শিক্ষা প্রতিষ্ঠানে পিকনিকের নামে নোংরামি
রাজধানীর ডেমরা-যাত্রাবাড়িতে বনভোজনের নামে নোংরামির অভিযোগ উঠেছে,সামজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় তুলেছে প্রাক্তন শিক্ষাথীরা।অনুষ্ঠানে ডিজে পার্টি এনে প্রকাশ্যে অশোভন ও অশ্লীল নৃত্য পরিবেশন করার ভিডিও চিত্র সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। ফুঁসে উঠছে সচেতন মহল। এঘটনায় খোদ প্রতিষ্টানের বর্তমান শিক্ষাথীরা ও ক্ষুদ্ধ হয়েছেন।এই পিকনিকে ডিজে পাটির অশোভন নৃত্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিবেদকের সাথে মুঠোফোনে বিদ্যালয়ের সভাপতি ও ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সালাউদ্দিন তুচ্ছ তাচ্ছিল্যেভাবে কথা বলেন এবং সাংবাদিকদের সব বিষয় খতিয়ে দেখার কাজ নয় বলে তিনি বলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের অভিযোগ,এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান এখন ক্লাবে রুপান্তর হযে গেছে মনে হয়।এটা কি কোনো শিক্ষা সফর। কি শিখবে শিক্ষাথীরা শিক্ষকদের কাছ থেকে। শিক্ষা প্রতিষ্ঠানে নামে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতাসহ সব অপসংস্কৃতি রোধ করতে হবে।
ভিডিওটি প্রকাশ পাওয়ার পর স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেছেন। এলাকার স্কুলে পিকনিক অনুষ্ঠানে ডিজে পাটিতে অশ্লীল নাচ সভাপতির আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ওই ভিডিওটি।
জানা গেছে, গত ২৭ শে ফেব্রয়ারী ডেমরার বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে হতে আনন্দ ভ্রমনে যায় শিক্ষার্থী , শিক্ষক ও অভিভাবকরা।সামাজিক মাধ্যমে কয়েকটি ভিড়িও তে দেখা যায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অত্র ওয়ার্ডেও কাউন্সিলর হাজী সালাউদ্দিন আহমেদ ও বিদ্যালয়ের শিক্ষক এস আলম মেয়ে শিক্ষার্থীদের জোর করে টেনে নিয়ে একসঙ্গে অশ্লীল অঙ্গ ভঙ্গি প্রর্দশন করেন যা সর্বমহলে এখন আলোচনার মূল কেন্দ্র বিন্দু হয়ে দাড়িয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাাউদ্দিন আহমদ বলেন,বিদ্যালয়ের আনন্দ ভ্রমনে আনন্দ ভ্রমনে আনন্দ তো হবেই তাতে কি হয়েছে,আপনার সমস্যা কি? ছাত্রীদের সাথে নাচেঁর বিষয়ে তিনি বলেন,আনন্দে ভ্রমনে লিমিট বা আনলিমিট এর কিছুই নেই।এসময় তিনি মুঠোফোনে সাংবাদিককে তুচ্ছ তাচ্ছিল্যে করে কথা বলে।প্রাক্তন শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন,আপনি কি পুলিশ তাহলে আপনার কাছে কিসের অভিযোগ যাবে,আপনার সমস্যা টা কি বলে কলটি কেটে দেন।
৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে ডেমরা স্টাফ র্কোয়াটারে পরিবহন হতে চাদাঁ নেওয়ার ও অভিযোগ রয়েছে ।এছাড়া তার এলাকায় মাদকের ব্যাপক বিস্তার রয়েছে।এলাকায় মাদক প্রতিরোধে নেই কোন মনিটরিং।ডেমরা চৌরাস্তা ও মালা মার্কেট,নরাইবাগ মাদকের ছড়াছড়ি সেখানে রয়েছে তার আতাঁত।ফেসী-ইন্ আবাসিক হোটেল নামক অসামাজিক কার্যকলাপের একটি হোটেল ও রয়েছে বলে জানা যায়।বিদ্যালয়ের পিকনিকের নামে যে অপসংস্কৃতি ও অশ্লীলতা এবং বেহায়াপনার ভিড়িও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়ন করেছেন সকল সাবেক ও বর্তমানের সন্মানিত স্বনামধন্য গর্বিত শিক্ষার্থী সহ ডেমরার গর্বিত সকল বাক্তিবর্গের প্রতি আহবান এর জোড়ালো প্রতিবাদ জানানোর জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক ডেমরার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বর্তমান সময়ে উগ্র আয়োজন আমাদের সংস্কৃতির সাথে যায় না। আমি মনে করি কোনো অভিভাবক ,শিক্ষক ও সচেতনমহল এমন অপসংস্কৃতি চেতনায় লালন করেন না। আগামী ভবিষ্যতের অবক্ষয় রোধে এই অপসংস্কৃতির চর্চা পরিহার করতে হবে।
বনভোজনে অংশ নেওয়া নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছু শিক্ষক ও শিক্ষার্থীর বাড়াবাড়ির কারনে অনুষ্ঠান নিয়েও সমালোচনার শিকার হতে হচ্ছে। একদিকে পিকনিকে অংশ নেয়া শিক্ষার্থীরা নিজেদের আপডেট দাবী করছে। অপরদিকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়েও প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে।
এছাড়া ও অভিযোগ রয়েছে যাত্রাবাড়ীর কোনাপাড়ার মান্নান উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের সাথে অশ্লীল নৃত্য পরিবেশন করে সমালোচনার মুখে পড়েছেন বলে জানা গেছে।বিদ্যালয়ের মার্কেট সংস্তার এর নামে ৪-৫ লক্ষ টাকা নেওয়া ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া ও মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভুইয়াঁ বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতির বিরুদ্ধে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মতিউর রহমানকে জোর করে বের দেওয়ার অভিযোগ রয়েছে।নতুন কোন অধ্যক্ষ নিয়োগ প্রদান এখনো হয় নি।প্রতিষ্ঠানকে নিজেদের রাজনৈতিক কার্যালয় ও বানিয়ে নিয়েছেন।
এ বিষয়ে ঢাকা-০৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু দৈনিক সকালের সময় কে বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে পিকনিকের নামে এবং বিভিন্ন অনুষ্টানে প্রতিষ্ঠানের প্রধান বা সভাপতিদের অশ্লীল ভিড়িও প্রর্দশন এসব যা কখনই গ্রহণযোগ্য নয়। এই অপসংস্কৃতি থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ও আশ্বাস প্রদান করেন তিনি।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
Link Copied