প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থী: গ্রেফতার ৩

মানিকগঞ্জের শিবালয়ে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন বখাটেকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। ওই শিক্ষার্থীকে ধষর্ণের ঘটনায় বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীর চাচা বাদী হয়ে ওই তিন জনকে আসামি করে থানায় মামলা করলে পুলিশ বিকেলে তাদেরকে গ্রেফতার করে।
শুক্রবার (২৪ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোর্পদ করেছে পুলিশ। আসামীরা হলেন, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জামাল বাদশা (১৮), রাসেল (২২) ও অভি শেখ (১৬)। তাদের মধ্যে জামাল বাদশা বরংগাইল কলেজে এবং অভি দশম শ্রেণিতে পড়ে এবং রাসেল নৌকাচালকের কাজ করে।
জানা গেছে, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী (১৬) ভিকটিম বিদ্যালয়ে যাওয়া-আসার পথে জামাল বাদশা তাকে প্রেম নিবেদন করে আসছিলেন। বুধবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই ছাত্রীকে ফুঁসলে তেওতা জমিদার বাড়ির একটি ভবনের ছাদে নিয়ে যায় জামাল এবং তার সহযোগী রাসেল। এর পর মেয়েটিকে ছুরিকাঘাত করার ভয় দেখিয়ে জামাল মেয়েটিকে ধর্ষণ করে। সে সময় রাসেল ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে পাহারা দেয়। পরে জামাল ও রাসেল সেখান থেকে চলে যায়।
এর পর বিকালে ওই ছাত্রী আরিচা বন্দর এলাকায় বারুণী স্নান উপলক্ষে আয়োজিত মেলায় যায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব পরিচিত অভি শেখের সঙ্গে মেয়েটি দেখা হলে তাকে কোমল পানীয় পান করানো হয়। কৌশলে ওই ছাত্রীকে নিয়ে অভি শেখ নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভিকটিম অচেতন হয়ে পড়লে অভি সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মেয়েটির চাচা বাদী হয়ে ওই তিন জনকে আসামি করে থানায় মামলা করেন। তাদের মধ্যে জামালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, রাসেলের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা এবং অভির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম বলেন, এ ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া জেলা সদর হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শুক্রবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম

সুবর্ণচরে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত

তানোরে সড়ক ও জনপথের কাজে নজিরবিহীন অনিয়ম?

মাগুরায় রেলওয়ে প্রকল্পে পরিদর্শন করলেন প্রেস সচিব শফিকুল আলম

নেত্রকোণায় মহাকবি সৈয়দ আলাওলের জীবন ও সাহিত্য কর্মের উপর মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত।

জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হত্যাকান্ডের শিকার হওয়া নুরুল কবির বাঁচার জন্য আশংকা প্রকাশ করে থানায় অভিযোগও করেছিল

বালু খেকোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবে নাঃ ইউএনও তরিকুল ইসলাম

বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান
Link Copied