের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদান করে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।
প্রীতি / প্রীতি