খোলা আকাশের নীচে ঠাঁই, দগ্ধ প্রতিবন্ধীকেও হারিয়ে কান্নার শোর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জঙ্গল কোকদন্ডীর কাজীর পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হারিয়েছে ১০ পরিবারের বসতঘর,অগ্নিদগ্ধ প্রতিবন্ধী খালেদা বেগম (৩২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবরে নুরুল ইসলামের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনাটি মঙ্গলবার দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জঙ্গল কোকদন্ডীর কাজীর পাড়া এলাকায় ঘটেছে।অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ এলাকাটি পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী,বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী,কালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ তৌহিদুল হক প্রমূখ।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ১০ পরিবারকে খাদ্য সামগ্রী(ত্রাণ) প্রদান করা হয়।
স্থানীয়রা দাবি,ঘটনাস্থলে যাওয়ার প্রবেশ সড়কটির দুপাশে রামদাশ মুন্সির হাট ব্যবসায়ীদের মালামাল রেখে দখল করে রাখার কারণে ফায়ার সার্ভিসের গাড়ী যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে, তাই অবৈধ দখল উচ্ছেদ করে প্রবেশ পথটি প্রশস্ত করার জন্যে প্রশাসনের কাছে জোর দাবি জানান স্থানীয়রা।
ক্ষতিগ্রস্তরা হলেন,মৃত্যু আব্দুস সবুরের ছেলে মোঃ করিম,মৃত্যু নুর আহমেদের ছেলে মোঃ ইসমাইল, মৃত্যু ফোরক আহমেদের ছেলে শামশু মিয়া ও এন্তু মিয়া, মৃত্যু মোক্তার আহমদের ছেলে মোঃ ইলিয়াস,রশিদ আহমদের ছেলে মোঃ মামুন ও মোহাম্মদ হাসান,কায়ছার আহমদের ছেলে মোঃ শাকিল,মৃত্যু রশিদ আহমদের স্ত্রী আনোয়ারা বেগম এবং এন্তু মিয়ার ছেলে মোঃ নুরুল ইসলাম।
ক্ষতিগ্রস্ত পারিবারিক সুত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ বসতঘরের সমস্ত মালামালসহ পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে,এতে অন্তত ৪৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে,খালেদা বেগম নামের এক প্রতিবন্ধী গুরুতর আহত হয়েছে বলেও জানান তারা।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর টিম লিডার আবুল বশর বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে চেষ্টা করি,কিন্তু রামদাস মুন্সির হাট থেকে ঘটনাস্থলে প্রবেশ পথটি ব্যবসায়ীরা দোকানের মালামাল নিয়ে দখল করে রাখার কারণে ফায়ার সার্ভিস গাড়ী নিয়ে প্রবেশ করতে পারিনি, পরে ভ্যান গাড়ী ও কাঁধে করে আমাদের মালামাল নিয়ে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য,অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বরণ করা প্রতিবন্ধী খালেদা বেগম(৩২)'র নামাজে জানাজা বুধবার সকাল ৯ টায় কোকদন্ডী আহমদিয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়,জানাজা শেষে তাঁর মৃত্যুদেহ মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ
Link Copied