মাদারীপুর আউয়াল হত্যা মামলার আসামীদের সংবাদ সম্মেলন

মাদারীপুুুর আলোচিত আউয়াল মাতুব্বরের হত্যা মামলার আসামীরা সম্পূর্ণ নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে মাদারীপুর শহরে সাংবাদিক কল্যান সমিতির হল রুমে এসংবাদ সম্মেলন করে হত্যা মামলার ৫১ জন আসামীর পক্ষে একই মামলার আসামী সালাম বেপারী। তবে মামলার বাদীর পক্ষ থেকে বলা হয় এরাই হত্যা করেছে এবং হত্যা মামলা থেকে বাচার জন্য অন্যদের ফাঁসানোর চেস্টা করছে।
সংবাদ সম্মেলনে সালাম বেপারী জানান, এজাজ আকন কালিকাপুর বাসি থেকে জনবিচ্ছিন্ন হয়ে সাহেব আলী মাতুব্বরকে হত্যা করার পরিকল্পনা করে হত্যা করে। সাহেব আলী মাতুব্বরের পরিবার মাদারীপুর সদর মডেল থানায় ১ মার্চ ২০১৯ ইং তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলা বর্তমানে মাদারীপুর বিজ্ঞ দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। সে সময় সাহেব আলী মাতুব্বরের খুনের মামলার ৬ নং আসামী ছিল আউয়াল মাতুব্বর। সে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে যে, এজাজ আকনের হুকুমে আমরা সাহেব আলী মাতুব্বর-কে খুন করেছি। আউয়াল মাতুব্বর সাহেব আলী মাতুব্বরের হত্যাকারীদের নাম ম্যাজিস্ট্রেটের নিকট প্রকাশ করায় তাদের ভিতর ক্ষোভের সৃষ্টি হয়। আউয়াল মাতুব্বরকে তার চায়ের দোকান থেকে কে বা কাহারা ডেকে নিয়ে/ ফোন করে আনন্দবাজারের পাশে রাস্তার উপর কুপিয়ে আহত করে রেখে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাষার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মেয়ে ও তাই ও ভাতিজাগনকে আউয়াল মাতুব্বরকে কে বা কাহারা মোবাইলে ফোন করে অথবা ডেকে নিয়ে হত্যা করে এবং সেই মোবাইল ফোনের কলটি যাচাই ও জিজ্ঞাসাবাদ না করে মামলা করা হয় ২০১৯ ইং সালে আলোচিত সাহেব আলী মাতুব্বর হত্যা মামলার বাদীর ছেলে, মেয়ে, ভাই, ভাতিজা ক্ষীন আত্মীয়- সহ তার দল বলের ৫১ জনের নামে মামলা করে। সাজের আলী মাতুব্বরের হত্যা মামলার বিচার-কে বাধাগ্রস্থ করতে মূলত আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। আমরা আউয়াল মাতুব্বরের হত্যা মামলার ৫১ জন আসামীকে সম্পূর্ণ নির্দোষ দাবি করছি। সেই সাথে আউয়াল মাতুব্বরের প্রকৃত খুনিদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।
আপনাদের মাধ্যমে প্রধান মন্ত্রী ও মন্ত্রী আমাদের স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ সুপার এবং তার প্রাপ্ত কর্মকর্তা মাদারীপুর মডেল থানার নিকট অনুরোধ করছি। আউয়াল মাতুব্বরের প্রকৃত খুনিদের গ্রেফতার করে নির্দোষ ৫১ জনকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্ত করার জন্য জোর অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহবান জানাচ্ছি সরকার ও পুলিশ প্রশাসনের কাছে।
মামালার বাদীর পক্ষের কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজ আকন এব্যাপারে বলেন, আমি এঘটনার সাথে কোনভাবেই জড়িত না, আমাকে ফাসানোর জন্য এ কর্মকান্ড করেছে। তাছাড়া সাহেব আলী হত্যা মামলায় যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েেেছ সেখানে আমার কোন নাম ছিল না। যে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সে বর্তমান হত্যা মামলার আসামী এবং আদলতে বিচারধীন একাধিক মামলা তার নামে রয়েছে। আমি এলাকায় মানুষের পাশে থাকি বলে আমাকে সবসময় ফাঁসানোর চেস্টা করে আসছে। তবে সত্য কোন দিন চাপা থাকে না। সত্যের জয় হবে।
সংবাদ সম্মেলনে আবদুস সালাম বেপারী, সাবেক চেয়ারম্যান আহসান মাতুব্বর, মামুন মাতুব্বর, আসিয়া, গোলাম আজম, আলেয়া বেগম ময়ূরী বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

বালু খেকোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবে নাঃ ইউএনও তরিকুল ইসলাম

বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক
Link Copied