ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলে করোনা ওয়ার্ডের আবর্জনা খাওয়ার জন্য আসা গরুর ভিড়ে রোগজীবাণু ছড়ানোর আশঙ্কা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৭-৭-২০২১ রাত ১০:৪৯

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের সামনে রোগীদের ফেলা আবর্জনার স্তূপ ছড়িয়ে আছে। পরিষ্কারের জন্য নেই তেমন কোনো উদ্যোগ। প্রতিদিন আবর্জনা ও ঘাস খাওয়ার জন্য বিচরণ করছে অসংখ্য গরু। এসব গবাদিপশুর মাধ্যমে ছড়াতে পারে রোগজীবাণু। হাসপাতাল এরিয়ার ভেতরে যেখানে সেখানে এসব গবাদিপশু মলমূত্র ত্যাগ করে হাসপাতালের পরিবেশ নষ্ট করছে। কিন্তু দেখার যেন কেউ নেই।

দেখা গেছে, করোনা য়আক্রান্ত ও করোনা সন্দেহজনক ইউনিটের সামনে গরুগুলো ভিড় করে ময়লা-আবর্জনা খাচ্ছে। প্রতিদিন গরুগুলো বাইরে থেকে এসে হাসপাতালের ভেতরে খাবারের সন্ধানে বিচরণ করছে। গরুগুলোর মাধ্যমে হাসপাতাল থেকে হাসপাতালের বাইরের এলাকাগুলোতে ছড়িয়ে পড়তে পারে রোগজীবাণু। এতে একদিকে যেমন হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে, অপরদিকে গবাদিপশুগুলোর দুধ, মাংস ও মলমূত্রজাতীয় বর্জ্যের মাধ্যমে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, হাসপাতালে যে ক্যাম্পাস রয়েছে তার বিভিন্ন পকেট গেটের মাধ্যমে গরুগুলো প্রবেশ করে। এলাকার অনেকের গরুই প্রতিনিয়ত প্রবেশ করছে। আমরা ইচ্ছা করলেই সমস্যাটা সমাধান করতে পারছি না। আমাদের বড় সমস্যা হচ্ছে হঠাৎ করে করোনা পরিস্থিতি তৈরি হওয়ায় জরুরিভিত্তিতে ট্রমা সেন্টারটি করোনা ইউনিট করা হয়েছে। এই ইউনিটটি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ নয়। আমাদের যে ডাস্টবিনটি করার কথা ছিল, সে জায়গাটিতে নতুন একটি স্থাপনা হবে। আমরা গণপূর্ত বিভাগের সাথে কথা বলে পেছনের দিকে একটি জায়গা নির্ধারণ করেছি। আমরা চেষ্টা করব ওই জায়গায় দ্রুত একটি ডাস্টবিন করতে।

তিনি আরো বলেন, আমাদের করোনা ইউনিটের ময়লা-আবর্জনাগুলো টাঙ্গাইল পৌরসভা থেকে প্রতিদিন সংগ্রহ করে নেয়ার কথা। স্থানীয়দের গরু অপ্রতিরোধ্যভাবে হাসপাতাল প্রাঙ্গণে এসে করোনা ওয়ার্ডের আবর্জনাগুলো খাচ্ছে। এর মাধ্যমে রোগজীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি তা দ্রুত বাস্তবায়নের জন্য সচেষ্ট হব। সেই সাথে দ্রুত নতুন একটি ডাস্টবিন নির্মাণ করা হবে।

এ ব্যাপারে হাসপাতালে আসা রোগীদের আত্মীয়স্বজন ও সাধারণ মানুষজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছেন।

এমএসএম / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত