ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘোষণা ছাড়াই বন্ধ রাখায় ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৩:৫০

বরগুনার পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের কোনরকম অবহিত করা ছাড়াই বিদ্যালয় দুই দিন বন্ধকরে রাখায় চরমভাবে ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছে ৬ শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবার।

অভিভাবক সূত্রে জানা গেছে ২২ শে ফেব্রুয়ারি বুধবার ও ২৩ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার প্রাণ কেন্দ্র ও সর্বোচ্চ শিক্ষার্থী অংশ গ্রহণকারি পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক বন্ধ থাকায় চরমভাবে ভোগান্তিতে পড়তে হয়েছে উক্ত বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের।

জানতে চাইলে পৌরসভার বাসীন্দা তৃতীয় শ্রেনির আফনানের মাতা মোসা.পারভীন, ২য় শ্রেণির ধুব্র এর পিতা সুশীল শিকদার, ১ ম শ্রেণির মো. রিফাতের মাতা মোসা. জয়নব, দ্বিতীয় শ্রেনির মো. মুসাদ্দেকের মাতা মোসাঃ ফাতিমা বেগম, ১ম শ্রেণির মুছার মাতা মোসাঃ মাসুরা পলি, তৃতীয় শ্রেণির জান্নাতি তারিনের মাতা মোসা. কলি, ৫ ম শ্রেণির মোসা. মরিয়মের মাতা মোসা. হাফিজা বেগম, ৫ ম শ্রেণির ঘানিউলহকের পিতা মো. পলাশসহ অনেক শিক্ষার্থীর অভিভাবকরা বলেন বিদ্যালয় কর্তৃপক্ষ কোনরকম নোটিশ বা অবহিত করা ছাড়াই অাকস্মিক ভাবে  ২২ শে ফেব্রুয়ারি বুধবার ও ২৩ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ করে দেওয়ায় আমরা চরমভাবে ভোগান্তী সহ হয়রানি এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।

ক্ষোভ প্রকাশ করে তারা বলেন প্রতিদিনেরমত আমরা আমাদের সন্তানদেরকে কেউ রিক্সাযোগে কেউ পায়ে হেটে এভাবে যে যেরকম পারছি বিদ্যালয়ে নিয়ে গিয়ে বিদ্যালয়ের গেটে তালা দেখে আবার ফিরে এসেছি। জানা গেছে যেসকল অভিভাবকরা বিদ্যালয়ে যাননি তারা পরছেন আরো বেশি সমস্যায়। তাদের সন্তারা বিদ্যালয়ে তালাবদ্দ দেখে খেয়ালখুশি মত বিভিন্ন যায়গায় আড্ডায় মেতে ওঠেছিল।

যার ফলে ওই সকল শিশুদেরকে বাসায় ফিরিয়ে আনতে অভিভাবকদের ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছে। অভিভাবকরা বলে বিদ্যালয় সৃষ্টির শুরু থেকে কোন বছর ক্রিড়া বা সাংস্কৃতিক অনুষ্ঠানের কারনে বিদ্যালয় বন্ধ ছিল,শুধু এবছরই সম্পুর্ন খেয়ালখুশিমত বিদ্যালয়দ দুইদিন বিদ্যালয় বন্ধছিল। তারা অনেকেই উক্ত বিদ্যালয়ে তাদের সন্তানদের পড়াবেননা বলে জানিয়েছেন।

জানতে চাইলে বরগুনা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন আমি এখন একটু ব্যাস্ত আছি পরে আপনি ফোন দিয়েন। পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম বলেন ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষির্থীরা অংশ গ্রহন করার কারনে পাঠদান বন্ধছিল।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস্টার রনজীৎ চন্দ্র মিস্ত্রী বলেন বিষয়টি আমার জানাছিলনা তাই জেনে ব্যবস্থা নিব। উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. জাহান আফরোজ খাদিজা বলেন আমরা ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করার কারনে বিদ্যালয় বন্ধছিল তবুও বিষয়টি অনাকাঙ্খিত। 

জানতে চাইলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি  এড. আব্দুর রহমান জুয়েল  বলেন বিষয়টির ব্যাপারে আমি অবগত নই। তিনি আরো বলেন এ বিষয়টির ব্যাপারে আমি খোজ নিয়ে দেখছি।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র

সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা

মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু

সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট

তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াতে ইসলামী

ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার