খুলনার পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রক কে?

এসও ও সার্ভেয়ার সিমানা পিলার দিচ্ছেন। বন্ধ হচ্ছে মাটি ভরাট। সেখানেই আবার গাছ লাগানো হচ্ছে। অবৈধ্য দখলদাররা ঘেরা ভেড়া দিচ্ছেন। সকালে এসও নিজে উপস্থিত থেকে ভরাট খালের মাটি কাটার নির্দেশ দিচ্ছেন। দুপুরে স্থানীয় মেম্বর এসে বন্ধ করছেন। বিকেলে পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবারও ওই খালের মাটি কাটাচ্ছেন। সন্ধ্যায় স্থানীয় চেয়ারম্যান এসে বন্ধের নির্দেশ দিচ্ছেন। আবার কয়েকমাস ধরে ইট ভাটার মালিকেরা বড় বড় দিঘি কেটে পাউবো’র জায়গার মাটি নিচ্ছেন। সেখানে কেউ যাচ্ছেণ না। আসলে খুলনার পানি উন্নয়ন বোর্ডের এসব জায়গার নিয়ন্ত্রক কে? পাউবো’র কোন কর্মকর্তা, না স্থানীয় জনপ্রতিনিধি না পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি না মাটি খেকো ভূমিদস্যুরা নাকি প্রভাবশালী ইট ভাটার মালিক এনিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে খুলনাঞ্চলে।
ভান্ডাপাড়া ইউনিয়নের পঞ্চানন অধিকারী পানি উন্নয়নের জায়গা ভরাট করাকালীন খুলনা পানি উন্নয়ণ বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাসেম আলী এসে বন্ধ করে দেন। পাউবো অফিসে যেয়ে কোন কাজ করবে না বলে মুচেলকা দিয়ে আসেন পঞ্চানন ও তার ভাইয়েরা। পরে আবারও কাজ শুরু করলে উপ-সহকারী প্রকৌশলী হাসেম আলী ও পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি এনামুল হকসহ কর্তৃপক্ষের উপস্থিতিতে সহকারী সার্ভেয়ার সেলিম ওই জমি পরিমাপ করে সিমানা পিলার পুতে দেন। পরে ওই জায়গা আবারও পঞ্চানন অধিকারী স্থানীয় এক জনপ্রতিনিধির ইন্দনে ঘেরা ভেড়া দিয়ে দেন বলে শোনা গেছে। কলা গাছ ও অন্যান্য গাছ লাগিয়ে দিয়েছেন তিনি। সেব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কোন ব্যবস্থা নেয়নি। টিয়াবুনিয়ার কানাইডাঙ্গা এক বেন্ডের গেটের ভেতরের পাশে পলি পড়ে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ওই পলি অপসারনের জন্য পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম ও পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি এনামুল হক এবং একরামুল ইসলাম স্বশরীরে হাজির হয়ে পলি অপসারণ করার জন্য নির্দেশনা দেন গেল শনিবার সকালে।ওই দিন বেলা ১২টার দিকে ইউপি সদস্য সুবির মন্ডল ও মলয় বাবু যেয়ে খাল কাটা বন্ধ করতে বলেন। তারা বলেন, চেয়ারম্যান গোপাল চন্দ্র দে খাল কাটতে বারন করেছেন। বিকেলে পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি এনামুল হক ও ইকরামুল ইসলাম ঘটনা স্থলে যেয়ে আবারও খাল খনন করাতে অনুমতি দেন। ওই দিন সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে নিজে ঘটনা স্থলে যেয়ে খাল খনন আবারও বন্ধ করে দেন। এব্যাপারে পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি এনামুল হক ও ইকরামুল বলেন, পলি জমে গেট বন্ধ হওয়ায় খাল খননের প্রয়োজনীয়তা রয়েছে। যে কারণে পাউবোর সকল কর্মকর্তাকে অবহিত করে এসও তরিকুলের উপস্থিতিতে গত শনিবার কানাইডাঙ্গা গেটের ভেতরে খননের জন্য কাজ শুরু করা হয়। তবে গোপাল চন্দ্র দে বলেন, খালের মাটি কেটে ভাটায় বিক্রি করার খবর পেয়ে ইউপি মেম্বরদের পাঠানো হয়। তারা এসে জানায়, এসও সাহেবের উপস্থিতিতে মাটি কাটছে। বিষয়টি পরে এসডি মিজানকে অবহিত করলে তিনি কোন কিছু জানেন না বলেন জানান। পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করলে তিনি বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। যে কারণে সন্ধ্যায় আমি নিজে যেয়ে মাটি কাটা বন্ধ করে দেই। এদিকে তেলিখালী জিয়াউল হাসান টিটোর মালিনানাধীন এসকেএস ইট ভাটা সংলগ্ন নদীর চর কেটে মাটি নিচ্ছে ইট ভাটায়। বিশাল আকৃতির এবং গভীর দিঘি কেটে রাখলেও উপজেলা প্রশাসন, স্থানীয় কোন জনপ্রতিনিধি বা পাউবো’ কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান বলেন, শুনেছি তাদের নাকি মালিকানাধীণ জায়গা। তবে রাস্তার পাশে এত গভীর দিঘি করা ঠিক হয়নি দাবি করে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উদাসীন। তারা কোন কাজ করেন না। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, কানাইডাঙ্গায় কোন অনুমতি ছাড়াই মাটি কাটার খবর পেয়ে কাজ বন্ধ করা হয়েছে। ঘটনাস্থলে যেয়ে পরবর্তী নির্দেশনা দেয়া হবে। এসকেএস ভাটায় দিঘি খননের ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, সকল গেটের ভেতর ও বাহির অংশে পলি পড়ে ভরাট হয়েছে। তবে ঘটনাস্থলে যেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ
