চোরকে বাঁচাতে ইউপি সদস্যের নামে মামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
“চোরের মায়ের বড় গলা, নিত্য দেখায় ছলা কলা; চোরকে নিয়ে বড়াই করে, চোরের জন্য লড়াই করে।” আমাদের দেশে চোরের মায়ের গলাটা একটু বড়ই হয়। এক্ষেত্রে গলাবাজিই হয় চোর বা চোরের আত্মীয় স্বজনের একমাত্র ভরসা। তবে এবার চোর গলাবাজিতেই থেমে থাকেনি। চোরকে বাঁচাতে ভূক্তভোগী ও স্থানীয় ইউপি সদস্যদের বিরুদ্ধে একদম আদালতে মামলা দায়ের করেছেন অভিযুক্তের স্বজন।
ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে। চোরের অভিযোগে অভিযুক্ত নালিতাবাড়ীর সিধুলী ভটপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে মোশারফ হোসেনের আগে থেকেই হাত টানের অভ্যাস ছিলো। এর আগেও একাধিকবার বিভিন্ন জনের ঘর ও দোকান থেকে টাকা পয়সা চুরি করে ধরা পরে জরিমানা ও মুচলেখা দিয়ে ছাড়া পেয়েছে। এবার সেই মোশারফের বিরুদ্ধে গত ৪ ফেব্রুয়ারী একই গ্রামের আমিনুল ইসলামের ১ লক্ষ ২৬ হাজার ৫০০ টাকা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আবার সেই অভিযুক্ত মোশারফকে শারিরিক নির্যাতনের অভিযোগ এনে ভূক্তভোগী আমিনুল ইসলাম ও ৩ জন ইউপি সদস্য সহ মোট ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তারই চাচা মো: লাল মিয়া। এই মামলার প্রতিবাদে শনিবার (১৮ ফেব্রুয়ারী) নয়াবিল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মো: মিজানুর রহমান বলেন, অভিযুক্ত মোশারফ একজন ছিঁচকে চুর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক চুরি করার অভিযোগ রয়েছে। এই ঘটনার ৪ মাস আগে গ্রাম্য সালিশে তার বিরুদ্ধে আরেকটি চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। এমন একজন অভিযুক্ত ব্যক্তি ইউপি সদস্যদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। আমি নয়াবিল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
সংবাদ সম্মেলন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারী একই গ্রামের আমিনুল ইসলামের বাড়ির শো-কেস থেকে জমি বিক্রি করা ১ লক্ষ ২৬ হাজার ৫০০ টাকা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দেখে ফেললে তাকে ধরতে ধাওয়া দিলে ৬ হাজার টাকা ফেলে বাকি টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। চার দিন পলাতক থাকার পর স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় মোশারফকে আটক করে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হবির কাছে সোপর্দ করে। খবর পেয়ে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম্মেল হক ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত মোশারফ চুরির অভিযোগ জনসম্মুখে স্বীকার করে চুরি কৃত অর্থ তার বাবার কাছে রেখেছেন বলে জানান। পরে চুরিকৃত অর্থ উদ্ধারে মোশারফের বাবা চাঁন মিয়া ও চাচা লাল মিয়াকে বাড়ি থেকে ডেকে এনে পুলিশে দেওয়ার ভয় দেখালে চাঁন মিয়া টাকা খরচ করে ফেলেছেন জানিয়ে ২ লক্ষ টাকার জমির চুক্তিনামা দলিল করে টাকা ফেরত দিয়ে দলিল নিয়ে যাবেন মর্মে ছাড়া পান। ছাড়া পেয়েই বাড়িতে এসে চুরিকৃত টাকা ফেরত না দেওয়ার ফন্দি এটে মারধোর ও নির্যাতনের অভিযোগ এনে শেরপুর আদালতে মামলা করেন অভিযুক্তের চাচা মো: লাল মিয়া।
সিধুলি ভটপুর গ্রামের ইলেকট্রিশিয়ান মো: হামিদুল ইসলাম জানান, বারোমারী বাজারে তার নিজস্ব দোকান থেকে প্রায় তিনমাস আগে অভিযুক্ত মোশারফ চুরি করেছিলো। পরে বিচার করে মোশারফের কাছ থেকে ১ হাজার টাকা উদ্ধার করেছিলো সে। সিধুলি গ্রামের মো: আমির হোসেন জানান, মোশারফের হাত টানের অভ্যাস আছে। সে প্রায়ই বিভিন্ন জনের বিভিন্ন জিনিসপত্র চুরি করে থাকে। এর জন্য অনেকবার গ্রাম্য সালিশও হয়েছে। একই ইউনিয়নের ইউপি সদস্য রথিন্দ্র বর্ম্মণ জানান, এর আগে তিনি আরো ৩ বার মোশারফের বিরুদ্ধে চুরির অভিযোগে বিচার করেছেন তিনি।
ভূক্তভোগী আমিনুল ইসলাম বলেন, আমার টাকা চুরি করে নিয়ে আমার বিরুদ্ধেই মামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, ইউপি সদস্য নুর ইসলাম, মো: মজিবর রহমান, রথিন্দ্র বর্ম্মন, হাবিবুর রহমান হবি, আবদুল মান্নান, আজাফর আলী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আমেনা বেগম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ
নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫
গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন
ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ
মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালী ও আলোচনা
রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা