ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

হরিরামপুরে একুশে একুশ হাফ ম্যারাথন অনুষ্ঠিত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৪:২৭

মানিকগঞ্জের হরিরামপুরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে একুশে একুশ হাফ ম্যারাথন। শনিবার (২৫শে ফেব্রুয়ারী) ভোরে মহান ভাষার মাসে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে পরিবেশ সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের আয়োজনে অনুষ্ঠিত হয় এই 'একুশে একুশ হাফ ম্যারাথন ২০২৩।

সকাল সাড়ে ছয়টার আগেই বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত চারশতাধিক অংশগ্রহণকারী নারী-পুরুষ হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জড়ো হন। যাদের মধ্যে রয়েছেন হরিরামপুরসহ টাঙ্গাইল, মির্জাপুর, যশোর, পাবনা, কুষ্টিয়া জেলা, মানিকগঞ্জ সদর, ঢাকার দোহার ও জাহাঙ্গীরনগর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী । এতে ঐ মাঠে তখন উৎসবের উচ্ছ্বাস, ছিলো উৎসাহ উদ্দীপনাও তখনই পরিবেশ সচেতনতায় গান পরিবেশন করেন গানের দল "কুয়াশা মূর্খ" ও "মনের মানুষ" ব্র‍্যান্ড। 

গান শেষে  ৮টা বেজে ১০ মিনিটে হরিরামপুরের পদ্মাপাড়ের সক্রেটিস খ্যাত  সাবেক শিক্ষক হরিপদ সূত্রধর হাফ ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন। হরিরামপুর শ্যামল নিসর্গের সংগঠক তৈয়বুল আজহারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, এটিএন নিউজ চ্যানেলের নিউজ অব হেড মুন্নি সাহা প্রমুখ।  

এবার দুইটি বিভাগে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। একটি ২১ কিলোমিটার, আরেকটি ৫ কিলোমিটারের। দৌড় শুরু মাঠ থেকে। ২১ কিলোমিটারের দৌড়বিদেরা চালা ইউনিয়ন পরিষদের সামনে থেকে দিয়াবাড়ি বাজার, চালা, ঝিটকা বাজার হয়ে কলতা, বাঠইমুড়ি, সরুপাই, আন্ধার মানিক, বেউথা হয়ে মানিকগঞ্জ শহিদ স্মৃতি স্তম্ভ পর্যন্ত এসে তাদের দৌড় শেষ করেন। পাঁচ কিলোমিটারের দৌড় ও হয়েছে একই সড়ক ধরে চালা ইউনিয়নের সাকুচিয়া মাঠ পর্যন্ত। সেখানে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ.ই. আকাশ ও  দৈনিক যায়যায়দিন পত্রিকার হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি ও বাসাস সহ-সভাপতি শুভংকর পোদ্দার। এদের সহযোগিতা করেন, দৈনিক মানবজমিন ও মানবকন্ঠ পত্রিকার হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি সায়েম খান ও শামীম মোল্লা।হাফ ম্যারাথনের আহবায়ক ও শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল বলেন, ‘দেশের বিভিন্ন জেলার শতাধিক পুরুষ ও নারী অংশ নিয়েছেন। সুন্দরভাবে ম্যারাথন শেষ করতে পেরে আমাদের ভালো লাগছে। সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দৌড় খুবই উপকারী। আমরা সবার মধ্যে দৌড়ের আগ্রহ সৃষ্টি করতে চাই।' 

হরিরামপুর শ্যামল নিসর্গের সভাপতি ওয়াহিদুর রহমান জানান, আয়োজনের মূল উদ্দেশ্য পরিবেশ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

সংগঠক তৈয়বুল আজহার বলেন, হরিরামপুর শ্যামল নিসর্গ গত দুইবছর আগে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে যাত্রা শুরু করে। সংগঠনটি ইতোমধ্যে মধ্যে পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ করেছে। সংগঠনটির উদ্দেশ্য সবুজে বাঁচি ও প্রাণবিক পৃথিবী গড়ে তুলি। হাফ ম্যারাথন আয়োজনের পাশাপাশি সংগঠনের কর্মীরা সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেছে বলেও জানান তিনি।

এদিকে দুপুরে জেলা শহরের শহিদ স্মৃতি স্তম্ভের সামনে হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্বরূপ মেডেল তুলে দেয়া হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান (পিপিএম বার),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সাইফুদ্দিন আহমেদ নান্নু। এছাড়া নাট্যাভিনেতা মাজনুন মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু