অটোরিকসা উদ্ধারসহ ৩ যুবক গ্রেফতার
এক দিনেই অটোচালককে গলা কেটে হত্যার রহস্য উন্মোচন

মানিকগঞ্জের সিংগাইরে অটোচালককে হত্যার পর অটোরিকসা ছিনতাইয়ের ঘটনার এক দিন পার না হতেই অটোরিকসাটি উদ্ধারসহ ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উন্মোচন করেছে সিংগাইর থানা পুলিশ। নিহত অটোরিকসাচালক সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চরউলাইল-ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের প্রবাসী গোলাম আলীর ছেলে সোহান (১৬)।
গ্রেফতারকৃত ঘাতকরা হলো- হবিগঞ্জের মাধবপুর থানার দক্ষিণ দেওগাঁ গ্রামের হারুন অর রশিদের ছেলে আউয়াবিন মিয়া (২০), বরিশাল কোতয়ালি থানার জর্জতলা গ্রামের নুরু মুন্সির ছেলে সাগর মুন্সি (১৯) ও একই এলাকার বাবুল খলিফার ছেলে হোসাইন খলিফা (১৮)। এদের মধ্যে ঘাতক আউয়াবিন চরউলাইল এবং বাকি দুজন সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় বসবাস করত।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র নিহত সোহান লকডাউনে স্কুল বন্ধ থাকায় এলাকার অনেকের মতো অটোরিকসা ভাড়ায় চালাত। প্রতিদিনের মতো গতকাল সোমবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে খাশেরচর বাজার হতে ঘাতক ৩ জন তার অটোতে ধল্লা বাজারে যাওয়ার উদ্দেশ্যে ওঠে। অটোরিকসাটি গাজিন্দা হঠাতপাড়া টু খাশেরচর গ্রামীণ সড়কের হঠাতপাড়াসংলগ্ন মাঝের ফাঁকা রাস্তায় পৌঁছলে ছুরি বের করে ঘাতকরা অটোরিকসা দিতে বলে। চালক সোহান অটোরিকসাটি দিতে রাজি না হওয়ায় তাকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে রাস্তার পাশেই ফেলে রেখে অটোরিকসাটি নিয়ে দ্রুত পালিয়ে যায় ঘাতকরা। খবরটি থানা পুলিশ পাওয়ামাত্র দ্রুত সিংগাইরের সীমান্তবর্তী এলাকা এবং সাভার উপজেলায় অভিযানে নামে।
সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) রেজাউল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এবং পুরস্কারপ্রাপ্ত জেলার শ্রেষ্ঠ দুই ওসি সফিকুল ইসলাম মোল্লা, ওসি (তদন্ত) আবুল কালাম এবং অভিজ্ঞ ৩ জন উপ-পরিদর্শক আব্দুর রহিম, আলমগীর হোসেন ও তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে রাত ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাভারের তেঁতুলঝোড়া এলাকা হতে অটোরিকসা উদ্ধারসহ ৩ ঘাতক আউয়াবিন, সাগর মুন্সি ও হোসাইন খলিফাকে গ্রেফতার করেন। পরে এ ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সোহানের মা লাইলী বেগম।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা ও ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, গ্রেফতারকৃত ৩ জনই অটোরিকসা ছিনতাই ও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তারা আরো বলেন, ন্যায়বিচারের স্বার্থে মামলাটির অভিযোগপত্র দ্রুত আদালতে দাখিল করা হবে।
জামান / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
