ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম photo আমিনুল ইসলাম
প্রকাশিত: ৭-২-২০২৩ বিকাল ৫:৩২
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন নিউজ নেক্সট বিডি.কম। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগীতায় আয়োজিত গোল টেবিল আলোচনা সভায় ক্যান্সার প্রতিরোধে জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি, ক্যাম্পেইন, ক্যান্সার নিয়ে ভূল ভ্রান্ত মতামত, চিকিৎসা বিজ্ঞান ও গণমাধ্যম এর সমন্বয়ে ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে এক সাথে কাজ করা, ডাক্তারদের ভূল মন্তব্য থেকে দূরে থাকা, ক্যান্সার বিষয়ে অনুমান নির্ভর সংবাদ প্রকাশ না করাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
 
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও নিউজ নেক্সট বিডি.কম এর সম্পাদক নজরুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন জাতীয় হৃদরোগ গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেন উজ্জল।অনুষ্ঠানের উপস্থাপনা করেন জেষ্ঠ সাংবাদিক তৌফিক মুরাদ।  
 
এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় হৃদরোগ গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ লুবনা মরিয়ম, প্রফেসর ডাঃ কাজী মঞ্জুর কাদের, নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমিন, সাংবাদিক নেতা আজমল হেলাল।ডাঃ লুবনা মরিয়ম বলেন, সচেতনতা পারে ৭০% ক্যান্সারের ঝুকি কমাতে। এছাড়া সাংবাদিক আজমল হেলাল উল্লেখ করেন, অতিতের ন্যায় ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বারাতে বরাবরে ন্যায় গণমাধ্যম মূখ্য ভূমিকা পালন করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ নুরুল ইসলাম হাসিব তার বক্তব্যে বলেন ব্যক্তি সচেতনতা ও সমাজ সচেতনতা ক্যান্সার সম্পর্কে সঠিক বিষয়ে জানা সকলের একান্ত কর্তব্য। তৃণমূল পর্যায়ে ক্যান্সার সম্পর্কে ভূল ধারনা যাতে না ছড়ায় সেক্ষেত্রে ভূমিকা রাখার কথা উল্লেখ করেন।
 
প্রফেসর ডাক্তার  গোলাম মোস্তফা গণমাধ্যমকে এগিয়ে এসে ক্যান্সার প্রতিরোধে একটি সামগ্রিক আন্দোলন তৈরি করার প্রস্তাব দেন। প্রফেসর ডাক্তার হাবিবুল্লা রাসকিন গুরুত্ব দেন চিকিৎসা বিটে কাজ করা সাংবাদিকদের সাথে সেবা খাতের সকলের সাথে একটি আবাদ তথ্য যোগাযোগ স্থাপনের। রোগ প্রতিরোধ, সূচনায় রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের ক্রমবর্ধমান প্রকোপ বহুলাংশে কমানো সম্ভব। আমাদের অধিকাংশ মানুষের ক্যান্সারের প্রাথমিক প্রতিরোধ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা নেই। তাছাড়া সারাদেশে বিপুলসংখ্যক রোগীর সরকারী-বেসরকারী পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল। ক্যান্সার সম্বন্ধে সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে হবে।
 
সবশেষে নিউজ ডেক্সটে বিডি.কম এর সম্পাদক নজরুল ইসলাম মিঠু দেশ ও মানুষের স্বার্থে বরাবরের ন্যায় কাজ করার কথা ব্যক্ত করে বলেন, তৃণমূল পর্যায়ে ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে নিউজ নেক্সট পরিবার বরাবরের ন্যায় কাজ করবে। সবশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা