গন মানুষের অধিকার প্রতিষ্টাই ছিল বাদলের রাজনৈতিক দর্শন : সেলিনা বাদল।
চট্টগ্রাম ৮ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদলের ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত খতমে কোরান, মিলাদ মাহফিল, কবর জেয়ারত সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে উদ্ যাপন করা হয়, এই স্মরণ সভায় বক্তারা বলেছেন -বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে কয়জন প্রবীণ রাজনীতিবিদ জাতীয় অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে কাজ করেছেন তার মধ্যে মঈন উদ্দীন খান বাদল ছিলেন অন্যতম একজন জাতীয় নেতা। তিনি শুধু একজন স্বাধীনচেতা রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন একজন বড় মাপের দার্শনিকও। তাঁর রাজনৈতিক পুরো চিন্তা চেতনার দিকদর্শন ছিল গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষের ভাগ্য পরিবর্তন, দেশের সার্বিক উন্নয়ন, জাতীয় ইস্যু গুলোতে তাঁর বীরোচিত ভাবগাম্ভীর্য পূর্ণ ভূমিকা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করত। গত বৃহস্পতিবার বোয়ালখালীস্হ তাঁর গ্রামের বাড়ীতে হাওলা দরবার শরীফের সাজ্জাদানশীণ মাওলানা নঈমুল কুদ্দুস আকবরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাদল পত্নী নারী নেত্রী সেলিনা খান বাদল।বিশেষ অতিথি ছিলেন স্হানীয় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বক্তব্য রাখেন মৌলনা ফরিদ আহমদ রেজভী, চট্টগ্রাম জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট সেলিম চৌধুরী, চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন, এস এম জসিম, সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ ইউনুচ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সেলিম উদ্দিন, আ'লীগ নেতা ইউছুফ মাস্টার প্রমূখ। দোয়া মাহফিল ও স্মরণ সভা শেষে আয়োজিত কাঙ্গালীভোজে শিক্ষক,সাংবাদিক, রাজনীতিবিদ ও এলাকার জন প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খিতাপচর মাবুদিয়া দরবার শরীফের সাজ্জ্বাদানশীন মৌলানা আবদুর রহিম আল কাদেরী।
এমএসএম / এমএসএম