ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, শেখ হাসিনা মানেই উন্নয়নঃ এমপি বাবু


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৭-৩-২০২৩ দুপুর ৩:৩৪

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহানায়ক’ এ কথা উল্লেখ করে বলেন,বঙ্গবন্ধুর জীবন মানেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশের স্বাধীনতা। আর শেখ হাসিনা মানেই  বাংলাদেশের উন্নয়ন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। তাই এই উন্নয়নের গতিকে আরো বেগবান ও গতিময় করতে হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কয়রা উপজেলা পরিষদ চত্বরে বেলা ১২ টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন। এমপি বাবু আরও বলেন,বীর মুক্তিযোদ্ধাগণ স্বাধীন বাংলাদেশের সুর্যসন্তান। স্বাধীনতার পক্ষে কথা বলাই হবে মুক্তিযোদ্ধাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য আওয়ামী লীগ সরকার যা করেছে তার আর কোন সরকার করেনি।স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিরোধ করেই এগিয়ে যাবে বাংলাদেশ। সে জন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম), ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা,  মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব এ্যাড. কেরামত আলী,উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম,ডাঃ সুজিত কুমার বৈদ্য,বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান সানা, সরদার মাহববুর রহমান।কয়রায় যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কয়রা পালিত হয়েছে  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের  পুষ্পস্তবকঅর্পণ,কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অপর দিকে  রবিবার (২৬ মার্চ) সকালে কয়রা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলার আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সারাধান সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলন৷

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু