ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

কাপ্তাইয়ে স্থাপন করা হচ্ছে ৭.৬ মেগাওয়াট এর সোলার বিদ্যুৎকেন্দ্র


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৩১-৩-২০২৩ দুপুর ১:৪৩
রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। যার উৎপাদন ক্ষমতা ২শত ৪২ মেগাওয়াট। ৮শত ৫০ একর জায়গা জুড়ে স্থাপিত এই কেন্দ্রে পানি বিদ্যুৎ ছাড়াও ২০১৯ সালে থেকে সোলার প্লান্ট এর মাধ্যমে উৎপাদন হচ্ছে ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ। বর্তমানে এর সাথে ৭.৬ মেগাওয়াট এর আরো একটি সোলার প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে কতৃপক্ষ। নবায়ন যোগ্য জ্বালানী বাড়ানোর আওতায় এই ৭.৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্লান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে এর নির্মাণ শুরু হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উন্নয়ন কতৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে উৎপাদনে যাবে প্লান্টটি।
 
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্টরা জানিয়েছে, এই প্লান্টের প্রতি কিলোওয়াটে উৎপাদন ব্যয় ধরা হয়েছে ৬ থেকে ৭ টাকা। যেখানে ৫শত ৫০ ওয়াট করে ১৪ হাজার নতুন প্যানেল স্থাপন করা হবে। এছাড়া বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তারা জানান। 
 
এবিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সোলার প্লান্ট এর সহকারি প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানান,  এই নতুন সোলার প্লান্টটি যেখানে স্থাপন হচ্ছে সেই জায়গাটি বিগত ৫০ থেকে ৫৫ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিলো। 
সেই জায়গাতে ৭.৬ মেগাওয়াট এর এই সোলার বিদ্যুৎ কেন্দ্র করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। যেটা ইতিমধ্যে টেন্ডার আহবান হয়েছে। 
 
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার ফয়জু বারী জানান, এই ৭.৬ নতুন সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলে বিশেষ করে যখন দেশে বিদ্যুৎ এর চাহিদা অনেক বেড়ে যায় তখন ওইসময়টিতে বিদ্যুৎ এর ঘাটতি পূরণে এটি সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
 
নবায়নযোগ্য জ্বালানী হিসেবে এমন সোলার প্লান্ট বাড়ানো সময়ের দাবী বলছেন বিশেষজ্ঞরা। সেই লক্ষে ভবিষ্যতে আরো সোলার প্লান্ট বাড়ানো প্রয়োজন বলে জানান, কুয়েট এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মাহমুদুল আলম। তিনি আরো বলেন, আমাদের দেশে সোলার এর একটি ভালো পটেনশিয়াল রয়েছে। সোলার এর দিকে আমাদের আরো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এর পাশাপাশি আরো এডাপ্ট করা প্রয়োজন বলে তিনি জানান।
 
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুরজাহের জানান, পূর্বে কাপ্তাইয়ে ৭.৪ মেগাওয়াট এর সোলার প্লান্ট থাকলেও বর্তমানে নতুন করে ৭.৬ মেগাওয়াট সোলার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথেষ্ট ভালো সিন্ধান্ত দিয়েছে এবং তারাও এটি স্থাপনে অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী নতুন সোলার প্লান্ট স্থাপন আমরা অগ্রসর হচ্ছি।
 
প্রসঙ্গত, কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় এই সোলার প্লান্টটি নির্মাণে খরচ হবে প্রায় ৬৫ কোটি টাকা। এছাড়া সব প্রক্রিয়া শেষ হলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে যাবে একেন্দ্রটি।

এমএসএম / এমএসএম

ডোমারে ওসির অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত