মানিকগঞ্জে পাচার হওয়া দুই শিক্ষার্থীকে উদ্ধার করল পুলিশ

মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশের তৎপরতায় নিখোঁজের চার দিন পর পাচারকারীদের হাত থেকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকারী দলের এক নারী সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার নুসরাত জাহান তানজিনা (২০) সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম (বার) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, পাচারকারি নুসরাত জাহান তানজিনা অনেক দিন ধরে ঢাকায় চাকরি করেন। সেখানে নুসরাতের পরিচয় হয় হৃদয় নামে এক যুবকের সাথে। এরপর দুজনের পরিকল্পনায় ঢাকায় কাপড়ের দোকানে চাকুরির কথা বলে সাটুরিয়া থেকে নবম ও অষ্টম শ্রেণির মাদ্রাসার ওই দুই শিক্ষার্থীকে গত ৪ মার্চ দুপুরে ঢাকায় নিয়ে যায় তানজিলা। ঢাকায় গিয়ে তারা হৃদয়ের বাসায় ওঠে। এক দিন পর তাদের বোরকা পড়িয়ে একটি হোটেলে নিয়ে অসামাজিক কাজ করতে বাধ্য করে হৃদয়। এভাবে হৃদয় জোড়পূর্বক তাদেরকে দিয়ে অসামাজিক কাজ করাতে থাকে।
এদিকে একই দিনে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় পুলিশ তদন্ত করে জানতে পারেন নুসরাত নামে এক নারী ওই দুই শিক্ষার্থীকে চাকুরির লোভ দেখিয়ে ঢাকায় পাচার করেছে।
এই খবর জানতে পেরে নুসরাত জাহান তানজিনা মোবাইল ফোনে হৃদয়কে বলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। বুধবার সন্ধ্যার পর হৃদয় তাদের বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠিয়ে দেয়। এরপর গোলড়া বাসস্ট্যান্ডে নামার পর পুলিশ তাদের উদ্ধার করে।
পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান জানান, উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এই ঘটনায় নুসরাত জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। হৃদয়কে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। তিনি আরো জানান, এই চক্রটি গ্রামের সহজ সরল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের চাকুরির প্রলোভন দেখিয়ে প্রথমে দেহব্যবসা পরে দেশের বাইরে পাচার করে দেয়।
এমএসএম / এমএসএম

সুবর্ণচরে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত

তানোরে সড়ক ও জনপথের কাজে নজিরবিহীন অনিয়ম?

মাগুরায় রেলওয়ে প্রকল্পে পরিদর্শন করলেন প্রেস সচিব শফিকুল আলম

নেত্রকোণায় মহাকবি সৈয়দ আলাওলের জীবন ও সাহিত্য কর্মের উপর মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত।

জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হত্যাকান্ডের শিকার হওয়া নুরুল কবির বাঁচার জন্য আশংকা প্রকাশ করে থানায় অভিযোগও করেছিল

বালু খেকোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবে নাঃ ইউএনও তরিকুল ইসলাম

বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান
Link Copied