ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

জীবন বাজি রেখে সুন্দরবনে মধু আহরণ মৌয়ালদের


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ২:৮

১ এপ্রিল থেকে সাতক্ষীরা ও ৩ এপ্রিল থেকে খুলনা রেঞ্জে সুন্দরবনের মধু আহরনের মৌসুম শুরু হচ্ছে। মৌয়ালরা মধু সংগ্রহের জন্য আনুষ্ঠানিক ভাবে সুন্দরবনে  প্রবেশ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।   চলতি মৌসুমে বাঘের আক্রমনের  পাশাপাশি বিভিন্ন জীবজন্তুর  হামলার  বিষয়টি মাথায় নিয়ে সুন্দবনে মধু আহরণে যেতে হচ্ছে মৌয়ালদের। তবে মধু আহরন মৌসুমকে সামনে রেখে সুন্দরবন পশ্চিম বন বিভাগ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। মৌয়ালদের সাথে কথা বলে জানা গেছে,সুন্দরবনের মধু সু-মিষ্টি, বনের মধু মহাঔষধ ও প্রাকৃতিক সম্পদ। মধু দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৌয়ালরা মধু আহরণ করতে গিয়ে বাঘ, সাপ, কুমিরের সাথে জীবন বাজি রেখে সুন্দরবনে মধু আহরণ করে থাকে। বন বিভাগ সুত্রে জানা গেছে,১ ও ৩ এপ্রিল থেকে মধু আহোরনের মৌসুম শুরু হবে আর চলবে ৩১ মে পর্যন্ত। মৌয়ালরা  সুন্দরবনের বিভিন্ন স্টেশন থেকে  পাশ পারমিট নিয়ে মধু আহরনের অপেক্ষায় রয়েছে। বন বিভাগে সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকে  ১৭৫০ কুইন্টল মধু ও ৪৪০ কুইন্টল মোম আহরণের লক্ষ্য মাত্রা নির্ধারন করেছে। এর মধ্যে খুলনা রেঞ্জে ৭০০ কুইন্টল মধু ও ১৭৫ কুইন্টল মোম এবং সাতক্ষীরা রেঞ্জে থেকে ১০৫০ কুইন্টল মধু ও  ২৬৫ কুইন্টল মোম। এ বছর বড় ধরনের কোন বিপর্যয় না হলে লক্ষ্য মাত্রার চেয়ে বেশি মধু আহরণের আশা করছে বন বিভাগ। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায় বলেন, মধূ আহরন মৌসুমে কোন বাওয়ালী যেন হয়রানীর স্বীকার না হয় সে জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বক্ষনিক তদারকি করা হবে । খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাসানুর রহমান জানান, মৌয়ালীরা যাতে  কোন প্রকার ঝামেলা ছাড়াই মধু আহরণ করতে পারে সে জন্য স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ডক্টর আবু নাসের মোহাসিন হোসেন বলেন, মৌয়ালদের নিরাপত্তার জন্য বন বিভাগের টহল কার্যক্রম জোরদার থাকবে। সুন্দরবনে বনজীবি মৌয়ালরা মধু আহরণে বনের ভিতর নিবিঘ্নে চলাচল করতে পারে সে জন্য  বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু