ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সফল নারীদের সম্মাননা প্রদান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ১০:৩৫

বাংলাদেশের অগ্রগতিতে নারীর অবদান আজ বিশ্বব্যাপী স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে একটি সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন করেছে। রাষ্ট্রের অগ্রগতিতে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, তেমনি এদেশের প্রতিটি অর্জন ও অগ্রগতির গল্পের পেছনে বিভিন্ন স্তরে আছে নারীদের অবদান।  সমতার সাথে নারীরা এখন কাজ করছে। অবদান রাখছে ঘরে-বাইরে ও দেশের অগ্রগতিতে। বলেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এম পি। 


৩ মার্চ ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন- নারীর অগ্রগতি, নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও অসহায় নারীদের স্বাবলম্বী করার জন্য কাজ করছে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন। আজকের আয়োজনে যাদের সম্মাননা দেওয়া হয়েছে, তারা সবাই নিজ অবস্থানে সফল।
'সমতার পথে নারীর যাত্রা' প্রতিপাদ্যে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকি, এম পি।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য জাকিয়া পারভীন খানম মনি, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী, অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহীদ ইভা, সমাজ সেবক লায়ন্স কল্পনা রাজিউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শারমিন সেলিম তুলি। অনুষ্ঠানে ৩০ জন আলোকিত নারীকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধক মেহের আফরোজ চুমকি বলেন-নারী নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তবে নারী পুরুষের সমতা এখনও প্রতিষ্ঠিত হয়নি।  আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন 'সমতার পথে নারীর যাত্রা' শ্লোগান নিয়ে কাজ করছে। এই সময়ে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সমাজের সর্বস্তরে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হলেই নারী পুরুষের সমতা আসবে। আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগ ও প্রচেষ্টা সফল হোক। 

বিশেষ অতিথির বক্তব্যে ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী বলেন- একটি সময় নারীর শ্রম ও অধিকারের বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হতো না। এখন সে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। নারীর শ্রমের মর্যাদা ও অধিকার তারা পাচ্ছে। আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন সমতার পথে নারীর যাত্রা শ্লোগান নিয়ে যেভাবে কাজ করছে, একদিন এ যাত্রা সফল হবে। নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে। সমতা আসবে। 

অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহীদ ইভা বলেন- সমতার পথে নারীর যাত্রা শ্লোগান নিয়ে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সেলিনা শারমিন তুলি যেভাবে কাজ করছেন, এতে সারাদেশের নারীরা তাদের অধিকারের বিষয়ে যেমন সচেতন হবে, তেমনি তাদের মর্যাদা প্রতিষ্ঠার বিষয়ে সচেতন হবে। দেশব্যাপী আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর কার্যক্রম সফল হবে। 

অনুষ্ঠানে আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৩ পেয়েছেন- অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরী, উপস্থাপক ও নৃত্যশিল্পী বারিশ হক, কণ্ঠশিল্পী আতিয়া আনিসা, সংবাদ পাঠক তানজিয়া যুঁথি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাহসীন, মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, মডেল সৈয়দ রুমা, চলচ্চিত্র নির্মাতা নানজীবা খান, এটিএন বাংলার অনুষ্ঠান ব্যবস্থাপক শম্পা মাহমুদ, দৈনিক আমাদের সময় এর সাংবাদিক লাবণ্য লিপি, নেক্সাস টেলিভিশন এর প্রযোজক শারমিন দীপ্তি, অনুষ্ঠান প্রযোজক নাহীন শফিক, সংবাদ উপস্থাপক ঈশিকা আজিজ, রন্ধন শিল্পী হাসিনা আনছার, শিউলি খান, নীপা রাজ্জাক, নৃত্য শিল্পী ইফফাত আরা তিথি নিঝুম, নারী উদ্যোক্তা আক্তারি বেগম সীমা, শারমিন আক্তার মুন, সমাজ সেবায় লায়ন নাওজাত সারওয়ার ইসলাম। 
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন- ফেরদৌসী বেগম গীতালি, জিনাত  জাকিয়া তুর রায়হান মলি, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের কাজে বিশেষ অবদানের জন্য আলেয়া জামান,  মমতাজ হারবাল, সৈয়দা শামসুন্নেছা লিপি ইসলাম, শাহনাজ পারভীন, অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহীদ ইভা।  

সম্মাননা স্মারক প্রদানের পর জনপ্রিয় কোরিওগ্রাফার বুলবুল টুম্পা তার দলের পরিবেশনায় এবং গুলশান শাড়ি মিউজিয়াম,  আদি মোহিনী মোহন কাঞ্জিলাল ও বিভার শাড়ি ও জায়া জুয়েলারির সমন্বয়ে পরিবেশিত ফ্যাশন শো মুগ্ধ করেছে দর্শকদের।   অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুন উর রশিদ ও মারজান সুমি।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা