ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ইবির শহীদ মিনারে মানুষের ঢল

২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ মিনারে ঢল নামে শ্রদ্ধাবনত মানুষের। ফুল হাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ, আবাসিক হল ও শিক্ষক-ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয় শহীদ মিনার প্রাঙ্গনে। মঙ্গলবার (২১ ফেব্রুয়াারি) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে প্রশাসন ভবনের সামনে থেকে রাত পৌনে ১২টার দিকে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে শোক র্যালি শুরু হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রী শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় ভিসির সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, শাপলা ফোরম, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট), জিয়া পরিষদ, সাদা দল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, আবাসিক হলসমূহ, বিভিন্ন বিভাগ, অনুষদ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা শেষে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমাদ।
এদিকে মঙ্গলবার সকাল ১০ টায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি 'মৃতুঞ্জয়ী মুজিব' ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সঙ্গে প্রো-ভিসি, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি
