ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সাভার মডেল থানার পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২০-৭-২০২১ রাত ১০:৯

গরিব, দুস্থ, অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদের প্রাক্কালে আনন্দকে ভাগাভাগি করার জন্য পুলিশ প্রশাসনের এক মহতি অনুষ্ঠান উদযাপিত হলো সাভার সরকারি কলেজ মাঠে। ঈদসামগ্রী নিতে আসেন শত শত দরিদ্র, দুস্থ, গরিব, অসহায় ও বয়স্ক মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য ও জনবান্ধব পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম।

তিনি ঈদসামগ্রী বিতরণ করতে গিয়ে অনুভূতি ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার বিশ্বব্যাপী করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে প্রতিনিয়ত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। ঈদকে সামনে রেখে অসহায়, দুস্থ, গরিব ও কর্মহীন জনগণ যাতে বঞ্চিত না হয় সেদিক মাথায় রেখে পুলিশ প্রশাসন তাদের পাশে দাঁড়িয়েছে।

পুলিশ সুপার আরো বলেন, ধনী-গরিব সবাই যাতে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে সেজন্য ঈদের প্রাক্কালে এসে সাভার কলেজ মাঠে নিজ হাতে ঈদসামগ্রী বিতরণ করলাম। অতিমারীকালীন ঈদ উদযাপন করা মানুষের জন্য দুঃসহ কষ্টকর হয়ে পড়েছে। অসহায় ও দুস্থ মানুষ যখন তিন বেলা খাবার নিয়ে পরিবার-পরিজন নিয়ে হিমশিম খাচ্ছে, তখন ঈদের আনন্দ উপভোগ করার জন্য বাড়তি খরচ করা কঠিন বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ্ই বাস্তবতাকে কিছুটা লাঘব করার জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন ঢাকা জেলাকে ঘিরে। অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএমের আন্তরিকতায় সাভার মডেল থানার হতদরিদ্র মানুষও ঈদসামগ্রী থেকে বঞ্চিত হননি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আশরাফুল ইসলাম, অরিরিক্ত পুলিশ সুপার (অপরাধ, ঢাকা উত্তর) আব্দুল্লাহ আল কাফি, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কামাল হোসেন, সাভার পৌরসভার ১নং ওয়ার্ডেরর কাউন্সিলর রমজান আহমেদ, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  গোবিন্দ আচার্য। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দৈনিক সকালের সময়ের সাভার প্রতিবেদক মো. ইমাম হোসেন।

এমএসএম / জামান

তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি

সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ

কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান

নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ও কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন শিল্পপতি আবুল কালাম

ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত

দোহাজারী পিডিবির বিতর্কিত আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে বদলি

আদমদীঘিতে রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা