সুষ্ট পরিকল্পনায় ঘুরে দাড়াবে চিনি শিল্প
দর্শনা কেরুজ কৃষি খামারে নতুন প্রযুক্তির মাধ্যমে সুগার ক্যান কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ইক্ষু কর্তনের সরজমিন পরিদর্শনক করলেন চিনি শিল্প করপোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু। ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১২ টার সময় আকন্দবাড়ীয়া কৃষি খামারের ডি ব্লকে সরজমিন পরিদর্শনাকালে চেয়ারম্যান অপু বলেন সুষ্ঠু পরিকল্পনায় ঘুরে দাড়াবে চিনি শিল্প। আপনারা জানেন যে, কেরু অ্যান্ড কোম্পানির মূল কাচামাল হচ্ছে আখ। এর আগে এই এলাকায় ব্যাপকহারে আখ চাষ হতো বিভিন্ন করনে বর্তমানে আখ চাষ কিছুটা কমে গেছে, আখের উৎপাদন কমে যাওয়ায় মিলটি সঙ্কটের মধ্যে রয়েছে। আমরা যাতে মেকানাইজের মাধ্যমে আখ উৎপাদন বাড়াতে পারি এবং অনান্যভাবে আখচাষে লাভবান হয় সেজন্য আমাদের চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মাননীয় শিল্প সচিব জাকিয়া সুলতানা মহদয়ের উদ্যোগে সুনাতন পদ্ধতি ছেড়ে নতুন পদ্ধতি অবলম্বন করে এই সুগার ক্যান কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ইক্ষু কর্তনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । আমরা চিনি উৎপাদন করে দেশে স্বয়ং সম্পন্ন হতে চাই। তিনি আরো বলেন এপদ্ধতিতে আখ কর্তন করলে আখের গোড়ায় যে আখ থাকে সেটা থাকবে না এবং আবর্জনামুক্ত আখ মিলে সরবরাহ করা সম্ভব হবে । আর পরিস্কার আখ মিলে সরবরাহ করলে চিনি আহরণের গড় বাড়বে। এই যন্ত্রটির মাধ্যমে আমরা অনেক লেবার বাচাতে পারবো এবং লেবার খরচ একর প্রতি ৮ হাজার টাকা কমবে। এতে করে এ খাতে প্রতি বছর ব্যায় কমবে কোটি টাকা। সেই সাথে এলকার প্রান্তিক কৃষকরা এই মেশিনটি ব্যবহার করতে পারবে। কৃষকরা অল্প খরচে ইক্ষু কর্তন করতে পারলে আগের ন্যায় আবারো আখ লাগাতে উদ্বুদ্ধ হবে। আমরা পরিক্ষা মূলক এই মেশিনটি ব্যবহার করছি আগামীতে এর সঠিক ব্যবহার করে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব হবে। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক(অর্থ) মুহম্মদ সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক(প্রশাসন) মো: ইউসুফ আলী, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুইয়া, ব্যবস্থাপক পরিবহন প্রকৌশল ইঞ্জি: আবু সাঈদ, ব্যবস্থাপক (খামার) সুমন কুমার সাহা,আকন্দবাড়ীয়া কৃষি খামারের ইনচার্জ বাবুল আক্তার প্রমুখ। এসময় মেশিনটির সরবরাহকারী প্রতিষ্ঠান আলিম ইন্ডা: এর জেনারেল ম্যানেজার ও মার্কেটিং এবং সেলস প্রধান ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবীর ও টারর্বো এগ্রো টেকনোলজি লিমিটেড ইন্ডিয়া গুজরাট এর শক্তিমান সুগার ক্যান কম্বাইন্ড হার্ভেস্টার এর সার্ভিস ইঞ্জিনিয়ার রাজস কুমার সরকার এর কাছ থেকে মেশিনটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানেন এবং নর্থ বেঙ্গল সুগার মিল থেকে আসা পরিবহন প্রকৌশল বিভাগের কয়েকজনকে শিখে নেওয়ার পরামর্শ দেন। এসময় কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন আপনারা এই এলাকার মানুষ আপনারা জানেন যে প্রতি বছর আমাদের নিজস্ব কৃষি খামারে আখ চাষ করা হয় এবং আমাদের পাশা পাশি এলাকার কৃষকরা অনেক আখ চাষ করে থাকেন। আমাদের মাননীয় শিল্প সচিব জনাব জাকিয়া সুলতানা এবং চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু মহদয়ের সহযোগিতায় আজকের এই নতুন দিগন্তে আপনারা আমার কৃষি খামারে যে হার্ভেস্টারটি দেখছেন সেটি কেরু অ্যান্ড কোম্পানিতে আজ একবারে নতুন পরিক্ষামূলক আজ আমরা সেটি কেরু খামারে এনে কাজ শুরু করতে পেরেছি।
আগামী বছর আমাদের মাননীয় শিল্প সচিব জনাব জাকিয়া সুলতানা ও চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর চেয়ারম্যান আরিফুর রহমান অপু মহদয়ের সহযোগিতায় কেরুজ প্রতিটা খামারে ইক্ষু কর্তন করতে পারবো ইনশাআল্লাহ । এই যন্ত্রটির মাধ্যমে আমরা অনেক লেবার বাচাতে পারবো এবং লেবার খরচ বাচিয়ে আবর্জনামুক্ত আখ মিলে সরবরাহ করা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা
ভেজাল গুড়ে সয়লাব, বাঘায় অভিযানে ৫ কারখানায় জরিমানা
চট্টগ্রামে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী
ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ
হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন
রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে
সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১
৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
Link Copied