দুই বছর চার মাস অফিস না করেও স্বপদে বহাল
বিভিন্ন অনিয়মের সাথে সম্পৃক্ততার অভিযোগে দুই বছর চার মাস পূর্বে চট্টগ্রামের কর্ণফুলীতে বদলি করা হলেও পূর্বের কর্মস্থল কোম্পানীগঞ্জে অবস্থান করার অভিযোগ উঠেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক সহকারী মৎস্য কর্মকর্তা (নিজ বেতনে) মোঃ নাসির উদ্দিন খন্দকারের বিরুদ্ধে। মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা দুই বছর চার মাস অফিস না করেও স্বপদে বহাল থাকায় এলাকায় শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়।
জানা যায়, মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কাজী শামস আফরোজ এর নির্বাহী আদেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন খন্দকারকে গত ১৯ নভেম্বর ২০২০ তারিখে চট্টগ্রামের কর্ণফুলীতে বদলি করা হয়। আদেশের ১০ দিন পর কর্ণফুলীতে যোগদান করলেও সেখানে অফিস না করে পূর্বের কর্মস্থল কোম্পানীগঞ্জেই অবস্থান করছেন তিনি। মাঠ পর্যায়ে এখনো তিনি নিজেকে কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার হিসেবে দাবী করে যাচ্ছেন।
এছাড়াও বদলির পরও উপজেলা পরিষদের ফেমিলি কোয়ার্টারের বাসা ব্যবহার ও বিভিন্ন মন্ত্রনালয়ে বিভিন্ন তদবির (দালালী) এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কোন স্বার্থে তিনি কর্ণফুলীতে না গিয়ে কোম্পানীগঞ্জেই অবস্থান করছেন সে বিষয়ে তদন্ত করতেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। জানা যায়, কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে রয়েছে তার বিশাল খামার বাড়ি, নামে বেনামে অনেক সম্পত্তি ও ব্যাবসা বানিজ্য।
চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র মহাপরিচালক আব্দুস সালাম এর এক পরিদর্শন প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক মৎস্য কর্মকর্তা আফরিন সুলতানার মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় দায়িত্বকাল বোর্ডে এবং নাম ফলকে নিজের নাম লিখে পদবীতে সরাসরি মৎস্য কর্মকর্তা লিখে রাখেন নাছির উদ্দিন খন্দকার। এছাড়াও মাঠ পর্যায়ে নিজেকে মৎস্য কর্মকর্তা বলে পরিচয় দেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, মোঃ নাসির উদ্দিন খন্দকার উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যথাযথ যোগাযোগ ছাড়া একক সিদ্ধান্তে অফিসিয়াল সব কাজ করতেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাছির উদ্দিন খন্দকার প্রাথমিক ভাবে স্বাভাবিক কথা বল্লেও পরে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যে দাবী করে অকথ্য ভাষায় গালাগাল করে ফোন কেটে দেন।
বদলির পরও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের কোয়ার্টারে থাকা ও গোপনে পরিষদে আসা যাওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ''বিষয়টি নিয়ে পরিষদের সভায় আলোচনা হয়। পরিষদের সিদ্ধান্ত তাকে অবগত করা হলে কিছুদিন পূর্বে তিনি বাসা ছেড়ে দেন। তবে বদলীর পর বদলীকৃত কর্মস্থলে কেউ যদি না যান সেটি তার অধিদপ্তর দেখবেন।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, নাসির উদ্দিন খন্দকার কেন অফিস করছেন না সেটি আমাদের জানা নেই, তবে উনি অফিস না করার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন এবং এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন।
জানতে চাইলে চট্রগ্রাম বিভাগীয় উপ-পরিচালক আবদুস সাত্তার বলেন, তার বিরুদ্ধে আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে, আমরা তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
এমএসএম / এমএসএম
ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থীঃ মহম্মদপুরে সেলিমা রহমান
সুবর্ণচরে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ
শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ
ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন
‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান
রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা
মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে
দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা
পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা