ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

সরকারকে রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে কটোর ব্যবস্থা নিতে হবে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৪-৩-২০২৩ দুপুর ৪:৩৭

রমজান মাস শুরু হলেও খুচরা ও পাইকারী বাজারে নিয়ন্ত্রনে কোনো কার্যকর ভূমিকা নেই মাঠ প্রশাসনের। দীর্ঘ সময় ধরে দ্রব্য মূল্যের উর্ধগতিতে নাজেহাল সাধারন মানুষ। মিডিয়া এজেন্সির মাধ্যমে সাধারন মানুষ দ্রব্য মূল্যের দাম কমার সংবাদ বার বার পেলেও মাঠ পর্যায়ে তার কার্যকারিতা শূন্য। সরকার নানান ব্যবস্থা এবং নির্দেশনা দিলেও তা কার্যকর করতে পারছে না মাঠ প্রশাসণ। যার কারনে ভুক্তোভূগি সাধারন মানুষ। সাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হলে সরকারকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে মাঠ পর্যায়ে গভীরভাবে তদারকি করতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান মানুষের বেঁচে থাকার স্বার্থে কয়েকটি মেীলিক উপকরন। তার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মূল্য এখন আকাশচুম্বি। তার সাথে রমজান মাস স্বস্তির মাস হলেও স্বস্তিতে নেই সাধারন মানুষ। খাদ্য দ্রব্যের মূল্য নিম্নগতি না হলে সরকারের উপর থেকে জনগন আস্থা হারাবে। রমজান মাস শুরু হলেও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির শিকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। শ্রমিক, ক্ষেতমজুর, কৃষক, পেশাজীবী, কারিগর, নির্দিষ্ট আয়ের কর্মচারীরা প্রতিনিয়ত জীবন চালাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সাথে রমজান মাসের শুরুর পূর্বেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রয়োজনীয় জিনিসগুলোর দাম অনেকটা বাড়িয়েছেন। যার কারনে হিমশিম খাচ্ছেন সাধারন মানুষ। সরকারকে বিশেষ করে খাদ্য সেক্টরে নজর দিতে হবে। বর্তমান বাজার দরের উর্ধগতিতে মেীলিক উপকরনগুলো এখন গলার কাটার মত হয়ে পড়ছে। কারণ বাজার দর বৃদ্ধি পেলেও সাধারন মানুষের বেতন বৃদ্ধি পায়নি। সরকারকে মানুষের জন্য এ মেীলিক উপকরণগুলো মাথাপছিু আয়ের মধ্য থেকে নিয়ন্ত্রন করতে হবে। নিশ্চিত করতে হবে সবার খাদ্য নিরাপত্তা। রমজান মাসে সরকারকে কঠোর অবস্থান অবলম্বন করতে হবে। অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে হবে। রমজানের পূর্বেই মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। মানুষের আয় যতটা বাড়ে সেই তুলনায় যদি জিনিসপত্রের দাম বেশি বৃদ্ধি পায় তাহলেই তার ক্রয়ক্ষমতা কমে যায়। ক্রয়ক্ষমতাই হলো মানষের প্রকৃত আয়। প্রকৃত আয় বৃদ্ধি না পেয়ে যদি একই জায়গায় স্থির থাকে তাহলেই শুরু হয় সমস্যা। জনগনের আয়ের পরিমাণ ও বাজার দর’র মধ্যে যথাযথ সামঞ্জস্যতা নির্ধারন করে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি পাঁচগুণ বাড়ে তাতে মানুষের কোনো যন্ত্রণাই থাকবে না যদি তাদের সবার আয় পাঁচগুণের বেশি বৃদ্ধি পায়।

 

এমএসএম / এমএসএম

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি

টেকসই উন্নয়নে প্রাথমিক শিক্ষা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও বাস্তবতা

গাজায় যুদ্ধের নৃশংসতা ও আন্তর্জাতিক বিচার আদালত

বন্ধ হোক অপসাংবাদিকতা

বিভাজনের রাজনীতি দেশের জন্য হুমকি হতে পারে

প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের সৌদি আরব

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বাংলাদেশ ভাবনা

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রয়োজন পর্যটন গন্তব্যগুলোর সামগ্রিক উন্নয়ন এবং শক্তিশালী ব্র্যান্ডিং

গণতান্ত্রিক অধিকার ও নতুন নেতৃত্বের অন্বেষণ

দুঃখই সবচেয়ে আপন

জাতিগত নিধন বন্ধে জাতিসংঘের ব্যর্থতা

গণতান্ত্রিক হতে হলে মৌলিক অধিকার সমুন্নত রাখতে হয়