বটিয়াঘাটা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ

দীর্ঘ ৮ বছর পর খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকল প্রকার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও আট বছরে এখনও পূর্ণাঙ্গ কমিটির দেখা মেলেনি বলে অনেক ত্যাগি নেতা-কর্মীর মন্তব্য। তাদের মতে সভাপতি সম্পাদক দিয়েই চলছে উপজেলা ও অধিকাংশ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি। উপজেলার প্রায় সাতটি ইউনিয়ন কমিটির চিত্র একই। তবে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে অভিযোগ ও ক্ষোভ থাকলেও দীর্ঘ আট বছর পরে সম্মেলন হচ্ছে য কারনে নেতা-কর্মীদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ইতিমধ্যে সম্মেলনকে ঘিরে সভা মঞ্চ তৈরি থেকে শুরু করে উপজেলা সদরসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় কেন্দ্রীয় নেতা ও এমপিদের ছবি সম্বলিত প্যানা-পোস্টে ও মাইকিং করে এলাকায় সাজ সাজ রব সৃষ্টি হয়েছে । ভোর রাত থেকে নেতা-কর্মীদের জন্য খাবার রান্নার কাজ চলছে। বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল আসতে শুরু করেছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালের ৩ ফেব্র“য়ারি উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে সাবেক উপজেলা আ’লীগের সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি’র সাথে বর্তমান সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খানের প্রতিদ্ব›দ্বীতা হলে পঞ্চানন বিশ্বাস সভাপতি পদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আশরাফুল আলম খান ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন বলে যাদের নাম জোরে শোনা যাচ্ছে তারা হলেন, সভাপতি পদে বর্তমান উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান ও জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোলা মোঃ মিজানুর রহমান (বাবু)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন ৪ জন। তারা হলেন যথাক্রমে বর্তমান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, উপজেলা আ’লীগ নেতা ও বটিয়াঘাটা সদর ইউপি চেয়ারম্যান হুইপ পুত্র পল্বব বিশ্বাস রিটু ও জলমা ইউপি চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান রায় এবং উপজেলা আ’লীগ নেতা রবীন্দ্রনাথ দত্ত।খোঁজ নিয়ে জানা গেছে, যথাসময়ে সম্মেলন না হওয়ায় নেতৃত্ব তৈরিতে বাঁধা এবং হাতে গোনা কয়েকজনের কব্জায় নিয়ন্ত্রিত হচ্ছে বৃহত্তম দলটির কার্যক্রম। মূল দলের পাশাপাশি সহযোগি কিছু সংগঠনের অবস্থা অনেকটাই একই রকম। যার ফলে হতাশায় ভুগছেন তৃণমূলের নেতা-কর্মীরা। নেতাদের সঙ্গে কর্মীদের সেতু বন্ধন না থাকায় দূরত্ব তৈরি হয়েছে তৃণমূলের সঙ্গে নেতৃত্বের। বর্তমান জেলা আওয়ামী লীগ বিভিন্ন উপজেলা কমিটিতে সম্মেলনের পরিবেশ তৈরি করার ঘোষণা দেন। জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বলেন, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার দীর্ঘ প্রায় ৮ বছর ১৭ দিন পার হলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি দলটির সভাপতি-সম্পাদক। তারা দু’জনেই দল পরিচালনা করছেন এমনটাই দাবি জানিয়েছেন সচেতন মহল। শুধু দলই না যে কোন সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি যদি না থাকে তা হলে ওই কমিটি ব্যর্থ কমিটি বলে বিবেচিত হবে। এমনকি ওই কমিটির অস্তিত্বই আশা করা যায় না। তাই বর্তমান কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিলের পরিবর্তে ২১ সদস্য।
দলীয় সূত্রে আরো জানা যায়, নিয়মিত সম্মেলন না হওয়ায়, নেতা সৃষ্ট না হওয়া, প্রতিযোগিতা না থাকায় নেতা ও কর্মীদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। এ কারণে হাইব্রিড নেতারা চলে এসেছেন সামনের কাতারে। পরিক্ষীত অনেক নেতা-কর্মী চলে গেছেন পেছনের সারিতে। অতি দ্রুত সম্মেলনের মাধ্যমে দলকে সুসংঘঠিত না করতে পারলে আগামীতে বড় ধরণের বিপদের সম্মুখীন হতে হবে দলটিকে। আর এই ভুলের মাশুল দিতে হবে ত্যাগী নেতা-কর্মীদের।
আওয়ামী লীগের অনেক ত্যাগী কর্মীদের দাবি, আজকের সম্মেলনে যেন নবীন ও প্রবীণের সমন্বয়ে কাউন্সিলর নির্বাচন করা হয়। নবীন ও প্রবীণের সমন্বয়ে সম্মেলনে নতুন নেতৃত্ব উঠে আসবে। তাহলেই আগামী দিনে বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের মধ্যে সাংগঠনিক বন্ধন তৈরি হবে বলে মনে করছেন দলীয় নেতা-কর্মীরা। পাশাপাশি জামায়াত-বিএনপি থেকে আসা হাইব্রিড নেতারা যেন কাউন্সিলরে স্থান না পায় সেই দাবিও জানিয়েছেন জোরে সোরে। তাহলেই এবারের সম্মেলন হবে সার্থক ও প্রাণবন্ত। সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। উদ্বোধক জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুন অর রশীদ।
এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ
