ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইলে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি জেলা শাখার পরিচয়পত্র প্রদান ও মাসিক সভা অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৯-৫-২০২১ বিকাল ৫:২২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দেশের বৃহৎ মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’ টাঙ্গাইল জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এই মাসিক সভায় জেলা শাখার মানবাধিকারকর্মীদের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করা হয়। টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. রাশেদ খান মেননের (রাসেল) সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. শাহজাহান মিয়া ও পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুবেল মিয়া। মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম স্বপন। উপস্থিত সকলেই মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ শামসুল আলম শিবলী, আঃ গফুর, মোঃ ইব্রাহিম মোল্লা, এসএম আনিসুজ্জামান আনিস, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কানন, আহসান খান আছু, মোঃ রেজাউল ইসলাম, নুরুন্নবী জনি, সুজন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান, সুমন সরকার, মুহাম্মদ নজরুল ইসলাম খান মিলন, মোঃ মাহবুবুর রহমান সুজন, মোঃ আনিসুজ্জামান লোটন, তানভীর হাসান খান রুবেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ জবান হোসেন খান, উপ আইন বিষয়ক সম্পাদক মোঃ মনজুরুল হাবীব তুহিন, মোঃ এরশাদ আলী, অর্থ বিষয়ক সম্পাদক দুলাল চন্দ্র শীল,  উপ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর আলম মিয়া, দপ্তর সম্পাদক বিষ্ণু পদ সরকার, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিনারুল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক সালমান আমিন, উপ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ আবু তারেক সিদ্দিকী সুজন, উপ ক্রীড়া সম্পাদক মোঃ রাহিদুল ইসলাম রানা, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মজিবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হাসান লিংকন, সালিশ বিষয়ক সম্পাদক মোঃ আনিসুল ইসলাম মিশন, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল হক রিপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সুজন, পাঠাগার বিষয়ক সম্পাদক মৃদুল দাস, ধর্ম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান সাগর, কার্যনির্বাহী সদস্য মো. সাখাওয়াত হোসেন মকুল, মোঃ আমিনুল ইসলাম খান মিলু, মোঃ কবির হোসেন, মোঃ মাহফুজুর রহমান, সৈয়দ মো. মুস্তাফিজুর রহমান, মো. হাবিবুল্লাহ বাহার, মোঃ শফিক মিয়া, উজ্জল বেপারী, মো. আবুল কালাম আজাদ, আব্দুল হক আকন্দ, মো. মামুন শেখ, রাকিব হাসান, মো. এনামুল হক,  মো. রুবেল খান, শরিফুল ইসলাম শরিফ, মো. মাহবুবুর রহমান ও মোহাম্মদ জুয়েল রানা।
 
বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংগঠন "হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি" টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) বলেন, মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে আমরা ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র পতাকাতলে সমবেত হয়েছি। এই মানবাধিকার প্রতিষ্ঠানটি সর্বস্তরে আইনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষায় নিবেদিত স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক এবং অলাভজনক মানবাধিকার বিষয়ক বৃহৎ প্রতিষ্ঠান। ছোট-বড়, ধনী-দরিদ্র, সাদা-কালো, উঁচু-নিচু, ধর্ম-বর্ণ-জাত যাই হোক না কেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আসুন সবাই যারযার অবস্থান থেকে সাধ্যমত মানবাধিকার রক্ষায় কাজ করি। প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করি। ভালো কাজের জন্য একে অপরকে উৎসায়িত করি। 

এমএসএম / জামান

আলফাডাঙ্গার দ্বীন ইসলাম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে

তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি

সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ

কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান

নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ও কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন শিল্পপতি আবুল কালাম

ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত

দোহাজারী পিডিবির বিতর্কিত আবাসিক প্রকৌশলী মেহেদী হাসানকে বদলি