ঢাকায় এসএ ভিসা সেন্ট্রালের যাত্রা শুরু
সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানিতে নির্বাহী পদে বাংলাদেশিদের ব্যাপক সুযোগ আছে বলে জানিয়েছেন স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান এসএ ভিসা সেন্ট্রালের কর্ণধার এস সুরজিৎ সিং সোধি। গত শনিবার (১১ মার্চ) বিকালে রাজধানীর পল্টনে ফারস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান এসএ ভিসা সেন্ট্রাল ঢাকায় তাদের কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারতের নাগরিক সুরজিৎ সিং সোধি বলেন, ‘বাংলাদেশের বহু প্রবাসী বিদেশে কাজ করছেন। তাদের যোগ্যতা আছে এক্সিকিউটিভ জব পাওয়ার। কিন্তু তারা পায় না। বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে, বাংলাদেশের সঙ্গে একটি ট্যাগ লেগে আছে। সেটা হচ্ছে ব্লু কলার ওয়ার্কার্স। অর্থাৎ তারা শুধু শ্রমিক শ্রেণির কাজই করেন। তবে বাংলাদেশের মানুষের সম্ভাবনা আছে এক্সিকিউটিভ জব পাওয়ার। আমরা সেই কাজটি করতে চাই এসএ ভিসা সেন্ট্রালের মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা যেকোনো দেশের উন্নয়নের জন্য জরুরি। বাংলাদেশের সম্ভাবনা আছে। আমরা যদি মেডিক্যাল শিল্পের কথা বলি তাহলে বাংলাদেশে অনেক ভালো করছে এই শিল্পে।’
সিঙ্গাপুরে বাংলাদেশিদের জন্য কর্পোরেট প্রতিষ্ঠানে ভালো পদে চাকরির অনেক সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা ও যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার জন্য কাজ করছি। তবে আমি আজকে সিঙ্গাপুরের কথা বিশেষভাবে বলতে চাই। অনেকেই সিঙ্গাপুর সম্পর্কে ভালোভাবে জানেন না। কারণ দেশটিকে আমার দেখা সেরা দেশ মনে হয়েছে। গত ২৩ বছর ধরে আমি সিঙ্গাপুর আছি। এই দেশটিতে বিশেষ কিছু আছে। আছে কাজে দক্ষতা অর্জনের বিশেষ সুযোগ।’
সুরজিৎ সিং সোধি আরও বলেন, ‘সিঙ্গাপুরে অনেক শর্ট কোর্স আছে। এসব কোর্স করে আইটি, কনস্ট্রাকশন ও লজিস্টিক ইন্ডাস্ট্রির চাকরিতে সহজেই প্রবেশ করা যায়। অনেকেই স্নাতক সম্পন্ন করে ফেলেছেন। কিন্তু তারা জানেন না কীভাবে আন্তর্জাতিক চাকরির বাজারে ঢুকতে হয়। আমরা এসএ ভিসা সেন্ট্রালের মাধ্যমে সেই সহযোগিতাটাই করতে চাই।’
বাংলাদেশে এসএ সেন্ট্রালের কার্যক্রম চালু করার বিষয়ে তিনি বলেন, ‘এর আগে আমি বাংলাদেশে কয়েক বার এসেছি। আমি মনে করি, এ দেশের মানুষের অপার সম্ভাবনা আছে। এই কারণে আমরা বাংলাদেশে কাজ শুরু করেছি।’এসএ ভিসা সেন্ট্রালের বাংলাদেশে ব্যবসায়িক অংশীদার খান জামির আক্তার টুটুল সম্পর্কে তিনি বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে খান জামির আক্তারকে। কারণ তার দেশের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। যিনি ২০ বছর ধরে সিঙ্গাপুরে আছেন। তার কোনো দিন দেশে ফেরার কথা না। অন্য দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার কথা। কিন্তু তিনি দেশে ফিরেছেন মানুষের জন্য কাজ করার জন্য।’
খান জামির আক্তার টুটুল বলেন, ‘আমি সিঙ্গাপুরে থাকি ২০০০ সাল থেকে। আপনারা যারা সিঙ্গাপুরে গেছেন বেড়াতে বা চিকিৎসার কাজে তারা দেখেছেন। বাংলাদেশের মানুষ সেখানে শুধু ডে লেবারের (শ্রমিক) কাজ করেন। সেখানে তারা তিন মাস, ছয় মাস ও এক বছর মেয়াদি শর্ট কোর্স করে নিজেদের আরো ডেভলপ করতে পারেন। কিন্তু সেটি তারা জানেন না। কীভাবে নিজেদের ডেভলপ করা সম্ভব এ ব্যাপারে আমাদের গাইডলাইন একেবারে জিরো বলা চলে।’
তিনি আরও বলেন, ’সিঙ্গাপুরে মার্কেটে গেলে দেখবেন ওখানে দুবাই, চায়না ও বিশেষ করে ইন্ডিয়ার রাজত্ব প্রতিটি জায়গায়। আর আমাদের দেশের লোকজনকে দেখবেন শুধু শ্রমিকের কাজ করতে। এটি আসলেই খুবই লজ্জা ও অপমানজনক। আমরা চাই সিঙ্গাপুরে যারা ওয়ার্ক পারমিটে যায় তাদের আরও কীভাবে ডেভলপ করা যায়, তাদের স্কিলটা আরও কীভাবে বাড়ানো যায়। এ বিষয়ে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে।’
এসএ ভিসা সেন্ট্রাল সম্পর্কে তিনি বলেন, ‘আমরা কয়েক বছর ধরে এসএ ভিসা সেন্ট্রাল নিয়ে আলাপ আলোচনা করেছি। সবশেষ গত জানুয়ারিতে বাংলাদেশে কাজ শুরু করি। আমি দেশের জন্য কিছু করতে চাই। এই কারণে এসএ ভিসা সেন্ট্রালের কার্যক্রম এ দেশে শুরু করেছি। এ ব্যাপারে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার