নাচোলে উচ্চ বিদ্যালয়ে ২টি পদে নিয়োগের অভিযোগে মামলা !

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে মামলা করেছেন ২জন, বীর মুক্তি যোদ্ধার সন্তান। তারা হলেন নেজামপুর বাজারের মৃত বীরমুক্তিযোদ্ধা বইউদ্দিনের ছেলে নুরুজ্জামান ও মানিক।
গত বৃহস্পতিবারে নাচোল সহকারী জজ আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য তারা এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে জানা যায়, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন ওই বিদ্যালয়ের শুন্য/সৃষ্ট পদে অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগের জন্য গত ২১ সেপেম্বর/২২ তাং জাতীয় দৈনিক আমার সংবাদ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক গৌড় বাংলা জাতীয় পক্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যাবহার করে ম্যানেজিং কমিটির যোগসাজসে বীরমুক্তিাযোদ্ধার সন্তানকে অফিস সহায়ক ও পরীচ্ছন্নতা কর্মীপদে নিয়োগ না দিয়ে মোটা অংকের উৎকোচ গ্রহন করে অবৈধ ভাবে “অফিস সহায়ক পদে” শুড়লা গ্রামের বিধান এর ছেলে সজিবকে, এবং পরিচ্ছন্ন কর্মী হিসেবে নেজামপুর গুয়াবাড়ী এলাকার শরিফ উদ্দিনকে নিয়োগ প্রদান করার চেস্টা করছেন, বলে নুরুজ্জামান ও মানিক বিজ্ঞ আদালতে মামলা করেছেন।
(মামলা নং ২৬/২৩) এ নিয়োগ পরীক্ষায় ডিজির প্রতিনিধি হিসেবে প্রথমে নাচোল খ,ম,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে নেওয়ার কথা থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে ডিজির প্রতিনিধির ব্যাটে বলে মিল না হওয়ায় পরবর্তীতে পাশ্ববর্তী গোমস্তাপুর উপজেলার এবি সরকারী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষককে ডিজিরি প্রতিনিধি হিসেবে নিয়ে এসে এ নিয়োগ পরীক্ষা গ্রহন করা হয়, বলে মানিক জানান।
তবে এ বিষয়ে নজরুল ইসলাম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়োগ পরীক্ষার জন্য চিঠি পেয়েছিলাম এবং প্রথমবার সহকারী হেড মাস্টার নিয়োগ আমার উপস্থিতিতে হয়েছে। কিন্ত কেন এই পরীক্ষার নিয়োগে আমাকে বাতিল করা হয়েছে তা আমার জানানেই। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন এর সাথে শনিবার দুপুরে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়ম মোতাবেক নিয়োগ পরিক্ষা গ্রহন করা হয়েছে এবং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে নিয়োগ দেয়া হবে, তবে কিছু জটিলতা থাকায় আয়া পদের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
আদালতে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিয়োগের বিষয়ে কে কি মামলা করলো তা আমার বোধ গম্য নহে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ এর সাথে মুঠো ফোনে গতকাল শনিবার দুপুরে যোগাযোগ করা হলে তিনি বলেন, সচ্ছতার ভিত্তিত্বে নিয়োগ পরীক্ষা গ্রহন করা হয়েছে।
প্রীতি / প্রীতি

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন
