কলারোয়া আনান্দ মেলার নামে চলছে অবৈধ লটারীর মহা উৎসব প্রশাসন নিরব

সাতক্ষীরার কলারোয়ায় আনান্দ মেলার অবৈধ লটারীর নিউজ একাধিক বার প্রকাশ হওয়ার পর ও বন্ধ হচ্ছেনা এদের খুঁটির জোর কোথায়?. যানতে চাই সচেতন মহল। কলারোয়ায় আনান্দ মেলার অবৈধ লটারী বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি দিয়ে এলাকায় বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠন থেকেও প্রতিবাদ করা হলেও এখনো ‘ অবৈধ লটারী বন্ধ হচ্ছে না ! এর পেছনে আছে কে? ---- না কি ? প্রশাসনকে ম্যানেজ চলেছে লটারী নামক জোয়ার ব্যবসা। এমন প্রশ্ন উঠছে সাধারণ জনমনে! ---কারাইবা দিচ্ছেন এই অবৈধ লটারী নামক এর নিরুহু মানুষের পকেট কাটা ব্যবসা। এই প্রশ্ন এখন সাধারণ জনগনের। এই অবৈধ লটারীর পরিচালক খুলনা সোনাডাঙ্গার স্বপন এর খুঁটির জোর কোথায় । আনান্দ মেলায় অবৈধ লটারীর বন্ধ না হয় এজন্য সে বিভিন্ন মহলে ছুটছে দিন-রাত। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ফুটবল মাঠে আনান্দ মেলার নামে চলছে অবৈধ লটারী। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ফেরি করে লটারীর টিকেট বিক্রি করছে অর্ধশত ইজিবাইক। আনান্দ মেলা কলারোয়া এসব লটারী কিনে প্রতারিত হচ্ছে হাজারো মানুষ। সেই সঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ছে কলারোয়ায় বিভিন্ন প্রান্তে। এ ছাড়া মেলার ৮-১০টি স্টলে চলছে অবৈধ লটারি বিক্রি। আনান্দ মেলায় উঠতি বয়সি যুবতি মেয়েদের দিয়ে স্টলে টিকিট বিক্রি চলছে। এতে বিভিন্ন শ্রেনীর বখাটের আনাগোনা মেলার সারাদিন লেগেই আছে। আনান্দ মেলার অবৈধ লটারীর ক্রয় করে কোন পুরস্কারের আশায় অনেক পারিবারে অশান্তি দেখা দিয়েছে খেটে খাওয়া মানুষের ঘরে। ২০ টাকা মূল্যের এই লটারীতে দেওয়া হচ্ছে মোটরসাইকেল সহ নানা পুরস্কারের প্রলোভন। এসব লটারীর মূল ক্রেতা রিকশা-ভ্যানচালক, চা দোকানদার, মুদি দোকানদার, দিনমজুর সহ নিম্ন আয়ের সাধারণ মানুষ। পুরস্কারের আশায় প্রতিদিন হাজার হাজার টাকার লটারী টিকিট ক্রয় করে প্রতারিত হচ্ছেন তারা। এ ছাড়া লটারীর ড্র হয় গভীর রাত পর্যন্ত। এতে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে চুরি ডাকাতি,বিভিন্ন অপরাধ প্রবণতা । কলারোয়ায় গত ২৪ফেব্রয়ারি থেকে কলারোয়া ফুটবল মাঠে এই মেলা শুরু হয়েছে। লটারীর কারনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো খেটে খাওয়া মানুষ। সরেজমিন দেখা যায়, কলারোয়ায় মাসব্যপী আনান্দ মেলা শুরুর দিন থেকেই অনুমোদনহীন লটারীর ব্যবসা শুরু করে এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম

বালু খেকোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবে নাঃ ইউএনও তরিকুল ইসলাম

বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক
Link Copied