ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

কোটালীপাড়ায় এসিল্যান্ড সেজে নগদের মাধ্যমে প্রতারণা


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ৩১-৩-২০২৩ দুপুর ৩:৯

গোপালগঞ্জের কোটালীপাড়া  উপজেলার এসিল্যান্ড অর্থাৎ সহকারী কমিশনার (ভূমি) সাইফুল  ইসলামের পরিচয়ে (০১৭৫৬৬৬৯১০০) নম্বর থেকে ফোন করে  দুই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। আর এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

জানা গেছে, গত বুধবার বিকেল ৩ টার দিকে উপজেলার কান্দি  ইউনিয়নের ধারাবাশাইল  বাজারে দুই মিষ্টি ব্যবসায়ীর কাছে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রঞ্জিত মন্ডল মিষ্টি ব্যবসায়ী সুদেব বালা, কৃষ্ণ রায়ের কাছে গিয়ে বলে এসিল্যান্ড অফিস থেকে ফোন দিয়েছে কথা বলেন। এ সময় অপর প্রান্ত থেকে এসিল্যান্ড পরিচয় দিয়ে ফোনকারী ব্যক্তি বলেন, ‘আজ তোমাদের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তোমাদের জরিমানা  ও দোকান সিলগালা করব, গাড়ি এবং প্রশাসন প্রস্তুত।  আর যদি তোমরা ৫০ হাজার টাকা করে দাও, তাহলে তালিকা হতে তোমাদের নাম কাটা হবে। তোমরা ভালোভাবে ব্যবসা করবে।

’ ব্যবসায়ীরা বলেন-  তাই আমরা ভয়ে নগদের মাধ্যমে অনেক অনুরোধ করে ১৫ হাজার ২২০ টাকা পাঠাই, দ্বিতীয় জন ২০ হাজার টাকা পাঠাতে গেলে জানা যায় এটা প্রতারক চক্র।

ব্যবসায়ীরা আরো  অভিযোগ করে বলেন- ইউপি সদস্য রঞ্জিত মন্ডল আমাদের জনপ্রতিনিধি তিনি যদি না বলতো যে এসিল্যান্ড অফিস থেকে ফোন দিয়েছে তাহলে তো  আমরা কথা বলতাম না, আর টাকাও  পাঠাতাম না, তাই আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাই।

নগদ এজেন্ট আশিষ বালা বলেন- সুদেব বালা (০১৭৫৬৬৬৯১০০) নাম্বারে ১৫ হাজার ২২০ টাকা খরচ সহ ২ টা ৫৪ মিনিটে পাঠিয়েছে। 

অপর বিকাশ এজেন্ট দিদার হোসেন তালুকদার  বলেন- কৃষ্ণ রায় এর স্ত্রী  আমাকে এসে বলেন এসিল্যান্ড স্যারকে  ২০ হাজার টাকা পাঠাতে হবে, কিন্তু আমি তাকে টাকা পাঠাতে দেইনি।

এ বিষয়ে ইউপি সদস্য রঞ্জিত মন্ডল এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন - আমাকে তুষার চেয়ারম্যান ফোন দিয়ে  বলেছে,  এসিল্যান্ড অফিস থেকে আপনাকে ফোন  দিচ্ছে, বাজারে কাদের কাছে যেতে বলে ফোন নিয়ে যান, এর বেশি কিছু আমি জানি না,  আমি শুধু চেয়ারম্যানের নির্দেশ পালন করেছি।

কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুষার মধু বলেন- আমি টাকা লেনদেনের বিষয়ে কোন কিছু জানিনা, আমাকে একটা নাম্বার থেকে ফোন দিয়ে বলে  আপনার মেম্বার কে ফোন দিচ্ছি ধরে না, আপনি একটু ফোন দিয়ে বলেন ফোনটা রিসিভ করতে। তাই ফোন দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ   বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।। 

এমএসএম / এমএসএম

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে রায়গঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জামায়াতের আমির বদল, নতুন আমির আজিজুর রহমান সরকার স্বপন

স্বচ্ছতা ও নিরপেক্ষতায় অটল মাধবপুর রিপোর্টার্স ইউনিটি

সিংড়ায় ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১,আহত ৪

সীতাকুণ্ডে বালু উত্তোলন করতে গিয়ে গ্রামবাসীর ধাওয়া খেলেন জামায়াত নেতারা

সাতকানিয়া আংশিক ও চন্দনাইশ: মাথা ব্যাথার কারণ কি এবার সাবেক চেয়ারম্যান জসিম?

ড. মোশাররফ ফাউন্ডেশন কতৃক এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সরিষাবাড়ীতে যমুনা নদীতে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী প্রতিবাদ, আটক -৪

গোপালগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসকের পরিদর্শন

হানিওয়েল কারখানা বন্ধ ঘোষণা,শ্রমিকদের বিক্ষোভ

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা