দৌলতদিয়া যৌনপল্লিতে নীরব চাঁদাবাজি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে চলছে নীরব চাঁদাবাজি। চাহিদা মতো চাঁদা না দিলেই চলে মারধর। রাজীবুল ওরফে রাজীব বাহিনী এ চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন যৌনকর্মীরা। চাঁদা না দেওয়ায় রোববার তাদের হামলায় ৭ নারী আহত হন।
জানা গেছে, রাজীব স্থানীয় একজন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতার শ্যালক। এই রাজীব যৌনপল্লির প্রভাবশালী বাড়িওয়ালী নার্গিসের বাবু (স্বামীর মতো থাকা ব্যক্তি)। বছরখানেক আগে তিনি একটি বাহিনী গড়ে তোলেন। সব সময় লোকজন নিয়ে চলাচল করেন। প্রভাবশালী দুই ব্যক্তির দাপটে তিনি যৌনপল্লিতে রামরাজত্ব কায়েম করেছেন।
অঞ্জু নামে এক বাড়িওয়ালী রাজবাড়ী পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, রাজীব তার কাছে চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় রোববার তাকে মারধর করে রাজীব ও তার লোকজন। তাকে রক্ষা করতে গেলে আরও ৭ জন নারীকে তারা মারধর করেন। আহতরা হলেন- জেসমিন বাড়িওয়ালী, অঞ্জু বাড়িওয়ালী, শিল্পী, চম্পা, শিউলী, বিউটি ও সাথী।
আহত অঞ্জু বাড়িওয়ালী সকালের সময়’কে বলেন, রাজীব বছরখানেক ধরে তার কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। দুয়েকদিন পরপরই তাকে এক হাজার বা দুই হাজার টাকা চাঁদা দেওয়া হয়। রোববার তাকে ডেকে নিয়ে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন রাজীব। তিনি টাকা দেওয়ার জন্য দুইদিন সময় চান। কিন্তু সময় না দিয়ে তাকে মারপিট করতে থাকেন রাজীব। পরে তার সাঙ্গপাঙ্গরাও তাকে মারপিট করতে থাকেন। খবর পেয়ে অন্যরা তাকে উদ্ধার করতে যান। তখন রাজীব ও তার লোকজন সবাইকে বেধড়ক মারপিট করতে থাকেন। এক পর্যায়ে অনেক লোক জড়ো হলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে অন্য লোকজন তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা সেখানে চিকিৎসা নেন। পরে অঞ্জু গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পরে মঙ্গলবার তিনি রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। এএসপি (সার্কেল) অভিযোগটি গোয়ালন্দ ঘাট থানায় পাঠিয়ে দেন।
আহত জেসমিন বাড়িওয়ালী বলেন, চাঁদা দাবির বিষয়টি তিনি আগে জানতেন না। পরে তিনি অঞ্জুর কাছে শুনেছেন যে রাজীব তার কাছে নিয়মিত চাঁদা নিত। চাঁদা না দেওয়ায় মারধর করা হয়। এ হামলার শিকার হন তিনি নিজেও। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সন্ত্রাসীদের এখনই থামাতে হবে। নয়তো তারা এখানে থাকতে পারবেন না।
আহত লিপি জানান, তার কাছে কেউ চাঁদা দাবি করেননি। কিন্তু তার মতো অন্য আরেকজনের কাছে চাঁদা দাবি করা হয়েছে। ভবিষ্যতে তিনিও চাঁদাবাজির শিকার হবেন বলে আশঙ্কা রয়েছে। সাথী, শিল্পী ও বিউটি একই আশঙ্কার কথা জানান। তারা বলেন, তারা একটি বেষ্টনির মধ্যে রয়েছেন। কেউ তো স্বেচ্ছায় টাকা দিতে চান না। চাঁদা না দেওয়ায় মারধরের ঘটনা দুঃখজনক। তারা হামলার সঠিক বিচার চান। এ হামলার বিচার না হলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবেন বলে তারা মনে করেন।
অভিযোগের বিষয়ে জানার জন্য রাজীবের মোবাইল ফোনে কল করা হয়। তবে সেটি বন্ধ পাওয়া গেছে। ফোনকল গ্রহণ না করায় গোয়ালন্দ ঘাট থানার ওসির বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। পুলিশ সুপারের কার্যালয় হয়ে আসা একটি অভিযোগ তারা পেয়েছেন। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এর আগে রোববার গোয়ালন্দ ঘাট থানার ডিউটি অফিসার এআসআই আব্দুল আলীম সকালের সময়’কে বলেন, দৌলতদিয়া যৌনপল্লিতে মারামারি হয়েছে। উভয়পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। সেখানে অফিসার যাবেন। তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

খাগড়াছড়ি ও গুইমারা সংঘাত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলে আইসিইউ বন্ধ, পর্যাপ্ত ডাক্তারও নেই, রোগীরা আশানুরূপ সেবা পাচ্ছেননা

সিংড়ায় পূজা মন্ডপে বিএনপি নেতার অনুদান প্রদান

অভয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজসহ সার বিতরণ

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদারীপুরে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

রায়গঞ্জে ভিডব্লিউবি'র কর্মসূচি'র পচা ও নিম্ন মানের চাল বিতরণ

মিরসরাইয়ে এতিমের টাকা আত্মসাৎ এর অভিযোগ জহুরুল হক এর বিরুদ্ধে

চন্দনাইশে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক বিচারপতি মামুন

কালীগঞ্জে কৃষকদের মাঝে শাক সবজি বীজ ও সার বিতরণ

হাটহাজারী উপজেলা প্রশাসনের উপহার দৈনিক সকালের সময় প্রকাশিত সেই মানবিক এনাম

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা মা-মেয়ে নিহত স্বামীসহ আহত-৫
