সরকারকে রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে কটোর ব্যবস্থা নিতে হবে
রমজান মাস শুরু হলেও খুচরা ও পাইকারী বাজারে নিয়ন্ত্রনে কোনো কার্যকর ভূমিকা নেই মাঠ প্রশাসনের। দীর্ঘ সময় ধরে দ্রব্য মূল্যের উর্ধগতিতে নাজেহাল সাধারন মানুষ। মিডিয়া এজেন্সির মাধ্যমে সাধারন মানুষ দ্রব্য মূল্যের দাম কমার সংবাদ বার বার পেলেও মাঠ পর্যায়ে তার কার্যকারিতা শূন্য। সরকার নানান ব্যবস্থা এবং নির্দেশনা দিলেও তা কার্যকর করতে পারছে না মাঠ প্রশাসণ। যার কারনে ভুক্তোভূগি সাধারন মানুষ। সাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হলে সরকারকে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে মাঠ পর্যায়ে গভীরভাবে তদারকি করতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান মানুষের বেঁচে থাকার স্বার্থে কয়েকটি মেীলিক উপকরন। তার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মূল্য এখন আকাশচুম্বি। তার সাথে রমজান মাস স্বস্তির মাস হলেও স্বস্তিতে নেই সাধারন মানুষ। খাদ্য দ্রব্যের মূল্য নিম্নগতি না হলে সরকারের উপর থেকে জনগন আস্থা হারাবে। রমজান মাস শুরু হলেও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির শিকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। শ্রমিক, ক্ষেতমজুর, কৃষক, পেশাজীবী, কারিগর, নির্দিষ্ট আয়ের কর্মচারীরা প্রতিনিয়ত জীবন চালাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সাথে রমজান মাসের শুরুর পূর্বেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রয়োজনীয় জিনিসগুলোর দাম অনেকটা বাড়িয়েছেন। যার কারনে হিমশিম খাচ্ছেন সাধারন মানুষ। সরকারকে বিশেষ করে খাদ্য সেক্টরে নজর দিতে হবে। বর্তমান বাজার দরের উর্ধগতিতে মেীলিক উপকরনগুলো এখন গলার কাটার মত হয়ে পড়ছে। কারণ বাজার দর বৃদ্ধি পেলেও সাধারন মানুষের বেতন বৃদ্ধি পায়নি। সরকারকে মানুষের জন্য এ মেীলিক উপকরণগুলো মাথাপছিু আয়ের মধ্য থেকে নিয়ন্ত্রন করতে হবে। নিশ্চিত করতে হবে সবার খাদ্য নিরাপত্তা। রমজান মাসে সরকারকে কঠোর অবস্থান অবলম্বন করতে হবে। অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে হবে। রমজানের পূর্বেই মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। মানুষের আয় যতটা বাড়ে সেই তুলনায় যদি জিনিসপত্রের দাম বেশি বৃদ্ধি পায় তাহলেই তার ক্রয়ক্ষমতা কমে যায়। ক্রয়ক্ষমতাই হলো মানষের প্রকৃত আয়। প্রকৃত আয় বৃদ্ধি না পেয়ে যদি একই জায়গায় স্থির থাকে তাহলেই শুরু হয় সমস্যা। জনগনের আয়ের পরিমাণ ও বাজার দর’র মধ্যে যথাযথ সামঞ্জস্যতা নির্ধারন করে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি পাঁচগুণ বাড়ে তাতে মানুষের কোনো যন্ত্রণাই থাকবে না যদি তাদের সবার আয় পাঁচগুণের বেশি বৃদ্ধি পায়।
এমএসএম / এমএসএম
জ্বালানি ব্যবস্থায় আমদানিনির্ভরতা কমাতে করণীয়
ইউরোপ আমেরিকার সম্পর্কের টানাপোড়েন
জুলাই সনদ, গণভোট ও নির্বাচন
বিমানবন্দরে দর্শনার্থীদের বিশ্রামাগার জরুরি
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার বিকল্প নেই
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক তারেক রহমান
তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতা
গণতন্ত্র, সুশাসন এবং জনগণ
বৈষম্য ও দারিদ্র্য কমাতে সমাজ ও রাষ্ট্রের দায়
গ্রামীণ ঐতিহ্য ও শীত কালীন রসদ সুমিষ্ঠ খেজুর রস
প্রতিশোধের রাজনীতি জাতির জন্য এক অভিশাপ
জলবায়ু সম্মেলন ও বিশ্বের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী