ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ইবিতে ছাত্রী নির্যাতনের প্রতিবাদে বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ২২-২-২০২৩ বিকাল ৫:১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে এক নবীন ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দল। বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের সদস্যরাও এই কর্মসূচিতে অংশ নেন।

সাদা দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সেলিম, উপদেষ্টা অধ্যাপক ড. মুজাহিদুর রহমান এবং অধ্যাপক ড. মুহাম্মদ মাসউদ আল মাহদী প্রমূখ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আব্দুল মঈদ বাবুল, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম ও কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববাসীর কাছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। অতিদ্রুত এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদি তা না হয়, তাহলে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি বিশ্ববিদ্যালয়ে বারবার ঘটতে থাকবে।

মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর বলেন, ফুলপরির উপর যে নির্যাতন করা হয়েছে তা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়। আমরা বিশ্বাস করেছিলাম নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তড়িৎ সিদ্ধান্ত নেবেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবেন। কিন্তু ১২দিন পেরিয়ে গেলেও আমরা তেমন কোন পদক্ষেপ লক্ষ্য করতে পারিনি। হাইকোর্টের নির্দেশে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের পরই বিশ^বিদ্যালয় প্রশাসন নড়েচড়ে বসেছে। যা বিশ্ববিদ্যালয়ের জন্য অপমানজনক। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রী নির্যাতন প্রতিরোধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য সবচেয়ে নিরাপদস্থল হচ্ছে তার ক্যাম্পাস। তবে সম্প্রতি আমরা লক্ষ্য করেছি ক্ষমতাসীন সংগঠনের কিছু নেতৃবৃন্দ অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ভয়ের রাজত্ব তৈরী করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীও নির্যাতনের শিকার হয়েছে। অনতিবিলম্বে নিজস্ব প্রশাসন যন্ত্রের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিন্থিত করে বহিষ্কার করতে হবে। যা বিশ্ববিদ্যালয়ের জন্য মাইলফলক হবে। যদি এমন না হয় আর আগামীতে এরকম ঘটনা ঘটলে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দলমত নির্বিশেষে আমরা বিশাল কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবো।

উল্লেখ্য, গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের তাবাচ্ছুমসহ ৭/৮ জনের বিরুদ্ধে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ কতৃক পৃথক তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। এদিকে হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। রবিবার রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন—কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শাহবুব আলম। এখন পর্যর্ত নির্যাতনের বিষয়টি নিয়ে তদন্ত করছে মোট ৪ তদন্ত কমিটি।

এমএসএম / এমএসএম

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ