নগরকান্দায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় ২০২২-২৩ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতাধীন সড়ক নির্মাণ কাজে শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবু ফকির ও মহিলা ইউপি সদস্য সম্পা বেগমের যোগসাজশে এ ধরনের অনিয়ম করা হয়েছে বলে দাবী স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়নের দুলালী গ্রাম থেকে ছোট কুমারদিয়া কালি মন্দির পর্যন্ত একটি সড়ক নির্মান কাজ চলমান রয়েছে ইউপি চেয়ারম্যান বাবু ফকিরের ত্বত্তাবধানে। অথচ সেখানে শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও সেখানে কাজ করা হচ্ছে সরাসরি ভেকু ব্যবহার করে।
ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ ফায়েক মোল্লা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আমাদের সাথে কোনো প্রকারের পরামর্শ ছাড়াই তার মনগড়া ভাবে কাজ করে যাচ্ছেন, কিছু বললেই আমাদের নানাভাবে হুমকি ধামকি দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আমাদেরকে না জানিয়ে গ্রাম পুলিশ মিন্টুকে দিয়ে এসব কাজ করাচ্ছেন। এ ব্যাপারে আমাদের সাথে কোন পরামর্শই করেন না।
এ ব্যাপারে প্রকল্পের পিআইসি ও মহিলা ইউপি সদস্য মোসাঃ সম্পা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার স্বামী একই ইউনিয়নের গ্রাম পুলিশ মিন্টু মিয়া বলেন, দুলালী গ্রামের রাস্তা নির্মাণের কাজের দাায়িত্ব চেয়ারম্যান সাহেব আমাকে দিয়েছেন, তাই আমি কাজ করছি। এটি কোন প্রকল্পের কাজ তা আমি জানিনা। আপনারা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন।
মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, এতোটুকু কাজের জন্য ওই পর্যন্ত যাওয়া লাগে নাকি ? আপনারা আমার সাথে দেখা করেন। তবে ভেকু দিয়ে কাজ করার ব্যাপারে জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত না তবে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখে নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Link Copied