ত্বকী হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন
নারায়নগঞ্জের মেধাবী তরুণ তানভীর মুহাম্মদ ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক সংগঠন।
সোমবার (৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে সুজন-সুশাসনের জন্য নাগরিক সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন কচি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রচার সম্পাদক আকরাম হোসেন, নির্বাহী সদস্য ফিরোজা সরকার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজন, কৃষক নেতা নজরুল ইসলাম, প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর দফতর সম্পাদক মহসীন আহম্মেদ মাতৃক, শিক্ষা সম্পাদক ইয়ারুল খান ইমন, ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ জেলা কমিটির সভাপতি নুসরাত জাহান ইভা।এসময় বক্তব্যে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ত্বকী হত্যাকান্ডের দুইজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। কোথায়, কখন, কারা, কীভাবে এবং কেন ত্বকীকে হত্যা করা হয় তার বর্ননা দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি টর্সার সেল থেকে রক্তমাখা প্যান্ট, রক্তমাখা গজারী কাঠের লাঠি, ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও পিস্তলের অংশসহ কিছু আলামাত সংগ্রহ্ করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের অতিরিক্ত মহাপরিচালক প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ত্বকী হত্যার রহস্য উদঘাটনের দাবী করেন। মোট ১১ জন মিলে ত্বকীকে হত্যা করা হয়। সেইসময় বিভিন্ন গনমাধ্যমে সেই সংবাদ প্রচার ও প্রকাশিত হয়। কিন্তু ১০ বছর অতিবিাহিত হলেও, অজ্ঞাত কারণে ত্বকী হত্যাকান্ডের অভিযোগপত্র আজও দেওয়া হয়নি। শুধামাত্র ত্বকী হত্যাকাণ্ড নয়, ২০১১ সালে সাংবাদিক সাগর ও মেহেরুন রুনী হত্যাকান্ডের একযুগ পেরিয়ে গেলেও তার অভিযোগপত্র আজও পেশ করা হয়নি। তদন্তকারী কর্মকরতার পক্ষ থেকে ৯৫ বার সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ার অগ্রগতি নেই কমিল্লার সোহাগী জাহান তনু হত্যারও। এমনিভাবে সারাদেশে গুম, অপহরণ ওহত্যাকান্ডের ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে; যার বিচার হচ্ছে না। আর এভাবেই গড়ে উঠছে বিচারহীনতার সংস্কৃতি-যা একটি সভ্যসমাজে তখনই কাম্য নয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ত্বকী, সাগর-রুনি, সোহাগী জাহান তনুসহ সকল হত্যার বিচার দাবি জানান।
এমএসএম / এমএসএম
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী
Link Copied