ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

দূর্নীতিবাজ সার্ভেয়ার মাওলা কারাগারে,জনমনে স্বস্তি


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২৩ দুপুর ৪:১৬
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আমানতুল মাওলা নামের এক সার্ভেয়ার ও চট্টগ্রাম এল এ শাখার সাবেক সার্ভেয়ার আমানতুল মাওলাসহ তিনজনের বিরুদ্ধে ভূমিঅধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগে দুদুকের মামলায় দূর্নীতিবাজ সার্ভেয়ার আমানতুল মাওলাসহ ৩ সার্ভেয়ারকে কারাগারে পাঠিয়েছে আদালত।খবরটি ছড়িয়ে পড়ায় স্বস্তি প্রকাশ করছে বাঁশখালীর অনেক ভুক্তভোগী পরিবার।
 
জানা যায়,নগরীর উত্তর পতেঙ্গা মৌজার ২৩ শতক ১১ গণ্ডা ২ কড়া ভূমির অবৈধ মালিকানা কাগজপত্র সৃজন করে চট্টগ্রাম এলএ শাখার সাবেক সার্ভেয়ার ও বাঁশখালী উপজেলা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত দূর্নীতিবাজ সার্ভেয়ার আমানতুল মাওলা, চট্টগ্রাম এল এ শাখার সার্ভেয়ার মুজিবুর রহমান ও রাঙ্গুনিয়া ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার আশীষ চৌধুরীসহ তিন সার্ভেয়ার।অনিয়ম, দূর্ণীতি ও আত্মসাতের অভিযোগে ওই তিন সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন দূর্নীতি দমন কমিশন (দুদক)।
 
দুদকের দায়েরকৃত মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সার্ভেয়ার আমানতুল মাওলাসহ অভিযুক্তরা।মহামান্য হাইকোর্ট থেকে অন্তবর্তিকালীন জামিন পেয়ে গত ২০ ফেব্রুয়ারী চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিযুক্তরা,এতে জামিনের বিরোধিতা করেন দুদক।আদালতে ওই মামলার দীর্ঘ শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড.বেগম জেবুননেসা আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে ওই তিন আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
সুত্রে আরো জানা যায়,চট্টগ্রাম জেলা প্রশাসন এল এ শাখা থেকে বদলি হয়ে গত ৩ বছর যাবত বাঁশখালী ভূমি অফিসে কর্মরত রয়েছে সার্ভেয়ার আমানতুল মাওলা।বাঁশখালীতে থাকাবস্থায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) গত ২৩ মার্চ ২২ ইং কাট্টলী সার্কেল ভূমি অফিসে বদলীর আদেশ দেন,কিন্তু বাঁশখালীতে দূর্নীতির আশ্রয় গ্রহণ করে অবৈধ উপার্জন ও আত্মসাতের সুযোগ বেশি পেয়ে তদবির করে বদলী ঠেকান ওই সার্ভেয়ার আমানতুল মাওলা,একই ভাবে পরবর্তীতে বাঁশখালী থেকে বদলি করে ওই সার্ভেয়ার মাওলাকে পতেঙ্গা সার্কেল ভূমি অফিসে গত ২৯ ডিসেম্বর ২২ ইং- তারিখে পূনরায় বদলির আদেশ দিলেও এই আদেশকেও উপেক্ষা করে বহাল তবিয়তে বাঁশখালী উপজেলা ভূমি অফিসে কর্মরত থেকে যান দূর্নীতিবাজ সার্ভেয়ার আমানতুল মাওলা,পর পর একাধিকবার বদলি ঠেকিয়ে বাঁশখালী উপজেলা ভূমি অফিসে কর্মরত থাকলেও দেখার ছিলো কেউ।
কতিপয় দালালদের মাধ্যমে বাঁশখালীতে ভূমি মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে সার্ভেয়ার মাওলার বিরুদ্ধে।
 
সরল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জালিয়ঘার মৃত আব্দুল কাদেরের ছেলে আবুল কাশেম বলেন, আমার পৈত্রিক ও খরিদা সম্পত্তি জবর দখল করে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের অভিযোগে গত ১৯ আগস্ট ২১ ইং আমি বাদী হয়ে চট্টগ্রাম দক্ষিণ এডিএম কোর্টে  একই এলাকার মৃত্যু দুলা মিয়ার পুত্র কুতুবউদ্দিন গং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্যে মিছ- মামলা ৯৪৫/২১ ইং দায়ের করিলে উক্ত মামলাটি তদন্তের জন্যে বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি)তে প্রেরণ করেন আদালত।
 
এরই প্রেক্ষিতে ওই মামলার তদন্তে যান সার্ভেয়ার আমানতুল মাওলা, তদন্ত রিপোর্ট বাবত বাদী আবুল কাশেম এর কাছ থেকে ১ লাখ টাকা দাবি করেন সার্ভেয়ার মাওলা, কিন্তু বাদী আবুল কাশেম সার্ভেয়ার আমানতুল মাওলার কথামতো ১ লাখ টাকা দিতে না পারায় বাদীর দখল ও কাগজপত্র সঠিক দলিলাদী পর্যালোচনার তোয়াক্কা না করে টাকার বিনিময়ে বিবাদী কুতুবউদ্দিন গংয়ের পক্ষে প্রতিবেদন দিয়ে দেন সার্ভেয়ার আমানতুল মাওলা।
একই ভাবে ওই এলাকার হাজী হাসান এর পুত্র মাহমুদুল ইসলাম নামের এক ব্যক্তি গত ১৮ ফেব্রুয়ারি ২১ ইং তারিখে একই এলাকার মৃত্যু আব্দুল কাদেরের ছেলে আবুল কাশেমের বিরুদ্ধে উপরোক্ত আদালতে জায়গায় জবর দখলের মিথ্যা অজুহাতে মামলা দায়ের করেন,উক্ত মামলা তদন্তের দায়িত্ব পান বাঁশখালী ভূমি অফিসের সাবেক কানুনগো মমং মগ,সরেজমিনে তদন্ত ছাড়াই ওই কানুনগো মমং মগও বিবাদী আবুল কাশেমের সঠিক কাগজপত্র দলিলাদি পর্যালোচনা না করেই বাদী মাহমুদুল ইসলামের পক্ষে প্রতিবেদন মমং মগ। একই ভাবে মোটা অংকের টাকার বিনিময়ে বাদী আবুল কাশেমের বিরুদ্ধে অর্থাৎ বিবাদী কুতুবউদ্দিন গংয়ের পক্ষে প্রতিবেদন দেয়ার অভিযোগ করেন এই সার্ভেয়ার আমানতুল মাওলা।
 
ওই মামলায় সার্ভেয়ার মাওলার দেয়া মিথ্যা প্রতিবেদনটি পূনরায় তদন্তের জন্যে বাঁশখালী ভূমি অফিসে গত ১৪ নভেম্বর ২২ ইং তারিখে প্রেরণ করিলেও অভিযুক্ত দূর্নীতিবাজ সার্ভেয়ার আমানতুল মাওলা আজ-কাল করিয়া তদন্ত না করে বিষয়টি ধামাচাপা দিয়ে রাখেন তিনি।
এছাড়াও মামলা চলাকালীন সময়ে বিবাদী কুতুবউদ্দিন গংকে উক্ত অভিযুক্ত জায়গা জবর দখলের সুযোগ করে দেন দূর্নীতিবাজ সার্ভেয়ার আমানতুল মাওলা এমন অভিযোগ করেন ভূমি মালিক আবুল কাশেম।তার দাবি অনুযায়ী টাকা দিতে অপরাগতা দেখানোর সাথে সাথে ক্ষিপ্ত হয়ে তার ইচ্ছে মতো প্রতিবেদন দিতে দ্বিধাবোধ করতেন না এই দূর্নীতিবাজ সার্ভেয়ার মাওলা।তার মিথ্যা প্রতিবেদনে বসতভিটা ও ভূমি হারিয়ে অনেক অসহায় পরিবার মানবেতর জীবনযাপন করছে বলেও সুত্রে জানা গেছে।
মিথ্যা প্রতিবেদনের খবরটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে উর্ধতন কতৃপক্ষ বাঁশখালী থেকে কানুনগো মমং মগকে অন্যত্রে বদলি করলেও বহাল তবিয়তে বাঁশখালী ভূমি থেকে যান দূর্নীতিবাজ সার্ভেয়ার আমানতুল মাওলা।
 
এছাড়াও তার বিরুদ্ধে বাঁশখালীতে রয়েছে দূর্নীতি ও অনিয়মের অহরহ অভিযোগ,সরল ও পৌরসভা এলাকার আরো বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, সার্ভেয়ার মাওলার চাহিদা মতো টাকা দিতে না পারিলের সে উল্টো প্রতিবেদন দিয়ে দেয়,আর তার দাবিকৃত টাকার কথা কাউ বলিলে জমির মালিকানা হারানোর হুমকি দিয়ে অসহায় ভূমি মালিকদের কাবু করে রাখতো অভিযুক্ত সার্ভেয়ার মাওলা এমন অভিযোগও করেন ভুক্তভোগীরা।
 
দূর্নীতিবাজ সার্ভেয়ার মাওলা দীর্ঘ এক/দেড় মাস ধরে বাঁশখালী ভূমি অফিসে দেখা না পেয়ে ভূমি মালিকরা এমন অভিযোগ তুলেন,ভূমি অফিসে সার্ভেয়ার মাওলা নেই কেন? জানতে চাইলে ভূমি অফিসে কর্মরত কয়েকজন কর্মচারী জানান, সার্ভেয়ার আমানতুল মাওলা অসুস্থ তাই অফিসে আসতে পারছেনা।তার হাতে আটককে থাকা ভূমি সংক্রান্তে নাম জারি ও তদন্তাধীন মামলা নিয়ে চরম ভাবে ভোগান্তির স্বীকার হচ্ছে অনেক ভুক্তভোগী ভূমি মালিকরা।দূর্নীতিবাজ সার্ভেয়ার মাওলা দুদকের মামলায় কারাগারে যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় স্বস্তি নেমে আসে অনেক ভুক্তভোগীদের মাঝে স্বস্তি নেমে আসে।এই দূর্নীতিবাজ সার্ভেয়ার আমানতুল মাওলার পরিবর্তে বাঁশখালীতে নতুন সার্ভেয়ার নিয়োগ দেওয়ার দাবিও জানান অনেকে।
 
এব্যাপারে দুদকের পিপি মাহমুদুল হক জানান, দূর্নীতির মামলার আসামি চট্টগ্রাম এল এ শাখার সাবেক ও বাঁশখালী উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার আমানতুল মাওলাসহ তিন সার্ভেয়ার মহামান্য হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন নিয়ে পরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন,আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে সার্ভেয়ার আমানতুল মাওলাসহ তিন আসীমকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
 
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী জানান, সার্ভেয়ার আমানাতুল মাওলা দীর্ঘ দিন যাবৎ বদলি অবস্থায় রয়েছেন।দুদকের মামলায় সার্ভেয়ার আমানতুল মাওলা  জেল হাজতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,অফিসে এ দায়িত্ব চালিয়ে নেয়ার জন্যে ব্যবস্থা চলছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ