পত্নীতলায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সৌজন্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লতিফর রহমান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুর রশিদ, আওয়ামি লীগের বর্ষিয়ান নেতা সাবেক মেয়র আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, প্রচার ও প্রকাশনা প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু,সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাসান মুহাম্মদ শাহরিয়ার (পল্লব), মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবিনা বেগম, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজ নজিপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক শামীম সহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধি গণ প্রমূখ।
এমএসএম / এমএসএম