পাহাড়ী আনারসের কদর দেশজুড়ে

কাপ্তাই উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে গেলেই চোখে পড়বে নারী-পুরুষ সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা পাহাড়ী আনারসের পসরা সাজিয়ে রেখেছেন বিক্রয়ের জন্য। যেখানে পর্যটকদের পদচারণায় যখন মুখরিত হয়ে উঠে, তখন আনারস বিক্রির ধুম পড়ে যায়। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা প্রায়সময় পাহাড়ী এসব আনারসের স্বাদ গ্রহন করতে বেশি আগ্রহ প্রকাশ করে থাকেন।
কাপ্তাইয়ের বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রের সামনে গেলে দেখা যায়, ব্যাপারিরা সারি সারি আনারস বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন। যেখানে পর্যটকরা আনারসের দরদাম এবং ক্রয় করতে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘবছর ধরে কাপ্তাইয়ে আনারস সহ বিভিন্ন মৌসুমী ফল বিক্রয় করে সংসার চালান শান্তি চাকমা। তিনি জানান, প্রতিবছরই পাহাড়ে প্রচুর পরিমাণ আনারস উৎপন্ন হয়ে থাকে। কিন্তু পাহাড়ের বসবাসকারীরা এসব আনারস খুব বেশি খায় না। তবে পর্যটকদের এই আনারস এর প্রতি অনেক আগ্রহ রয়েছে। যার ফলে প্রতি সাপ্তাহিক ছুটির দিনে বিক্রির জন্য আনারস সহ বিভিন্ন মৌসুমী ফল পর্যটন কেন্দ্রে নিয়ে আসি। এবং এতে ভালো আয় হয় আমাদের। মোঃ সুমন মিয়া নামে একজন আনারস বিক্রেতা বলেন, আনারস বিক্রি করে প্রায় দৈনিক ভালো আয় হয়ে থাকে। এই টাকায় সংসার এবং ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালায়।
এছাড়া রাণী তনচংগা, দীপন চাকমা সহ বেশ কয়েকজন ক্ষুদ্র আনারস ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, পূর্বে অনান্য কাজ করে সংসার চালাতে খুব কস্ট হতো। যার ফলে বর্তমানে সব কাজ বাদ দিয়ে এখন প্রতিনিয়ত আনারস সহ বিভিন্ন মৌসুমী ফল বিক্রি করি। এতে আমাদের অনেক ভালো আয় হয়। বিশেষ করে ছুটির দিনে পর্যটকদের আগমন যত বেশি হয় আমাদের বেচাবিক্রি ও আয় বেশি হয়ে থাকে।
এদিকে সুদুর চট্টগ্রাম থেকে কাপ্তাইয়ে ভ্রমনে এসেছেন জেরিন, সুমি সহ বেশ কয়েকজন পর্যটক। তারাও বেশ কয়েক জোড়া আনারস ক্রয় করতে দেখা গেছে। তারাও বলেন, ঢাকাতে সচরাচর এরকম আনারস পাওয়া যায় না। দেখতে বেশ তরতাজা। আর দামও খুব বেশি নয়। খেতেও যথেষ্ট স্বাদ রয়েছে। তাই আমরা কাপ্তাই থেকে এসব আনারস ক্রয় করে নিয়ে যাচ্ছি।
৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, পাহাড়ে আনারসের পাশাপাশি বিপুল পরিমাণ আম, জাম, কলা, কাঁঠাল, জাম্বুরা, পেঁপে, পেয়ারা, বরই সহ বিভিন্ন মৌসুমী ফল ভালো উৎপন্ন হয়ে থাকে। এবং দুর্গম পাহাড়ের উৎপাদিত অনেক ফল কাপ্তাই হ্রদ দিয়ে বাজারে নিয়ে আসা হয়। আর এসব ফলের বেশিরভাগ ক্রেতা থাকেন পর্যটকরা। তবে অনেক ব্যবসায়ী ট্রাক ভর্তি করে এসব মৌসুমী ফল কিনে শহরে নিয়ে যান। এতে এখানকার ফল চাষী এবং ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারেন বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির
Link Copied