ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

খুলনার ডুমুরিয়ার নার্গিস ক্লিনিক মালিকের গোড়ামিতে চিকিৎসাধীন অবস্থায় মুন্নীর মৃত্যু


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২-৪-২০২৩ বিকাল ৫:১২

মুন্নী আর নেই। ৪৪ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে রবিবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। খুলনার ডুমুরিয়ায় নার্গিস ক্লিনিকে ১৭ ফেব্রুয়ারি অপারেশ হয় খলশীর খাজুরা গ্রামের রফিকের স্ত্রী মুন্নী বেগম। অপারেশনের পর থেকেই মুন্নী অসুস্থ হতে থাকে। ওই সময় অভিযোগ ওঠে ক্লিনিক মালিকের গোড়ামিতে তড়িগড়ি করে অপারেশন করায় এবং  ভ’ল  চিকিৎসায় মুন্নীর অবস্থা সংকটাপন্ন। এনিয়ে সকালের সময়সহ বেশ কয়েকটি পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়। 

ওই সময়ের তথ্য অনুযায়ি জানা যায়,  গত ১৭ ফেব্রুয়ারি খলশীর খাজুরা এলাকার রফিক খানের স্ত্রী মুন্নী বেগম এ্যাপানটিস অপারেশনের জন্য ডুমুরিয়া নার্গিস ক্লিনিকে ভর্তি হয়। ডাক্তার শেখ সুফিয়ান রুস্তম এসে রোগি দেখে ওইদিন অপারেশন করতে অনীহা প্রকাশ করেন। কিন্তু ক্লিনিক মালিকের পিড়াপিড়িতে ডাক্তার অপারেশন করেন। পরবর্তীতে অপারেশনের স্থানে আস্তে আস্তে বচন ধরতে থাকে। ক্লিনিক কর্তৃপক্ষ বেশকিছুদিন রেখে একটু পচন কমলে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে পচনের মাত্রা বেড়ে যায়। ১০ মার্চ শুক্রবার রোগির প্রচন্ড খিচুনি হয় পরে অজ্ঞান হয়ে পড়ে। নিরুপায় হয়ে রোগির স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ১১ মার্চ শনিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ইউনিটে যেয়ে দেখা যায় মুন্নী বেগমের খিচুনী অব্যাহত রয়েছে। পরে তাকে ফুলবাড়ি গেট মিরেরডাঙ্গা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। পরে দীর্ঘদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে অবস্থার উন্নতি না হওয়ায় ২৯ মার্চ তাকে রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আইসিইউতে রবিবার বেলা সাড়ে ১২ টায় মৃত্যুবরণ করেন মুন্নী। এদিকে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ায় জেলা সিভিল সার্জন একটি তদন্ত কমিটি করার উদ্যোগ নিলেও আজও তা আলোর মুখ দেখেনি। মুন্নীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা দিতে যেয়ে দিনমজুর রফিক একদিকে সহায় সম্বলহীন হয়ে পড়েছে। অন্যদিকে সকল প্রকার চিকিৎসা ব্যর্থ হওয়ায় এখন তিনি নির্বিকার। মুন্নীর ৭ বছরের অবুধ শিশু রয়েছে। মুন্নীর স্বজনরা জানিয়েছে লাশ নিয়ে তারা রাজধানী থেকে রওনা দিয়েছে। 

এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

‎আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ

শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন