দর্শনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস পালিত
চুয়াডাঙ্গার দর্শনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দর্শনা পৌরসভার আয়োজনে প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে দর্শনা সরকারি কলেজ চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সাংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আ লীগের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু, দর্শনা থানা পুলিশের পক্ষে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর, দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা সরকারি কলেজের অধ্যাপক রেজাউল করিম। দর্শনা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম সুমন।
এরপর পর্যায়ে ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দর্শনা প্রেস ক্লাব, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্র লীগ, দর্শনা কলেজ ছাত্র লীগ, দর্শনা পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৮ টায় দর্শনা বাজার মাঠে দর্শনা পৌরসভার আয়োজনে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান মনজু ও কালো পতাকা উত্তোলন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু ও দর্শনা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র মোঃ রবিউল ইসলাম সুমন। এর পর শহিদদের প্রতি শ্রদ্ধার জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দেশ গঠনে শফথ পাঠ করা হয় শফথ বাক্যে পাঠ করান চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সাংসদ হাজী মোঃ আলী আজগার টগর এমপি। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ। এসময় একটি র্যালী বের হয়ে বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দর্শনা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহিদের প্রতি পুষ্প স্তাবক ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও রচনা, গান, নৃত্যসহ বিজয়ী প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের আজকের এই দিনে ভাষা আন্দোলন দমন করতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারি ভঙ্গ ছাত্ররা মিছিল করেন। পাকিস্তানি বাহিনী সেই মিছিলে গুলি চালায়। গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকই। তাঁদের স্মরণেই এই শহীদ মিনারের সামনে এসে সকলেই বিনম্র শ্রদ্ধা জানায়।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা
ভেজাল গুড়ে সয়লাব, বাঘায় অভিযানে ৫ কারখানায় জরিমানা
চট্টগ্রামে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী
ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ
হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন
রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে
সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১
৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
Link Copied