লকডাউন উপেক্ষা করে ঈদে পরিবারকে আনন্দ দিতে চলনবিলে

সিরাজগঞ্জের তাড়াশে লকডাউন উপেক্ষা করেও ঈদে নিজের মনকে ও পরিবারের সদস্যদের আনন্দ দিতে ছুটছেন চলনবিলের জলরাশিতে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৩ জুলাই থেকে লকডাউন চললেও ঈদের আমেজে দর্শনীয় স্থানগুলোতে রয়েছে মানুষদের ভিড়। প্রশাসন বাধা দিলেও নানা কৌশলে ঈদের আনন্দ ভোগ করছেন জনগণ।
সরেজমিনে তাড়াশ উপজেলার চলনবিল এলাকার কুন্দইল ও ৮ এবং ৯নং ব্রিজে দেখা গেছে ঈদের আনন্দ উপভোগ করতে পড়ন্ত বিকেলে ভ্রমণ পিপাসু মানুষদের ভিড়। চলনবিলের মনোমুগ্ধকর মিষ্টি বাতাস, মেঘের ছুটে চলা ও পানির ওপর ঢেউয়ের দৃশ্য নজর কেড়েছে দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের। প্রকৃতির সান্নিধ্য পেতে চলনবিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন তারা।
ঐতিহাসিক চলনবিলের তাড়াশ, সিংড়া, গুরুদাসপুর, চাটমোহর, ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত বিলে এমনকি চলনবিল গর্ভে অবস্থিত গুরুদাসপুর উপজেলার বিলসা বিলের ব্রিজে, সিংড়ার ঘাসি দেওয়ান পীরের মাজার ও গুরুদাসপুরের খুবজীপুরের চলনবিল জাদুঘর পরিদর্শনে ছুটছে নৌকা নিয়ে। হাটিকুমরুল টু বনপাড়া মহাসড়কের ৮ এবং ৯নং ব্রিজে ও মাকড়শোন গ্রামে বিভিন্ন ধরনের ছোট-বড় নৌকা সারি সারি সাজানো দেখে মনে হয়েছে এটা নৌকার মেলা। এই নৌকা কেউ সারাদিন, কেউবা ১ ঘণ্টা আবার কেউ ৩-৪ ঘণ্টার জন্য ভাড়া নিয়ে ঘুরছে। এতে নৌকার ভাড়াও কম নয়।
নৌকা নিয়ে বেড়ানো এক ব্যক্তি বলেন, ৯নং ব্রিজে একটি নৌকা নিয়ে ২০-৩০ মিনিট পর তাকে ভাড়া দিতে হয়েছে ৪০০ টাকা। তার পরেও পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আমেজ উপভোগ করছি এবং আনন্দ পেয়েছি।।
চলনবিল অধ্যুষিত সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকী বলেন, প্রতি বছরেই বর্ষা মৌসুমে চলনবিলের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণি-পেশার মানুষ। তবে এবার লকডাউনের কারণে ঈদের দিন ও ঈদের পরের দিন অন্যান্য বছরের তুলনায় লোকজনের ভিড় কম ছিল এবং তৃতীয়য় দিনে ভিড় অনেকটাই কমে গেছে।
মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল জানান, চলনবিলের বুকচিরে বয়ে যাওয়া হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯ ও ১০নং ব্রিজ এলাকায় ঈদের দিন পরের দিন ভিড় ছিল। প্রশাসনের ভূমিকা থাকায় তৃতীয় দিন থেকে মানুষের ভিড় অনেকটাই কম দেখা গেছে।
এমএসএম / জামান

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ
