ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

হরিরামপুরে একুশে একুশ হাফ ম্যারাথন অনুষ্ঠিত


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৪:২৭

মানিকগঞ্জের হরিরামপুরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে একুশে একুশ হাফ ম্যারাথন। শনিবার (২৫শে ফেব্রুয়ারী) ভোরে মহান ভাষার মাসে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে পরিবেশ সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের আয়োজনে অনুষ্ঠিত হয় এই 'একুশে একুশ হাফ ম্যারাথন ২০২৩।

সকাল সাড়ে ছয়টার আগেই বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত চারশতাধিক অংশগ্রহণকারী নারী-পুরুষ হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জড়ো হন। যাদের মধ্যে রয়েছেন হরিরামপুরসহ টাঙ্গাইল, মির্জাপুর, যশোর, পাবনা, কুষ্টিয়া জেলা, মানিকগঞ্জ সদর, ঢাকার দোহার ও জাহাঙ্গীরনগর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী । এতে ঐ মাঠে তখন উৎসবের উচ্ছ্বাস, ছিলো উৎসাহ উদ্দীপনাও তখনই পরিবেশ সচেতনতায় গান পরিবেশন করেন গানের দল "কুয়াশা মূর্খ" ও "মনের মানুষ" ব্র‍্যান্ড। 

গান শেষে  ৮টা বেজে ১০ মিনিটে হরিরামপুরের পদ্মাপাড়ের সক্রেটিস খ্যাত  সাবেক শিক্ষক হরিপদ সূত্রধর হাফ ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন। হরিরামপুর শ্যামল নিসর্গের সংগঠক তৈয়বুল আজহারের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, এটিএন নিউজ চ্যানেলের নিউজ অব হেড মুন্নি সাহা প্রমুখ।  

এবার দুইটি বিভাগে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। একটি ২১ কিলোমিটার, আরেকটি ৫ কিলোমিটারের। দৌড় শুরু মাঠ থেকে। ২১ কিলোমিটারের দৌড়বিদেরা চালা ইউনিয়ন পরিষদের সামনে থেকে দিয়াবাড়ি বাজার, চালা, ঝিটকা বাজার হয়ে কলতা, বাঠইমুড়ি, সরুপাই, আন্ধার মানিক, বেউথা হয়ে মানিকগঞ্জ শহিদ স্মৃতি স্তম্ভ পর্যন্ত এসে তাদের দৌড় শেষ করেন। পাঁচ কিলোমিটারের দৌড় ও হয়েছে একই সড়ক ধরে চালা ইউনিয়নের সাকুচিয়া মাঠ পর্যন্ত। সেখানে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ.ই. আকাশ ও  দৈনিক যায়যায়দিন পত্রিকার হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি ও বাসাস সহ-সভাপতি শুভংকর পোদ্দার। এদের সহযোগিতা করেন, দৈনিক মানবজমিন ও মানবকন্ঠ পত্রিকার হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি সায়েম খান ও শামীম মোল্লা।হাফ ম্যারাথনের আহবায়ক ও শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল বলেন, ‘দেশের বিভিন্ন জেলার শতাধিক পুরুষ ও নারী অংশ নিয়েছেন। সুন্দরভাবে ম্যারাথন শেষ করতে পেরে আমাদের ভালো লাগছে। সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দৌড় খুবই উপকারী। আমরা সবার মধ্যে দৌড়ের আগ্রহ সৃষ্টি করতে চাই।' 

হরিরামপুর শ্যামল নিসর্গের সভাপতি ওয়াহিদুর রহমান জানান, আয়োজনের মূল উদ্দেশ্য পরিবেশ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

সংগঠক তৈয়বুল আজহার বলেন, হরিরামপুর শ্যামল নিসর্গ গত দুইবছর আগে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে যাত্রা শুরু করে। সংগঠনটি ইতোমধ্যে মধ্যে পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ করেছে। সংগঠনটির উদ্দেশ্য সবুজে বাঁচি ও প্রাণবিক পৃথিবী গড়ে তুলি। হাফ ম্যারাথন আয়োজনের পাশাপাশি সংগঠনের কর্মীরা সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেছে বলেও জানান তিনি।

এদিকে দুপুরে জেলা শহরের শহিদ স্মৃতি স্তম্ভের সামনে হাফ ম্যারাথনে অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্বরূপ মেডেল তুলে দেয়া হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান (পিপিএম বার),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সাইফুদ্দিন আহমেদ নান্নু। এছাড়া নাট্যাভিনেতা মাজনুন মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী