তানোরে তাল গাছের মাথা-ডালপালা কেটে সাবাড়
প্রতি বছর বিদ্যুতের লাইন সরবরাহের নামে রাস্তার ধারে জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলা ও বজ্রপাত থেকে রক্ষার জন্য র তালগাছ লাগানো হয়েছিল। গাছগুলো পরিপক্ব বড় আকারের। কিন্তু বিদ্যুতের তার টানার দোহায়ে রাজশাহীর তানোরে তালগাছের মাথা কর্তনসহ অন্য গাছগুলোর ডালপালা কেটে সাবাড় করে ফেলেছেন ঠিকাদারের লোকজন বলে নিশ্চিত হওয়া গেছে। প্রয়োজনে অপ্রয়োজনে গাছগুলো কাটা হয়েছে বলে মনে করছেন পরিবেশ বিদরা। এতে করে রাস্তার ধার যেন খাখা করছে।
সরেজমিনে দেখা যায়, তানোর পৌর এলাকার তানোর টু রাজশাহী রাস্তার আকচা স্কুল সংলগ্ন মুল রাস্তার পূর্বদিকে প্রায় ১০ টির মত তালগাছের মাথা কেটে ফেলেছে। এছাড়াও কালিগঞ্জ হাটের দক্ষিণে একই ভাবে তাল গাছের মাথা কাটা পড়েছে। বছর ধরে বিদ্যুতের পুল বসানো ও তার টানা হচ্ছে। শুধু তালগাছ না বিভিন্ন প্রজাতির গাছের ডালপালা কেটে সাবাড় করা হয়েছে। গোল্লাপাড়া থেকে হাড়দহ বিল বা শেষ প্রান্ত পর্যন্ত রাস্তার ধারের গাছ ডাল পালা কাটা হয়েছে। প্রায় বছর ধরে বিদ্যুৎ লাইনের কাজ করছেন ঠিকাদার শাহিন। তার কাজের দায়িত্ব পালন করছেন পৌর সদর এলাকার আনোয়ার। তার নির্দেশে গাছের ডালপালাসহ গাছ কেটে বিক্রি করছেন মুল মিস্ত্রি ফারুক।স্থানীয়রা জানান, বিদ্যুতের তার টানার নামে যে ভাবে গাছ ডালপালা ও তালগাছের মাথা কাটা হয়েছে কল্পনাতীত। প্রতিমাসেই গাছ রোপন করা হচ্ছ, আবার বিদ্যুতের দোহায়ে কেটে সাবাড় করে ফেলছে। আবার সেই গাছ ডাল কেটে বিক্রি করছেন ঠিকাদারের লোকজন। বছরে মনের মন খড়ি বিক্রি করা হয়েছে। অথচ নিয়ম প্রয়োজনে ডাল কেটে রাস্তার ধারে রাখতে হবে। বিদ্যুতের জন্য একদিকে কাটা হচ্ছে, অন্যদিকে পরিবেশ রক্ষারর জন্য গাছ রোপন করা হচ্ছে। যাকে বলে সরকারি মাল দরিয়া মে ঢাল।
ঠিকাদারের দায়িত্বে থানা আনোয়ার জানান, প্রয়োজন ছাড়া ডালপালা কাটা হয়নি। আবার প্রয়োজনে ডাল গাছ কাটারও হুকুম আছে। ছোট বিষয়।মিস্ত্রী ফারুক জানান, বিদ্যুতের লাইনের জন্য ডালপালা কেন গাছ কাটার কথাও বলা আছে।ঠিকাদার শাহিন জানান, প্রয়োজন ছাড়া গাছ তো না ডাল কাটার কথা। তালগাছে মাথা কাটার কারন মরে গেছে গাছটি জনগন কাটতে বলেছেন তাদের উপকারের জন্য মরা গাছ পড়ে মানুষ মারা গেলে তারভার নেবেকে,আর ডালপালা অবাদে বিক্রি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন গাছপালা বিক্রির প্রশ্নই ওঠে না, এটা মিথ্যা ও বানোয়াট বলে জানান তিনি।
তানোর নেসকো (পিডিবির) আবাসিক প্রকৌশলী কিবরিয়া জানান, প্রয়োজন ছাড়া ডালপালা কাটা যাবেনা, তালগাছের মাথা কাটেনি, অন্য কারণে মরতে পারে, ডালপালা বিক্রির কোন সুযোগ নেই বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন
রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ
নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ
মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান
চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ
এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী
শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু
তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ
যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা
নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল
আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Link Copied