৭ই মার্চ উপলক্ষে অভয়নগরে শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগর উপজেলার দুইটি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অলোচনাসভা প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়েছে। সাভারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম খাঁনের সভাপতিত্বে,অনুষ্টানটি সঞ্চালনা করেন সুনিল দাস।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার,বিভাগীয় প্রধান (গাইনী এন্ড অবস)অঃ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল,যশোর। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার,৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা রেসকোর্স ময়দানের ঐতিহাসিক বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরে বলেন,যার জন্য আজ আমরা একটা স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছি,বঙ্গবন্ধু তার জীবন দিয়ে আমাদেরকে সোনার বাংলা উপহার দিয়ে গেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমসপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা খাতুন।
৭ই মার্চ উপলক্ষে দুই স্কুলের প্রায় ৩শতাধিক শিক্ষার্থী ভাষণ,কবিতা ও চিএাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।ভাষণে প্রথম স্থান অধিকার করেন,আফরিন মোণি।দ্বিতীয় স্থান অধিকার করেন,নাসিফ আলম।তৃতীয় স্থান অধিকার করেন,মাহাদী হাসান।কবিতায় প্রথম স্থান অধিকার করেন,হাফসা হাসান।
দ্বিতীয় স্থান অধিকার করেন,সাঈদ আব্দুল্লাহ।তৃতীয় স্থান অধিকার করেন নিশাত জাহান। চিএাংকনে প্রথম স্থান অধিকার করেন আরফিন মৌমি।দ্বিতীয় স্থান অধিকার করেন,রিজভী এবং তৃতীয় স্থান অধিকার লাভ করেন,লামিয়া।
অনুষ্টানের শেষ পর্বে,উক্ত অনুষ্টানের প্রধান অতিথি,ডাঃনিকুঞ্জ বিহারী গোলদার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।
এমএসএম / এমএসএম