ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৭-৭-২০২১ দুপুর ২:৫০

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ২২২ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা পরীক্ষা বিবেচনায় হার ৩৫ দশমিক ০৬ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪২০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ১৫৩ জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১ হাজার ১৮৩ জন।

এখন পর্যন্ত জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৮০৮ জনের। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ২১ হাজার ৩৩৫ জনের। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২০২ জন। এদের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ। অন্যদিকে বেসরকারি হাসপাতালে ৪৩ জনের মধ্যে ৩ জন পজিটিভ। আইসিসিউতে ৭ জন ভর্তি রয়েছেন আর বাকিরা নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫২২ দাঁড়াল জনে। ২৪ ঘণ্টায় জেলায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৮৪ জন।

এদিকে, লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। আইনশৃখংলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও জেলা শহরের প্রত্যেকটি সড়কে রয়েছে মানুষের চলাচল। হাট-বাজারগুলোতেও রয়েছে জনসমাগম। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সড়কে জরুরি পণ্যবাহী পরিবহনের পাশাপাশি বেড়েছে ছোট ছোট যান চলাচল। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। গত এক দিনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ৫০টি মামলার বিপরীতে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 
অন্যদিকে, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে যাদের বয়স ৫০-এর বেশি তাদের মৃত্যুর হার বেশি। সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে কন্টামিনেশন সমস্যা হওয়ার কারণে পিসিআর ল্যাবে এখন আর পরীক্ষা করা যাচ্ছে না। তবে র‌্যাপিড অ্যান্টিজিন পরীক্ষা চালু আছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত।

তিনি বলেন, আগামী শনিবার থেকে সাতক্ষীরা মেডিকেলে আবার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এ সময়ে যশোর অথবা ঢাকার পিসিআর ল্যাবে নমুনা পাঠিয়ে করোনা পরীক্ষা করা হবে।

এমএসএম / জামান

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ বাড়ি থেকে গৃহবধুর গলা কাটা মরদেহ উদ্ধার