ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

অব্যবস্থাপনায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার


আমিনুল ইসলাম photo আমিনুল ইসলাম
প্রকাশিত: ১৫-২-২০২৩ দুপুর ৩:১৮

বরিশাল বিভাগের ঝালকাঠি, পিরোজপুরের জেলা শহর ও এর   উপজেলাগুলোতে অনিয়ম ও অব্যবস্থাপনায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্য অধিদফতরের নিয়ম-নীতি তোয়াক্কা না করে উপজেলার যত্রতত্র গড়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অনুমোদন নিয়েও অনেক প্রতিষ্ঠান কোনো নিয়মকানুন মানছে না। নানা রকম অনিয়ম ও অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রগুলো চলছে।

চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুসহ নানা অভিযোগ রয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অনিয়ম ও অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রগুলো চালিয়ে আসছে বছরের পর বছর। অথচ ঐ সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান তো দূরের কথা কার্যকারী ব্যাবস্থাও নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুসন্ধানে দেখা যায়, ঔষধ প্রশাসন ও সিভিল সার্জনের  উদাসিনতায় এই ধরনের চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছে অনেক প্রতিষ্ঠান। এর মধ্যে সাধারণমানের থেকে শুরু করে নামিদামি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারও রয়েছে।বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলো তদারকির দায়িত্বে নিয়োজিত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং জেলা পর্যায়ের প্রধান জেলা সিভিল সার্জন। তবে অনিয়ম ও অব্যবস্থাপনায় পরিচালিত চিকিৎসা কেন্দ্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখতিয়ার রয়েছে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থার। এগুলো সংশ্লিষ্ট সংস্থাগুলোর চোখের আড়ালে থেকে চিকিৎসার নামে চালিয়ে যাচ্ছে রমরমা অবৈধ বাণিজ্য।

পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকি'র সাথে কথা বললে তিনি দৈনিক সকালের সময়কে মুঠোফোনে বলেন তার এলাকায় প্রায় ১৩ লাখ জনসংখ্যা। সেক্ষেত্রে ক্লিনিক মাত্র ৪৮ টি, তবে তা ঠিকভাবে তদারকি করা হচ্ছে কী না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তদারকি করা হয়।তবে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া নিয়ে ও ক্লিনিকের অভ্যন্তরীণ নোংরা পরিবেশ সহ নানাবিধ সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কী না এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।এমনকি অগ্নিনির্বাপক ব্যবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন এটি ফায়ার সার্ভিসের কাজ।তবে নিয়মানুযায়ী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়মিত তদারকি করা সিভিল সার্জনের দপ্তরের  কাজ।

বেশিরভাগ ক্লিনকে কোনো আবাসিক ডাক্তার থাকে না এব্যপারে তিনি বলেন,কাগজে আমাদের আবাসিক ডাক্তার দেখানো হয়েছ।তবে তা কী বাস্তবে রয়েছে এ প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি তিনি।উল্লেখ্য পিরোজপুরে মোট ১৪৩ টি ডায়াগনস্টিক সেন্টার আছে বলে জানান তিনি। ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম অসঙ্গতির তদারকির ব্যপারে তিনি বলেন, নিয়মিত এগুলো তদারকি করা হয়।তবে ফলাফল সন্তোষজনক নয়। এ পর্যন্ত ০৯ টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

তিনি জনবল সংকটের কথাও উল্লেখ করেন।এদিকে অবৈধ হাসপাতাল-ক্লিনিকগুলোকে মানুষ মারার ক্লিনিক হিসেবে আখ্যায়িত করে স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক শীর্ষ কর্মকর্তা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গড়ে ওঠা অসাধু শক্তিশালী সিন্ডিকেট এর কারণে স্বাস্থ্যসেবা খাত দিনদিন ভেঙে পরছে।  মাঠপর্যায়ে অনুসন্ধানে তার কথার মিল পাওয়া গেছে . 


বিস্তারিত আসছে... পর্ব ১

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী

ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ

হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন

রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে

সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ‌্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১

৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন