উলিপুরে রমজানে সবজিতে নেই স্বস্তি : বিপাকে নিম্ন আয়ের মানুষ
কুড়িগ্রামের উলিপুরে রমজানকে ঘিরে সবজির বাজার ঊর্ধ্বগামী। স্বস্তিতে নেই নিম্ন আয়ের মানুষ। পটল, শশা, করলা ও মরিচের দাম বেশি বৃদ্ধি পেয়েছে। তবে স্থানীয় ভাবে যে সব সবজি বাজারে আসে তাতে চাহিদা পুরন না হওয়ায় বিভিন্ন এলাকা থেকে চরাদামে নিয়ে এসে তা আবার চরাদামে বিক্রি করতে হয় বলে ব্যাবসায়ীরা দাবী করেন।
সরেজমিন উপজেলার ১৩ টি ইউনিয়নের প্রাণকেন্দ্র উলিপুর পৌরসভাধীন সবজির বাজারে গিয়ে দেখা যায়, পাইকেরিতে সবজি চরা দামে বিক্রি হচ্ছে। সকল প্রকার সবজি বেশি দামে বিক্রি করতে দেখা যায়। গ্রামীণ বাজার গুলোতে খুচরা বিক্রতারা উপায় না পেয়ে চাহিদার থেকে কম সবজি ক্রয় করছেন। তারা জানান চরা দামে সবজি ক্রয় করে তা আবার চরা দামে বিক্রয় করতে হবে। তাতে ক্রয় করা সকল সবজি বিক্রি করতে পারবেননা। অনেক ক্ষতিতে পড়ে যাবেন। পাইকেরি বিক্রেতারা বলেন সবজির মোকামে চাহিদার তুলনায় কম সবজি পাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে খুচরা বিক্রেতারা ও সাধারণ মানুষ জানান রমজানকে কাজে লাগিয়ে দাম বৃদ্ধি পেয়েছে।
উক্ত সবজি বাজারে পাইকেরিতে ও খুচরায় কেজি প্রতি সবজি বিক্রি হচ্ছে আলু ১৫ টাকা খুচরায় ২০ টাকা, পিয়াজ ২৫ টাকা খুচরায় ৩০ টাকা, রশুন ৮০ টাকা খুচরায় ১'শ টাকা, শশা ৩০ টাকা খুচরায় ৩৫ টাকা, সজনা ডাটা ৮৫ টাকা খুচরায় ১'শ টাকা, মরিচ ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, শুকনো মরিচ ৪'শ ২০ টাকা খুচরায় ৪'শ ৫০ টাকা, বেগুন ২০ টাকা খুচরায় ২৫ টাকা, করলা ৮০ টাকা খুচরায় ১'শ টাকা, সিম ৪০ টাকা খুচরায় ৫০ টাকা, টমেটো ২২ টাকা খুচরায় ৩০ টাকা, ধনেপাতা ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা খুচরায় ২৫ টাকা, আদা ১'শ ৩০ টাকা খুচরায় ১'শ ৫০ টাকা, লেবু শ' প্রতি ৪'শ টাকা খুচরায় শ' প্রতি ৫'শ টাকা, বরবটি ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, ঢেড়স ৮০ টাকা খুচরায় ৯০ টাকা, পেঁপে ৩০ টাকা খুচরায় ৪০ টাকা, পটল ৭০ টাকা খুচরায় ৮০ টাকা, মিষ্টি আলু ৩০ টাকা খুচরায় ৪০ টাকা এছাড়াও ডিম প্রতি হালি ৪৩ টাকা খুচরায় ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার বজরা ইউনিয়ন থেকে পাইকেরিতে সবজি ক্রয় করতে আসা মনজু মিয়া (খুচরায় বিক্রেতা) বলেন, আজ মাহে রমজানের ১ম দিন। বাজারে এসে দেখি সকল সবজির বাজার দর বৃদ্ধি পেয়েছে। অন্য দিনের তুলনায় আজ দাম বেশি। বিশেষ করে পটল, করলা, শশা ও মরিচ সহ অন্যান্য সবজির দাম বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন আমরা গ্রামীণ বাজার গুলোতে খুচরায় সবজি বিক্রি করতে হিমশিম খাই। এজন্য অল্প করে সবজি কিনতে হয়। দাম বৃদ্ধি পেলে ক্রেতারা বেশি ক্রয় করতে চাননা বলে জানান তিনি।
এছাড়া উপজেলার শিববারি থেকে খুচরায় সবজি ক্রয় করতে আসা হালিমা বেগম (৬৫) জানান, হামরা গরিব মানুষ রমজান মাস যে ভাবে সবজির দাম বৃদ্ধি পেয়েছে কিভাবে সবজি কিনে খামো। মনের আক্ষেপে সবজির দাম কষাকষি করে ছেরে চলে যান। তিনি আরও বলেন আমি টাকা আয় করতে পারিনা কাজও করতে পারিনা আমার মত নিম্ন আয়ের মানুষ গুলাক না খেয়ে রোজা করান লাগবে।
উক্ত পৌরসভাধীন সবজির আড়দের মালিক গোলজার হোসেন কে সবজির দাম বৃদ্ধির ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মোকামে সবজির সংকট দেখা দিলে দাম বৃদ্ধি পেয়ে থাকে। স্থানীয় ভাবে যে সব সবজি বাজারে আসে তাতে চাহিদা পুরন করা সম্ভব হয় না। রমজান উপলক্ষে সবজির দাম বৃদ্ধি হওয়ার কথা বললে তিনি জানান দুইটার সমন্বয়েই দাম বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা
নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত
কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা
নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের
লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র্যালী
মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক
দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান
এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ
ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার
বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু