ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ত্বকী হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৩-২০২৩ দুপুর ৪:২০
নারায়নগঞ্জের মেধাবী তরুণ তানভীর মুহাম্মদ ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক সংগঠন।
 
সোমবার (৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে সুজন-সুশাসনের জন্য নাগরিক সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
 
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন কচি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রচার সম্পাদক আকরাম হোসেন, নির্বাহী সদস্য ফিরোজা সরকার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজন, কৃষক নেতা নজরুল ইসলাম, প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর দফতর সম্পাদক মহসীন আহম্মেদ মাতৃক, শিক্ষা সম্পাদক ইয়ারুল খান ইমন, ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ জেলা কমিটির সভাপতি নুসরাত জাহান ইভা।এসময় বক্তব্যে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম  বলেন, ত্বকী হত্যাকান্ডের দুইজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। কোথায়, কখন, কারা, কীভাবে এবং কেন ত্বকীকে হত্যা করা হয় তার বর্ননা দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি টর্সার সেল থেকে রক্তমাখা প্যান্ট, রক্তমাখা গজারী কাঠের লাঠি, ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও পিস্তলের অংশসহ কিছু আলামাত সংগ্রহ্ করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ত্বকী হত্যার রহস্য উদঘাটনের দাবী করেন। মোট ১১ জন মিলে ত্বকীকে হত্যা করা হয়। সেইসময় বিভিন্ন গনমাধ্যমে সেই সংবাদ প্রচার ও প্রকাশিত হয়। কিন্তু ১০ বছর অতিবিাহিত হলেও, অজ্ঞাত কারণে ত্বকী হত্যাকান্ডের অভিযোগপত্র আজও দেওয়া হয়নি। শুধামাত্র ত্বকী হত্যাকাণ্ড নয়, ২০১১ সালে সাংবাদিক সাগর ও মেহেরুন রুনী হত্যাকান্ডের একযুগ পেরিয়ে গেলেও তার অভিযোগপত্র আজও পেশ করা হয়নি। তদন্তকারী কর্মকরতার পক্ষ থেকে ৯৫ বার সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ার অগ্রগতি নেই কমিল্লার সোহাগী জাহান তনু হত্যারও। এমনিভাবে সারাদেশে গুম, অপহরণ ওহত্যাকান্ডের ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে; যার বিচার হচ্ছে না। আর এভাবেই গড়ে উঠছে বিচারহীনতার সংস্কৃতি-যা একটি সভ্যসমাজে তখনই কাম্য নয়।
 
 মানববন্ধনে বক্তারা অবিলম্বে ত্বকী, সাগর-রুনি, সোহাগী জাহান তনুসহ সকল হত্যার বিচার দাবি জানান।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত

তানোরে সড়ক ও জনপথের কাজে নজিরবিহীন অনিয়ম?

মাগুরায় রেলওয়ে প্রকল্পে পরিদর্শন করলেন প্রেস সচিব শফিকুল আলম

নেত্রকোণায় মহাকবি সৈয়দ আলাওলের জীবন ও সাহিত্য কর্মের উপর মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত।

জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হত্যাকান্ডের শিকার হওয়া নুরুল কবির বাঁচার জন্য আশংকা প্রকাশ করে থানায় অভিযোগও করেছিল

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান