ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বাংলাদেশে আয়োজন করা হবে কনটেন্ট মেলা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৩-৩-২০২৩ দুপুর ১:৫৫

আগামী ২ বছরে অন্তত ২ বার টেলিভিশন চ্যানেল, বিজ্ঞাপনদাতা. বিজ্ঞাপনী সংস্থাসমূহ এবং অ্যাটকোর সহযোগিতা নিয়ে বাংলাদেশে আয়োজন করা হবে কনটেন্ট মেলা। ব্যবসা প্রসারের জন্য পৃথিবীর অন্যান্য দেশ যেমন কনটেন্ট মেলার আয়োজন করে। বলেছেন- বাংলাদেশের সকল বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন (ইমা’র) নতুন নির্বাচিত সভাপতি আনিসুর রহমান তারেক।  ইমার নির্বাচন অনুষ্টিত হয় ২১ মার্চ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে। ২১ সদস্যের এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা কারবে । ১২ টি পদের মধ্যে ৩ টি পদে একাধিক প্রাথী ছিল, অন্য ৯ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে এনটিভি’র অঞ্জন কুমার কুন্ডুকে পরাজিত করে জয় লাভ করেন দেশ টিভির প্রধান বিপণন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান তারেক জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মোহনা টেলিভিশনের প্রধান বিপণন কর্মকর্তা তছলিম চৌধুরী। 
ইমা’র নির্বাচিত সভাপতি দৈনিক সকালের সময়কে বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রশিক্ষণ ও শিক্ষা সম্পর্কে ইমার সদস্যদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর অধীনে ২ মাসের একটি সার্টিফিকেট কোর্সের ব্যবস্থা করা হবে। সার্টিফিকেটটি হবে আর্ন্তজাতিকভাবে স্বীকৃত। প্রতি দুই মাসে একটি করে ডিজিটাল মার্কেটিং এবং টিআরপি বিষয়ক বিশেষ কর্মশালার ব্যবস্থা করা হবে। যাতে ইমা’র সদস্যরা অন্য কারো শরণাপন্ন না হয়ে নিজের কাজ সম্পন্ন করতে পারে। সংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম সস্পর্কে বলেন- ২ বছরে অন্তত একবার দেশের বাইারে এবং একবার দেশের মধ্যে আনন্দ ভ্রমনের আয়োজন করা। যাতে ইমার পারস্পারিক বন্ধনে আর সৃদৃঢ় হয়। ইমার সদস্যদের জন্য নামমাত্র মূল্যে স্বাস্থ্য বীমা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের সাথে কর্পোরেট চুক্তির পরিধি আরো বাড়ানো হবে। ঢাকার পাশে ২০২৪ সালের মধ্যে জমির বন্দোবস্ত করার প্রতিশ্রিুত বাস্তবায়ন করা হবে।  গবেষণা ও উন্নায়ন সম্পর্কে বলেন, দেশীয় চ্যানেলে বিজ্ঞাপনের দূরবস্থার মধ্যে, আগামী এক বছরেরর মধ্যে দেশী বিদেশী (তৃতীয় পক্ষ) কোন গবেষণা প্রতিষ্ঠানকে দিয়ে টেলিভিশন দর্শকদের পূর্ণাঙ্গ চিত্র তুলে আনার চেষ্টা করবো। যাতে করে টেলিভিশনের উন্নায়ন সাধন সম্ভব হয় এবং মালিক পক্ষ ও বিজ্ঞাপনদাতা সংস্থা বর্তমান অবস্থা সম্পর্কে পূণাঙ্গ ধারনা পায়। সেইসাথে আগামী ২ বছর অন্তত ২ বার টেলিভিশন চ্যানেল, বিজ্ঞাপনদাতা সংস্থাসমূহ এবং অ্যাটকো -কে নিয়ে কনটেন্ট মেলার আয়োজন করা হবে, যেমনটা অন্যান্য দেশে ব্যবসায়িক প্রসারের জন্য করা হয়। 
সরকারি সবিধাদি ও অন্যান্য বিষয়ে বলেন, গুলশান ২ ডিসিসি মার্কেটের প্রস্তাবিত নতুন বিল্ডিং-এ একটি ৪ হাজার বর্গফুটের জায়গা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এর কাছ থেকে মৌখিক বরাদ্দ পেয়েছি, যার কার্যক্রম চলমান। তাছাড়াও সরকারিভাবে সাংবাদিকরা যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকে, তা ইমা’র সকল সদস্যদের ক্ষেত্রে বাস্তবায়নে আমি গত ২ বছর সচেষ্ট ছিলাম। আশাকরি আগামী ১ বছরের মধ্যে সেই সকল সুযোগ-সুবিধা বাস্তবে রূপ নিবে। এছাড়াও ইমা’র একটি কার্যকর ওয়েবসাইট ৩ মাস যাবত নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে যা আমামী ৩ থেকে ৪ মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। যেখানে সকল টেলিভিশন চ্যনেলের বিজ্ঞাপনের মূল্য তালিকা, অনুষ্ঠনসূচী, ইমা সদস্যদের পরিচিতি, মোবাইল নাম্বার, ইমেইল আইডিসহ নানা তথ্য থাকবে। পাশাপাশি সকল চ্যানেলের জন্মতারিখসহ নানা তথ্য থাকবে, যেখান থেকে সকল সদস্য যে কোন চ্যনেলের প্রয়োজনীয় তথ্য সহজেই পাবে। 
ইমার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন সাবাব কারিম। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে  হেড অব মার্কেটিং পদে কর্মরত আছেন। এছাড়া আরো নির্বাচন কমিশনার পদে ছিলেন মোঃ কামরুজ্জামান (একাত্তর টিভি), অসিম কুমার দাস (এনটিভি), মিনহাজ উদ্দিন (দুরন্ত টিভি) এবং ফয়সাল মোহাম্মদ উল্লাহ । এ কমিটি আগামী দুই বছর সংগঠন পরিচালনা করবে। এবারের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে মোহনা টেলিভিশনের মোঃ ইলিয়াস হোসেন এবং একাত্তর টিভির আহমেদ মোহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে এস এ টিভির জহিরুল ইসলাম, আনন্দ টিভির এস বি বুলবুল এবং গানবাংলা টিভির সৈয়দ নাবিল আশরাফ বিপুল ভোটে জয় লাভ করেন। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক হিসেবে একুশে টেলিভিশনের মোঃ ফেরদৌস নাঈম পরাগ বিপুল ভোটে জয় লাভ করেন । 
এছাড়াও যেসব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন অর্থ সম্পাদক পদে এটিএন বাংলার মোঃ আব্দুল মালেক, প্রচার ও প্রকাশনা  সম্পাদক হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সরকার হানিফ রাফি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাদিয়া ডোরা মহিলা বিষয়ক সম্পাদক, গ্রীন টিভির দীন ইসলাম তপু ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের লেমন আওয়াল এবং দফতর সম্পাদক হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইমার কার্যকারী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গ্রীন টিভির রাকিবুল হাসান, মাছরাঙ্গা টিভির মোহাম্মদ আবদুস সামাদ সোহাগ, নেক্সাস টিভির মোঃ মতিয়ার রহমান, গাজী টিভির মোঃ আমিনুর রহমান লিটন, এন টিভির মোঃ মহিউদ্দিন সিকদার টিটু, একাত্তর টিভির মোঃ সোহাগ হোসেন এবং দুরন্ত টিভির আশিকুর রহমান অভি।

এমএসএম / এমএসএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর চাঁদাবাজি চক্রের তিন সহযোগী গ্রেফতার

২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে কবিতা পাঠ ও আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান

বিজিএমইএর নির্বাচনে ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান

মোহাম্মদপুর ৩ রাস্তায় অটোরিকশা চালকরা

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় দুই কলেজের সংঘর্ষে ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে

দুই ঘণ্টায়ও থামেনি শিক্ষার্থীদের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টাধাওয়া

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

উত্তরা ১১ সেক্টর বাইতুন নূর মসজিদ নির্বাচনে সভাপতি ড. ফাজলী এলাহী সম্পাদক আরব আলী

উত্তরার মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলা

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

মহাখালীতে ট্রেনে পাথর ছুড়ে যাত্রী আহতের ঘটনায় রেলওয়ে পোষ্য সোসাইটির তীব্র নিন্দা

আনিসুর রহমান সোহাগের বিরুদ্ধে দুদকে অভিযোগ

সড়ক ছাড়লেন সাদপন্থিরা