২৫ শে মার্চ গজারিয়ায় গনহত্যা দিবস পালন
২৫ শে মার্চ ২০২৩ রোজ শনিবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রঙ্গণে বিকাল ৩ টায় গজারিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে এবং গজারিয়া ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোসাইরচর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি জি এম রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ এর মাননীয় সংসদ সদস্য-১৭৩, মুন্সীগঞ্জ -৩ আসন অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান নেকী, গজারিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার, আট ইউনিয়ন এর চেয়ারম্যান গণ, গজারিয়া থানা ওসি তদন্ত মোকতার হোসেন, উপজেলা বিভিন্ন দপ্তর এর প্রধান গণ, শহীদ পরিবারের পরিবারগণ। সভা শেষে গোসাইরচর বধ্যভূমিতে ২৫ শে মার্চ নিহত শহীদদের স্বরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দোয়া করেন।
এমএসএম / এমএসএম