ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে ট্রিপল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১০-২-২০২৩ বিকাল ৭:৩৭
 কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি ট্রিপল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় কাশিনগর ক্রীড়া সংস্থা প্রতিদ্বন্দ্বী দল উনকোট বুলু ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন বিদেশী খেলোয়ার উসমান খাঁজা।
 
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের তারাপুস্করনী মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা আ'লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।
 
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির সহধর্মিণী এডভোকেট হনুফা আক্তার রিক্তা।বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু তাহের, চৌদ্দগ্রাম পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীর-মন সুস্থ রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা আর সুষ্ঠু বিনোদনই পারে একজন মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে এবং বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে। এ সময় তারা টুর্নামেন্ট কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।
 
টুর্নামেন্ট কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার, উপজেলা আ’লীগের সদস্য তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান ভূঁইয়া জুয়েল এবং অর্থ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ'লীগের সহ-সভাপতি অধ্যাপক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, পৌরসভা আ'লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন, মোশারেফ হোসেন, মাহফুজ আলম, নায়িমুর রহমান মজুমদার মাছুম, এ কে খোকন, গোলাম মোস্তফা, কুমিল্লা দক্ষিণ জেলা আ'লীগ নেতা আশিকুন্নবী বাপ্পী, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, উপজেলা যুবলীগ নেতা এয়ার আহমেদ সেলিম, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আবুল কালাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, উজিরপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি মিয়া নিজাম উদ্দিন, উজিরপুর ইউনিয়ন আ'লীগ নেতা এডভোকেট দিদারুল আলম পলাশ, উপজেলা আ'লীগ নেতা খোরশেদ আলম, শরীফুল ইসলাম মজুমদার ফখরুল, শ্রীপুর ইউনিয়ন আ'লীগ নেতা এমদাদুল হক খোকন, পৌর যুবলীগ নেতা গাজী কাজল, শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এম আনোয়ার হোসেন বাঁধন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহাগ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ শান্ত, পৌরসভা ছাত্রলীগ নেতা সৈকত মুন্সী প্রমুখ।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু