সাভার মডেল থানার পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ

গরিব, দুস্থ, অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদের প্রাক্কালে আনন্দকে ভাগাভাগি করার জন্য পুলিশ প্রশাসনের এক মহতি অনুষ্ঠান উদযাপিত হলো সাভার সরকারি কলেজ মাঠে। ঈদসামগ্রী নিতে আসেন শত শত দরিদ্র, দুস্থ, গরিব, অসহায় ও বয়স্ক মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য ও জনবান্ধব পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম।
তিনি ঈদসামগ্রী বিতরণ করতে গিয়ে অনুভূতি ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার বিশ্বব্যাপী করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে প্রতিনিয়ত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। ঈদকে সামনে রেখে অসহায়, দুস্থ, গরিব ও কর্মহীন জনগণ যাতে বঞ্চিত না হয় সেদিক মাথায় রেখে পুলিশ প্রশাসন তাদের পাশে দাঁড়িয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, ধনী-গরিব সবাই যাতে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে সেজন্য ঈদের প্রাক্কালে এসে সাভার কলেজ মাঠে নিজ হাতে ঈদসামগ্রী বিতরণ করলাম। অতিমারীকালীন ঈদ উদযাপন করা মানুষের জন্য দুঃসহ কষ্টকর হয়ে পড়েছে। অসহায় ও দুস্থ মানুষ যখন তিন বেলা খাবার নিয়ে পরিবার-পরিজন নিয়ে হিমশিম খাচ্ছে, তখন ঈদের আনন্দ উপভোগ করার জন্য বাড়তি খরচ করা কঠিন বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ্ই বাস্তবতাকে কিছুটা লাঘব করার জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন ঢাকা জেলাকে ঘিরে। অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএমের আন্তরিকতায় সাভার মডেল থানার হতদরিদ্র মানুষও ঈদসামগ্রী থেকে বঞ্চিত হননি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আশরাফুল ইসলাম, অরিরিক্ত পুলিশ সুপার (অপরাধ, ঢাকা উত্তর) আব্দুল্লাহ আল কাফি, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কামাল হোসেন, সাভার পৌরসভার ১নং ওয়ার্ডেরর কাউন্সিলর রমজান আহমেদ, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দৈনিক সকালের সময়ের সাভার প্রতিবেদক মো. ইমাম হোসেন।
এমএসএম / জামান

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ
