ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

অটোরিকসা উদ্ধারসহ ৩ যুবক গ্রেফতার

এক দিনেই অটোচালককে গলা কেটে হত্যার রহস্য উন্মোচন


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২০-৭-২০২১ দুপুর ৩:৫৮

মানিকগঞ্জের সিংগাইরে অটোচালককে হত্যার পর অটোরিকসা ছিনতাইয়ের ঘটনার এক দিন পার না হতেই অটোরিকসাটি উদ্ধারসহ ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উন্মোচন করেছে সিংগাইর থানা পুলিশ। নিহত অটোরিকসাচালক সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চরউলাইল-ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের প্রবাসী গোলাম আলীর ছেলে সোহান (১৬)।

গ্রেফতারকৃত ঘাতকরা হলো- হবিগঞ্জের মাধবপুর থানার দক্ষিণ দেওগাঁ গ্রামের হারুন অর রশিদের ছেলে আউয়াবিন মিয়া (২০), বরিশাল কোতয়ালি থানার জর্জতলা গ্রামের নুরু মুন্সির ছেলে সাগর মুন্সি (১৯) ও একই এলাকার বাবুল খলিফার ছেলে হোসাইন খলিফা (১৮)। এদের মধ্যে ঘাতক আউয়াবিন চরউলাইল এবং বাকি দুজন সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় বসবাস করত।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র নিহত সোহান লকডাউনে স্কুল বন্ধ থাকায় এলাকার অনেকের মতো অটোরিকসা ভাড়ায় চালাত। প্রতিদিনের মতো গতকাল সোমবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে খাশেরচর বাজার হতে ঘাতক ৩ জন তার অটোতে ধল্লা বাজারে যাওয়ার উদ্দেশ্যে ওঠে। অটোরিকসাটি গাজিন্দা হঠাতপাড়া টু খাশেরচর গ্রামীণ সড়কের হঠাতপাড়াসংলগ্ন মাঝের ফাঁকা রাস্তায় পৌঁছলে ছুরি বের করে ঘাতকরা অটোরিকসা দিতে বলে। চালক সোহান অটোরিকসাটি দিতে রাজি না হওয়ায় তাকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে রাস্তার পাশেই ফেলে রেখে অটোরিকসাটি নিয়ে দ্রুত পালিয়ে যায় ঘাতকরা। খবরটি থানা পুলিশ পাওয়ামাত্র দ্রুত সিংগাইরের সীমান্তবর্তী এলাকা এবং সাভার উপজেলায় অভিযানে নামে।  

সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) রেজাউল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এবং পুরস্কারপ্রাপ্ত জেলার শ্রেষ্ঠ দুই ওসি সফিকুল ইসলাম মোল্লা, ওসি (তদন্ত) আবুল কালাম এবং অভিজ্ঞ ৩ জন উপ-পরিদর্শক আব্দুর রহিম, আলমগীর হোসেন ও তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে রাত ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাভারের তেঁতুলঝোড়া এলাকা হতে অটোরিকসা উদ্ধারসহ ৩ ঘাতক আউয়াবিন, সাগর মুন্সি ও হোসাইন খলিফাকে গ্রেফতার করেন। পরে এ ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সোহানের মা লাইলী বেগম।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা ও ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, গ্রেফতারকৃত ৩ জনই অটোরিকসা ছিনতাই ও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তারা আরো বলেন, ন্যায়বিচারের স্বার্থে মামলাটির অভিযোগপত্র দ্রুত আদালতে দাখিল করা হবে।

জামান / জামান

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

চাঁদপুরে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত